নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের আর্মি অফিসারদের কারো কারো হাতে বিশেষ ক্ষমতা থাকা দরকার

০১ লা আগস্ট, ২০২৩ দুপুর ২:০৮



আমার ছোট খালু বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের একজন ব্রিগেডিয়ার জেনারেল। নিকট আত্মীয়দের বিপদে-আপদে এগিয়ে আসা একজন মানুষ। স্কুল লাইফ থেকে আমি তাঁর চরম ভক্ত। যুক্তরাজ্যে আমার মাস্টার্স পড়তে পারার পিছনের মূল ব্যক্তিটি তিনিই। তাঁর আর্থিক সহায়তা ছাড়া প্রায় ২০ লক্ষ টাকা খরচ করে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়াটা আমার পক্ষে সম্ভব ছিলো না।

২০০৫ সালের ঘটনা। আমার আব্বার মিরপুর ১০-এ একটি জমি ছিলো। সরকারি চাকুরীজীবী হিসেবে রূপনগরের সেই জায়গার প্লট বরাদ্দ পাওয়ার ৭-৮ বছর পরেও কোন খোঁজখবর রাখেননি। এতে এলাকার মাস্তানরা জায়গাটি দখল করে নেয়। আমি ঢাকায় এসে ছোট খালুকে এই খবরটি দিতেই, তিনি আর্মি ও র‍্যাবের সহায়তায় জমিটি দখলমুক্ত করান।

এরকম অনেক ঘটনাই আছে, যেখানে ছোট খালুর কল্যাণে আমরা পার পেয়ে গিয়েছি, বিপদ থেকে রক্ষা পেয়েছি। সামরিক বাহিনীকে যারা বাঁকা চোখে দেখেন, আমি বলবো, তাঁদের সামনে আমার খালুর উদাহরণ তুলে ধরলাম এটা বুঝাতে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে সামরিক বাহিনীর সদস্যদের বিশেষ ক্ষমতা থাকাটা প্রয়োজন বলে মনে করি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:০০

মোগল সম্রাট বলেছেন:



হুমমমম বিরাট চিন্তার বিষয়। দ্যাশ প্রেমিক সেনা বাহিনী বইলা কথা। আকামে ব্যারাক বসায়া না খাওয়াইয়া আপাতত ডেঙ্গু মশা মারার কামে লাগাইলেও পারে। কামান নিয়া নাইমা পরতো একদম।

০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিজের নাম লুকিয়ে অকাম-কুকাম করে আপনার মতো অনেক ব্লগার এমন কমেন্ট করয়েছে আগে।

২| ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৩:২১

মোগল সম্রাট বলেছেন:




কোন আকাম-কুমাম ডাকতে নিজের নামের আগে সত্যপথিক লাগায়েছেন হেইডা খুইলা কইতেন যদি.....

নাকি বাপমায় আকিকা দিয়াই এই টাইটেল সহ নাম দিছে?

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি আকাম-কুকাম করি নাই। তবে, কেউ করলে তা ধরতে পারি।

টাইটেল আমিই দিয়েছি।

এইবার বলেন, মোগলাইদের দলে ভিড়েছেন কেন?

৩| ০১ লা আগস্ট, ২০২৩ রাত ৮:০২

কামাল১৮ বলেছেন: ক্ষমতাযে আছে আপনার বক্তব্যই তার প্রমান।আরো ক্ষমতা দিলে তো মাথায় উঠে নাচবে।

০২ রা আগস্ট, ২০২৩ সকাল ১০:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি বিচারিক ক্ষমতার কথা বলেছি।

বাংলাদেশের কিছু কিছু দুর্বৃত্তকে শায়েস্তা করতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া প্রয়োজন।

ধন্যবাদ।

৪| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: রাইট।

৫| ০২ রা আগস্ট, ২০২৩ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: রাইট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.