নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

এয়ারপোর্টের পিএ সিস্টেমে বেজে উঠলো প্রেমিকের আবেদন- "উইল ইউ মেরি মি?"

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৪



হিন্দি সিনেমায় এয়ারপোর্টের একটি বিশেষ ভূমিকা আছে। দেখা গিয়েছে, নাটকীয়তা আনতে, ১০টা হিন্দি ফিল্মের মধ্যে ৮টিতেই নায়ক-নায়িকার মিলন বা প্রণয় ঘটার স্থান হিসেবে এয়ারপোর্টকে বেছে নেওয়া হয়। আর, এই ব্যাপারটা লক্ষ্য করেই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে অকল্যান্ড এয়ারপোর্টকে বেছে নেন যশরাজ!

যশরাজ ছাবরা এবং রিয়া শুক্লা, দুই প্রেমিক প্রেমিকার কর্মস্থল দুই ভিন্ন দেশে। যদিও রিয়ার জন্ম নিউজিল্যান্ডের অকল্যান্ডে, রিয়াকে কাজের জন্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকতে হয়। অন্যদিকে, যশরাজ এখনো অকল্যান্ডে বাস করেন। অগত্যা, এই ভিন্ন দুই দেশ থেকেই যশরাজ এবং রিয়াকে নিজেদের প্রেম জীবন চালাতে হয়!

শেষ পর্যন্ত একদিন, যশরাজ সিদ্ধান্ত নিলেন যে, প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিবেন। কিভাবে এই মূহুর্তকে আবেগঘন করে রাখা যায়? ভাবতে থাকলেন যশরাজ! ভাবতে ভাবতে বের করলেন, হিন্দি সিনেমার নায়কের মতো করে নিজেদের অকল্যান্ড এয়ারপোর্টে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিবেন।

যেই ভাবা সেই কাজ! যশরাজ লিংকডইনে অনুমতি চেয়ে এয়ারপোর্টের বিভিন্ন অফিসারের কাছে ম্যাসেজ পাঠাতে লাগলেন। এক পর্যায়ে, অকল্যান্ড এয়ারপোর্টের কমিউনিকেশন ম্যানেজারের দৃষ্টিগোচর হয় যশরাজের ম্যাসেজ। তিনি রাজি হয়ে যান নিজের কর্মস্থলে এমন একটি কাণ্ড ঘটাতে!

নির্দিষ্ট দিনে, রিয়া তখনও নিউজিল্যান্ডের পথে আকাশে, সব যোগারযন্ত্র নিজেই করে রাখলেন কমিউনিকেশন ম্যানেজার। ফুল, কেক, দিনটাকে ধরে রাখতে ভিডিও ক্যামেরা - সবই যোগাড় করে দিলেন ম্যানেজার!

রিয়া উড়োজাহাজ থেকে নেমে নিজের ব্যাগেজের জন্যে অপেক্ষা করছেন! এই সময়ে তার ফোনে আত্মীয়দের একটার পর একটা কল আসতে লাগলো। সবাই তার কুশল জানতে চাচ্ছেন। উদ্দেশ্য রিয়াকে অন্য দিকে ব্যস্ত রাখা। এই করতে করতে রিয়া সবেমাত্র এয়ারপোর্ট মেইন হলে এসেছেন, সেই মূহুর্তে পিএ সিস্টেমে বেজে উঠলো যশরাজের কণ্ঠস্বর - "উইল ইউ মেরি মি?

আর, সেই সাথে, অকল্যান্ড এয়ারপোর্টের ইতিহাসে ঢুকে গেলেন যশরাজ এবং রিয়া!



তথ্যসূত্রঃ সি,এন,এন
ছবিসূত্রঃ অকল্যান্ড এয়ারপোর্ট

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: বাহ! কি রোমান্টিক!!!!
আসল কথা হচ্ছে তাদের সংসার জীবন যেমন আনন্দময় হয়।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যাদের মন এমন রোমান্টিক, তাদের সংসার জীবন তো আনন্দময় হবেই! এমনই আশা করি আমি।

আমার দোয়া থাকবে তাদের জন্যে।

শুভেচ্ছা নিরন্তর।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: অতঃপর তারা সুখে শ্বান্তিতে বসবাস করিতে লাগিলো!! :D



০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ছেলেটা কি রোমান্টিক!

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:


Will you marry me? -বাক্যটা জানাতে মানুষের বহু ক্রিয়েটিভ আয়োজন দেখেছি ইন্টারনেট।

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমিও শুনেছি।

কিন্তু, এয়ারপোর্টে এই প্রথম!!!

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: হা হা

খুবই মজার জীবন নাটক!

০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খুবই মজার, রোমান্টিক ও আবেগময়!

ধন্যবাদ নিরন্তর।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: এরকম আয়োজন বহু জায়গায় দেখেছি, খেলার মাঠে, শপিংমলে, প্রার্থনালয়ে, আকাশে (প্যারাসুটে এবং হেলিকাপ্টারে), আকাশে রঙ ছড়িয়ে, বেলুন দিয়ে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জানানোর জন্যে ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.