নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ডঃ মোহাম্মদ ইউনুস কি একলাই সুদখোর?

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:২৮



নোবেলজয়ী ডঃ মোহাম্মদ ইউনুস সুদখোর, তাতে কোন সন্দেহ নেই। গ্রামীন ব্যাংক সুদের উপর ভিত্তি করেই ব্যবসা করে। তবে, বাংলাদেশের অন্যান্য ব্যাংকগুলোও সুদের উপর নির্ভরশীল। শুধু বাংলাদেশের ব্যাংকগুলো কেন, সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থা সুদের উপর নির্ভর করে চলছে।

তাই, আমি যদি একা শুধু ডঃ মোহাম্মদ ইউনুসকে সুদখোর বলে সম্বোধন করি, তাহলে আমার সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে যাবে না?

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৪৯

কামাল১৮ বলেছেন: একলাই নোবেল জয়ী সুদখোর।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অত্থনীতিতে যারা নোবেল জয় করেছেন, তাঁদেরকে কি বলা যাবে?

ধন্যবাদ।

২| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০২

কামাল১৮ বলেছেন: অর্থনীতিতে নোবেল জয়ী।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নাহ, হলো না।

ধন্যবাদ।

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:১৪

রাজীব নুর বলেছেন: কি মন্তব্য করবো বুঝতে পারছি না।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বুঝতে হবে, জানতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩০

রানার ব্লগ বলেছেন: নাহ একলা সুদ খোর না । উনি পথিকৃত !! সাজানো গ্রাম ওনার হাতের হাত সাফাই, গ্রামীন মানুষের ঘরের দড়জা জানালা খুলে এনে ঋন শোধের উপায় বাওতলে দেবার প্রতিষ্ঠাতা , নিজের নামে ফাউন্ডেশান করে বাড়ির কুত্তার খরচো সেই ফাউন্ডেশানের নামে চালিয়ে দেয়া, নিজের করা আইন নিজেই ভঙ্গার রুপ লেখক । আরো আছে । মনে নাই ।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি বা আপনার কোন আত্মীয় গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন?

৫| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪০

তানভির জুমার বলেছেন: দেশের বাইরে ইউনুস জনপ্রিয়। মূলত আওয়ামীলিগারই ইউনুস কে ঘৃনা করে।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি বঙ্গবন্ধুকে পছন্দ করি। ফলো করি।

ইউনুস সাহেবকেও শ্রদ্ধা করি।

ধন্যবাদ।

৬| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ইউনুস সাহেব শ্রদ্ধা করার মতো লোক নন। আমাকে কিছুটা সময় দিন অথবা আপনি কিছুটা সময় অপেক্ষা করুন। আমি তার সম্পর্কে লিখবো। আগামী পোস্ট ড. জেকিল এন্ড মিস্টার হাইড নিয়ে হবে।


৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এতো এতো বিশ্ব নেতা একসাথে ভুল হতে পারেন না।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৯:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:


সুদ তো সবাই খায়। ইসলামী ব্যাংকও সূদ খায়।

ডাক্তার ইউনুস একজন ভালো লোকই ছিলেন।
বাংলাদেশের দারিদ্র বিমোচনে এবং নারীদের নিজেদের পায়ে দাঁড়ানো স্বাবলম্বী করার লড়াই করে গেছেন জীবনের অনেক বড় একটা সময়। তখন ছিলেন মৌলবাদীদের চোখের বালি।
হাসিনার সাথে সম্পর্ক সব সময়ই ভালো ছিল।

৯০ দশকে গ্রামীণ ব্যাংকের বিস্তার লাভের সময় সেলুলার ফোন অবমুক্ত করে দেয়ার জন্য হাসিনাকে উনিই তখন পরামর্শ দিয়েছিলেন। ৯৬ তে আওয়ামী লীগ ক্ষমতায় এসে গ্রামীণফোন সহ তিনটি কোম্পানিকে সেলুলার ফোনের লাইসেন্স দেওয়া হয় বিনামূল্যে।
কিন্তু তিনি কথা রাখেননি, গ্রামের দরিদ্র নারীদের কাছে গ্রামীণফোনের সিম বিক্রি করেছেন উচ্চ সুদে উচ্চমূল্যে। ২০ টাকার সিম ২০ হাজার টাকায়।

