নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

লক্ষ্যে থাকুন অটল, দুঃখে না হয়ে অচল

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৩



উইলমা রুডলফ-এর কথা মনে আছে? ঐ যে যিনি প্রথম আমেরিকান নারী স্প্রিন্টার হিসেবে এক অলিম্পিকে তিনটি সোনা জয় করেন। অথচ এক সময় দৌড়া তো দূরে থাক, হাঁটাই অসম্ভব হয়ে পড়েছিলো তার। আমেরিকার টেনেসি'র এক গরীব পরিবারে জন্মগ্রহণ করা এই নারী মাত্র চার বছর বয়সে নিউমোনিয়া, কালাজ্বর আর পোলিও রোগে আক্রান্ত হোন। ডাক্তার দেখে স্রেফ বলে দিয়েছিলেন যে উইলমা আর কখনোই হাঁটতে পারবেন না।

উইলমা খুবই ভেঙ্গে পড়েছিলেন। যেখানে একজন দৌড়বিদ হওয়ার স্বপ্ন, সেখানে কি না খবর এলো একদম হাঁটতেই পারবেন না! কিন্তু, মা অভয় দিলেন, মনে শক্তি রাখতে বললেন। মা-কে পাশে পেয়ে একদিন দূরে ছুড়ে ফেলে দিলেন ডাক্তারের দেওয়া সকল বিধি-নিষেধ। উঠে দাঁড়ালেন দাঁতে-দাঁত চেপে। এরপর?

এরপর প্রস্তুত হতে থাকেন ইতিহাস গড়ার জন্যে। তেরো বছর বয়সে প্রথম প্রতিযোগিতামূলক কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। প্রথম হওয়া প্রতিযোগী'র চেয়ে অনেক পিছে থেকে দৌড় শেষ করতে হয় তাকে। হাল ছাড়েননি যতদিন না কোন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

আর, এভাবেই সফল মানুষেরা নিজেদের পথ করে নেন। দরকার পড়লে সহায়তা নেন অন্যের। কিন্তু, নিজেদের লক্ষ্য থেকে একচুল এদিক-ওদিক হোন না। আর, এজন্যে দরকার দুর্নিবার আকাংখা। সাফল্য লাভের তীব্র পিপাসা।

======================
ইংরেজিতে আমার লেখা পড়তেঃ Independent Thoughts
==================================================

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


সোনার বাংলার সফলতার মাপকাঠী গোল্ড মেডেল নয়,বিসিএস দিয়ে আমলাপদক পাওয়া।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




তা কেন হবে!!!

আমি তো এই সোনার বাংলারই সন্তান! আমি তো সফল একজন মানুষ হিসেবে আমার আত্মীয় ও বন্ধু মহলে বিবেচিত!!!

আর, আমার আব্বা ও দাদা সরকারী চাকুরে ছিলেন। তাঁরা কারো টাকা মেরে খান নাই।

গবেটের মতো কথা বলবেন না।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১০

শূন্য সারমর্ম বলেছেন:



বিদেশী মোটিভেশন দেশের মানুষকে আপনি কি দিতে চান? অলিম্পিকের মেডেল?

তরুণ প্রজন্ম আপনার এই পোস্ট পড়লে উসাইন বোল্টের ভিডিও দেখবে না, ভার্সিটির লাইব্ররীতে ডুকার জন্য মধ্যরাতে গিয়ে ব্যাগ রেখে আসবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মোটিভেশন আবার দেশী বা বিদেশী হয় নাকি, বোকা???!!!!

মানুষ কি করলো তা না দেখে নিজের চরকায় তেল দেন।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১২:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


ঠিক আছে, মনে থাকবে উপদেশ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
সমস্যা হলো- বই পড়ে সাঁতার শেখা যায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.