নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মানুষটা বাবার ডায়ালাইসিসের টাকা যোগাতে উবার চালায়

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:২৫



মেজাজ আজ খুব খারাপ। আমার বিবিজানের সাথে ঝগড়া করেছি একটু আগে। কেন জানি মন খারাপ থাকলেই ঝগড়া করি, মাঝে মাঝে। ব্যাপারটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ঘুমাতে ইচ্ছা করছে না। তাই, আজকের সন্ধ্যার ঘটনাটি পোষ্ট করার সিদ্ধান্ত নিলাম।

আজ সন্ধ্যায় মিরপুর থেকে একটা মিটিং শেষ করে উবার কল করেছিলাম। সনি সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকা উবারের লাল এলিয়ন গাড়িটি আমাকে পিক করলো। বেশ ছিমছাম গাড়ি। একটু অবাক হলাম! এই গাড়িটা তো উবার প্রিমিয়ামে থাকার কথা। অথচ, আমি জেনারেল উবার কল করেছিলাম। তাহলে?

জিজ্ঞাসা করতেই ড্রাইভিং সিটে বসা ইয়াং ছেলেটি জানালো- সে উবারে নতুন। ১ মাস লাগবে প্রিমিয়ামে যেতে। আসলে, সে নগদের এডমিনিস্ট্রেশনে চাকরী করে। ২৭-২৮ বয়সী ছেলেটি বাবার কিডনির ডায়ালাইসিসের টাকা যোগাতে অফিসের পরে উবার চালায়।

"স্যার, গত ৪ মাস ধরে বাবা অসুস্থ। প্রতি সপ্তাহে দুইবার কিডনির ডায়ালাইসিস করাতে হয়। বি,আর,বি হাসপাতালে চিকিৎসা করাই।" কথায় কথায় ছেলেটি জানালো।

আমি বললাম- "কেন! গণস্বাস্থ্যে করান না কেন! ঐখানে তো সস্তা।"

"স্যার, গণস্বাস্থ্যের পানিটা ভালো না।" ছেলেটির উত্তর।

ছেলেটি আবারো বললো- "কাল সকালে বাবার ডায়ালাইসিস। এখন পর্যন্ত টাকা যোগাড় হয়নি। সারা রাত গাড়ি চালিয়ে টাকা নিয়ে বাবাকে যখন চিকিৎসা করাই, তখন মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়া সার্থক!"

আমি গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালাম। হাল্কা ঝিরিঝিরি বৃষ্টি বইছে। আচ্ছা, আজ কয়েকটা জেলায় ঝরের পূর্বাভাস ছিলো। ঝড় কি হয়েছে?

কোথায় যেন হাবীবের গানটা বাজছে-

রাত নির্ঘুম, বসে আছো তুমি,
দক্ষিণের জানালা খুলে-
যত নির্বাক, অভিমান মনে,
আজ সবটুকু নিলাম তুলে.....





মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৩

কাছের-মানুষ বলেছেন: করুণ কাহিনী। জীবনের নিধারুন বাস্তবতা তুলে ধরেছেন।

আপনার একটি পোষ্টে বেশ কড়া মন্তব্য করে ফেলেছিলাম। আপনি লোক ভাল।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার সাথে আমার আরেকটা খুব প্রিয় গান শেয়ার করছি আজ -



শুভেচ্ছা নিরন্তর।

২| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এমন সন্তান হউক প্রতিটি বাবার ঘরে। সুন্দর পোস্ট।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ, সুজন ভাই।

আপনি পোস্ট দেন না অনেক দিন।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:১৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি ঘুমের ঔষধ খেয়েছি, আগামীকাল দেশের বাইরে যাচ্ছি কিছু জরুরী কাজে। আপনার লেখা পড়ে লগইন হয়েছি। আপনি যদি উবার চালকের জন্য কিছু করতে পারেন, ভালো। আর যদি কিছু করতে না পারেন - এই বিষয়টি নিয়ে বারংবার ভাবতে থাকেন, এটি আপনার মানসিক অবস্থার ক্ষতি করবে।

আমার কথাটি পড়ে হয়তো কষ্ট পাবেন, কিন্তু এটিই বাস্তব।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১:২৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভাইয়া, এই গানটা শুনে ঘুমাতে যাবেন, প্লিজ-



আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ নিরন্তর।

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:২৫

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




হৃদয়গ্রাহী।
জীবনযুদ্ধ যে কতো কঠিন আর নির্মম.......

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ৯:১৫

শেরজা তপন বলেছেন: এমন সন্তান যেন ঘরে ঘরে থাকে। তবে সে সারারাত উবার চালিয়ে চাকরি করবে কেমনে? নগদে অবশ্য দেরি করে অফিসে যাওয়া যায়।

৬| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:০২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এখনো ঘরে ঘরে সু সন্তান বিরাজমান আমরা শুধু তাদের খুজে পেতে ব্যর্থ হই । শুভ কামনা আপনার জন্য

৭| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪২

অহরহ বলেছেন: সু-সন্তান উবার ভাইয়া কে অভিনন্দন। কিন্তু সমস্যার মূল আটকে আছে মধ্যযুগীয় ইসলাম ধর্মের বেড়াজালে। মৃত্যু পরবর্তী Organ এবং tissue donation এর কনসেপ্ট আমাদের দেশে নেই। কবরে লাশ পঁচে/গলে মাটিতে মিশে যাক, তাতে আপত্তি নেই। কিন্তু মৃত ব্যক্তির Organ কেটে অন্য কোন অসুস্থ রোগির শরীরে প্রতিস্থাপন করা ইসলাম ধর্মে হারাম।

সুতরাং consequent যা হবার তাই হয়েছে। উবার চালক ভাইয়ের বাবার কিডনি ডায়ালাইসিস করা ছাড়া উপায় নেই। অথচ Organ ব্যাংক এ পর্যাপ্ত কিডনি মোজুত থাকলে অতি সহজে ঐ ভদ্র লোকের কিডনি ট্রান্সপ্রান্ট করে তাকে নতুন জীবন দেয়া যেত। আক্ষেপ..........।

৮| ০৭ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়ে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল।

৯| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:০৫

শাহ আজিজ বলেছেন: মন খারাপ হবার কথা বটে । আবার দেখা যায় পয়সা বেশি পাওয়ার লোভে পরিবারের সদস্যদের অসুস্থ বানিয়ে গল্প ফাঁদে ।

১০| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৪০

জ্যাক স্মিথ বলেছেন: এসব নিউজ দেখলে খুব খারাপ লাগে!! জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র।

১১| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: দয়া করে ভাবীর সাথে ঝগড়া করবেন না।

১২| ১৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৭:৫৪

মেহবুবা বলেছেন: কষ্ট পেলাম, আবার সুসন্তানের এহেন ভূমিকায় ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.