২০০৬ এ নোবেল পুরস্কার পাওয়ার পর উনার মনে রাজনীতি করার ইচ্ছা সৃষ্টি হয়, ক্ষমতায় যাওয়ার উচ্চাকাঙ্খার সৃষ্টি হয়। ১-১১র মত ঘটানোর জন্য সামরিক বাহিনীর সাথে দেন দরবার করতে থাকেন ২০০৬ এর আগে থেকেই। দুই বছরের নামে ১০ বছর তত্ত্বাবধায়ক সরকার হওয়ার ইচ্ছা পোষণ করে গেছেন। একসময় কিংস পার্টি গঠন করে আরো দীর্ঘমেয়াদ ে ক্ষমতায় বসার ইচ্ছা ছিল উনার।
এসব জিনিস সৎভাবে প্রচলিত উপায়ে রাজনীতি করেও করতে পারতেন।

৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমার প্রশ্নঃ

শুধু ইউনুস সাহেবকে কেন টার্গেট বানানো হচ্ছে?

আমাদের অর্থনীতিও তো সুদের উপর নির্ভর করে গড়ে উঠেছে।

আমাদের অর্থ মন্ত্রীদের ব্যাকগ্রাউন্ড দেখুন। তাঁরা হয় সুদ দিয়েছেন, অথবা সুদ ম্যানেজ করেছেন। বাংলাদেশের বড় বড় মন্ত্রীদের ব্যাংক আছে।

তাঁরাও কি সুদখোর নন? তাঁদেরকে কেন নাম ধরে সুদখোর ডাকা হয় না?

ধন্যবাদ।

৮| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



এতো এতো বিশ্ব নেতা একসাথে ভুল। মোটা দাগে সবাই একসাথে ভুল। আপনি আমাকে সময় দিন আমি লিখছি।

৯| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:০৮

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশের অনেক মানুষই উচ্চ মুনাফার আশায় বুঝে না বুঝে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে বাঁশ খাওয়ার পরও এম.এল.এম -এ অর্থ লগ্নি করে বহুবার ধরা খেয়েছে। তাওপরও তাদের টনক নড়েনি। প্রকৃত অর্থে বাংলাদেশে সুদের কারবার করার লোকও কম নয়। কিন্তু সব দোষ এখন ড. ইউনূসের উপর গিয়ে পড়েছে। ভাবটা এমন তাকে আর গ্রামীণ-কে গালাগাল না করলে নেতা-নেত্রীকে খুশি করা যাবে না, সেটা বুঝে হোক আর না বুঝে। গ্রামীণ ব্যাংক সবার ক্ষতি করে এখনো টিকে আছে কিভাবে? গ্রামীণ থেকে কি কেউ উপকৃত হয় নি? অকৃতজ্ঞ বাঙালীদের নতুন করে চেনার কিছু নেই।

১০| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:১২

শিশির খান ১৪ বলেছেন: গ্রামীণ ব্যাংক কি ভাবে পরিচালিত হয় তা কি আপনি জানেন ?আপনি কি কখনো গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়েছেন আমি নিশ্চিত আপনি কখনোই গ্রামীণ ব্যাংক এর সদস্য ছিলেন না। না জেনেই আপনি এক জন কে সুদখোর অপবাদ দিলেন।অবশ্যই ইসলামে সুদকে হারাম করা হয়েছে। আমি সুদের পক্ষে নেই। আপনি গ্রামীণ ব্যাংক এর পাশা পাশি আমাদের দেশের ইসলামী শরিয়া ব্যাংক গুলোতে বর্তমানে কি অবস্থা তাও জানার চেষ্টা করবেন আশা করি। না জেনে কাউকে ব্যাক্তিগত আক্রমণ করা টা কেমন জানি না।

১১| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:২১

জগতারন বলেছেন:
উনি যে কেমন দেশ বা জনগণকে ভালোবাসেন তা সিলেটের বন্যার সময়ই দেখা গেছে.।.।.।
উনি নোবেল বিজয়ী তা ঠিক আছে.।.।.।
কিন্তু গ্রামীণ ব্যাংকের নামে গরিব মানুষের জীবন শেষ করে দিয়েছেন.।.।.।
উনি কি ভাবে টাকা ইনকাম বা নেওয়া যায় তাই জানেন.।.।.।
কাওকে দান বা সহযোগিতা করে নয়.।.।.।
আমরা বাঙালি খুবই আবেগী.।.।.।
তাই একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া দরকার.।.।.।

১২| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১০:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
উনার বিরুদ্ধে বলতে গেলে কিছুই করা হয়নি।
উনার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণফোন আগের মতই আছে ওনার মালিকানা তেই আছে। ব্যবসা বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি। শুধু বয়সের কারণে এমডি পদ টি নেই। কিন্তু মালিকানায় কোন আঘাত পড়েনি। উনার বিদেশ যাওয়া আসায় কেউ কখনো বাধা দেয়নি এখনো দিচ্ছে না।

উনার বিরুদ্ধে মামলা গুলো খুবই সাধারণ। কর ফাঁকির মামলা। মামুলি। ইচ্ছে করলে দীর্ঘদিন চালানো যায়।
আর শ্রমিকদের বকেয়া বেতন মামলা সেটাও আদালতের বাইরে সালিশে উনি বেতন মিটিয়ে দিয়েছেন বেশিরভাগ। আর সামান্য অর্থ নিয়ে কিছুটা হয়ে একটি মামলা হয়েছিল। সেটা করেছিল গ্রামীণফোনের কর্মীরা। সরকার নয়। এসব বকেয়া আলোচনায় নিষ্পত্তি সুযোগ আছে।

এসব মামলার কোন শাস্তিই জেল দন্ড নয়। সাধারণ জরিমানা।
উনি এত কোটি কোটি টাকা আয় করছেন। বিদেশীর রাজনৈতিক তহবিলে কোটি কোটি ডলার অকাতরে দান করে দিচ্ছেন। আর সামান্য পার্সেন্ট কর যেটা সরকারের প্রাপ্য সেটা দিতে চান না। আশ্চর্য।

১৩| ৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ৯:৩৫

নূর আলম হিরণ বলেছেন: অন্য ব্যাংক গুলোকে সুদখোর বলা হয় না কে বললো! আমি সব ব্যাংক গুলোকেই এই কথা বলি এবং সবাই বলে। ইসলামী ব্যাংক গুলোকে অনেকেই স্ফটলি বলে, তবে বলে অবশ্যই। ড. ইউনূস সুদখোর এটার জন্য উনার বিচার হচ্ছে না, বিচার হচ্ছে উনি কর ফাঁকি দিয়েছেন এবং শ্রমিকের ন্যায্য পাওয়না বুঝিয়ে দেননি!

১৪| ৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:২৯

শাওন আহমাদ বলেছেন: অবশ্যই প্রশ্ন থেকে যাবে।

১৫| ৩১ শে আগস্ট, ২০২৩ সকাল ১০:৫০

অরণি বলেছেন: ব্যক্তি আক্রোশ।

১৬| ৩১ শে আগস্ট, ২০২৩ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

১৭| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৩:০৭

রানার ব্লগ বলেছেন: আপনি বা আপনার কোন আত্মীয় গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন?

একদম সেই সৌভাগ্য আমার হয় নাই । কিন্তু আমার বাড়ির আশেপাশে যারা আছেন তাদের অনেকের করুণ মরন দশা আমি দেখেছি । একবার গ্রামীন ব্যাংকের প্রতিনিধিকে বাধা দিতে গিয়ে হুমকি পেয়েছি সেই লোক বৃদ্ধ এক বিধবা নারীর একমাত্র বাসস্থান এর চাল খুলে নিচ্ছিলো কারন তার ছেলে ঋণ নিয়েছিলো কিন্তু দুঃখের বিষয় ছেলেটি ঋণ শোধ করার আগেই মারা যায় । প্রতিনিধি জনাব কে অনেক বোঝানো হয়েছে কিন্তু উল্টা সে মারতে পর্যন্ত এসেছিলো তার পর তার কি হয়েছে ওটা নাই বা বললাম ।

১৮| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:২৭

শোভ বলেছেন: ওনি আন্তর্জাতিক সুদখোর । ওনি দেশের জনগনের জন্য কোন উপকার করেননি , দেশের দুর্যোগে ওনাকে পাওয়া যায় না কিন্তু হিলারি কে কোটি কোটি টাকা সাহায্য করেন ।

১৯| ৩১ শে আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





আমি এই পোস্টের বাকি কমেন্টগুলোর উত্তর পরে দিবো।

ঠাকুরমাহমুদ ভাইয়ের পোস্টের অপেক্ষা করছি।

ধন্যবাদ নিরন্তর।

২০| ৩১ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হিংসা আর প্রতিহিংসার বাজারে বাকী সব মূল্যহীন ভায়া......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.