নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি আসলে এই প্রশ্নের উত্তর জানি না। আমার খুব প্রিয় একজন মানুষ কয়েক দিন আগে মারা গিয়েছে। সে ছিলো আমার বন্ধু, পরমার্শদাতা, বিপদে পাশে দাঁড়ানোর মতো এক মানুষ। তাঁর মৃত্যু আমাকে থমকে দিয়েছে।
পল সিনিয়রের সাথে যুক্তরাজ্যের এক লিডারশীপ প্রোগ্রামে একসাথে বাজনা বাজিয়েছি। তাঁর গাওয়া গান বহুবার শুনেছি। আচ্ছা, তাঁর চলে যাওয়ায় আমি যে মাতম করছি, এটা কি আমার ধর্মের মানুষেরা মেনে নিবে? পল তো আমার ধর্মের কেউ ছিলো না।
ব্রিটিশরা আমাদের দেশ দখল করেছিলো। স্প্যানিশরা মুসলমানদের অনেক ক্ষতি করেছে বলে শুনেছি। তাদের প্রতি একটা ক্ষোভ মনে মনে ধারণ করে রেখেছিলাম। অন্ততঃ ব্রিটেনে পাড়ি জমানোর আগে এরকমই ছিলো মনের অবস্থা! ব্রিটিশ-স্পেনিশ পল সিনিয়রের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা দেখে আমার সেই ভুল ভেঙ্গে যায়।
হয়তো সে কোন দেশকে রিপ্রেজেন্ট করে না। কিন্তু, স্পেনিশ জাতিকে তো আমি চিনেছি পলের মাধ্যমেই! সে যেখানেই থাকুক, ভালো থাকুক।
তাঁর গাওয়া কয়েকটি গান এখানে শেয়ার করছি-
Beautiful Human Being - view this link
Through No Fault Of His Own - view this link
Adorable Town - view this link
২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সেই সমাধিস্ত করার উপর কি মৃতের কোণ হাত থাকে, ঠাকুরমাহমুদ ভাই?
শুভেচ্ছা নিরন্তর।
২| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
আপনি হয়তো উনার শান্তি কামনা করেছেন,এটাই উনার পরিচয়।
২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ। শুভেচ্ছা।
৩| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:১০
ঠাকুরমাহমুদ বলেছেন:
মৃতের কোনো হাত নেই, তবে সমাধিস্ত ধর্মানুসারে করা হয়ে থাকে। তবে কেউ যদি ধর্ম বিরাগভাজন হয়ে থাকেন তাকে অন্য ব্যবস্থা করা হয়ে থাকে।
যারা ধর্ম বিশ্বাস করেন না তাঁদের মৃত্যুর পর তাঁদের জন্য কোনো প্রকার দোয়া বা শান্তি কামনা করা উচিত নয় বলে আমি ব্যক্তিগভাবে মনে করি। ধর্মে মৃত্যুর পরের জগত আছে, ধর্মহীনদের কিছু নেই।
২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার মন্তব্যে 'করা হয়ে থাকে', 'হয়ে থাকেন' শব্দগুলোর ব্যবহার দর্শনীয়!!!
ধন্যবাদ নিরন্তর।
৪| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১০:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ঈশ্বর যদি সত্যি থেকে থাকেন তাহলে সব ধর্মের সব বর্নের মানুষই তার কাছে সমান।
'ধর্ম হীনদের মৃত্যুর পর তাঁদের জন্য শান্তি কামনা করা উচিত নয়' কথাটা খোদার উপর খোদ্গারি হয়ে যায়।
সরি ঠাকুরমাহমুদ ভাই।
৫| ২২ শে জুলাই, ২০২৩ রাত ১১:০৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রিয় হাসান কালবৈশাখী ভাই, যিনি ধর্ম ত্যাগ করেছেন সজ্ঞানে জেনে শুনে বুঝে করেছেন। ধর্ম ত্যাগ করা সহজ কাজ না। ধর্ম ত্যাগ করার চেয়ে অনেক সহজ কাজ মানুষ হত্যা করা। একজন ধর্ম হীনের জন্য আপনি কিভাবে শান্তি কামনা করতে পারেন? - তিনি আপনার কাছে চেয়েছেন?
যিনি আপনার কাছে এক আনাও ঋণ অথবা দান চাচ্ছেন না তাঁকে আপনি কিভাবে ঋণ / দান করতে পারেন? তিনি মনে প্রানে বিশ্বাস করে মরে গিয়েছেন যে মৃত্যুর পরে আর কিছুই নেই। যিনি বিশ্বাস করেন মত্যুর পরে আরেকটি জগত আছে আপনি তার জন্য তার পরের জগতের জন্য শান্তি কামনা কর পারেন।
আপনার প্রতি অনুরোধ, আপনি আমার মন্তব্য কমপক্ষে দুইবার পড়বেন, তাহলে মন্তব্য আপনার বুঝতে সুবিধা হবে এবং আমার মন্তব্য আপনার জন্য খুব কঠিন কিছু না। আপনি আপনার জীবনের বড় একটি অংশ আমার মতো একজনের কথা শুনেছেন। আমার কথাগুলো আপনার অত্যন্ত পরিচিত কথা।
৬| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:২২
জ্যাক স্মিথ বলেছেন: কোন বিধর্মী মারা গেলে তার জন্য দোয়া দরুদ পড়া বা তার শ্বান্তি কামনা করা ইসলাম সমর্থন করে না। এই ধর্মের মানুষজন খুবই সংকীর্ণমনা হয়ে থাকে। ভুলেও উনার শান্তি কামনা করে ফেসবুকে পোস্ট করবেন না, তাহলে মুমিন বান্দাগণ আপনাকে তুলোধুনো করবে।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কথা সত্য নয়।
আপনি মনে হয় 'হুসেইনি ব্রাহ্মণ'-দের কথা শুনেন নাই।
৭| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:২২
অহরহ বলেছেন: @ ভাইয়া : মৃত্যর পর মানুষের মৃতদেহ কবরে কিছুদিনের মধ্যেই ডিকম্পোজ হয়ে গলে/পঁচে/ব্যাক্টিরিয়া হয়েs মাটিতে মিশে যায়। মৃতদেহ পুড়িয়ে দিলে ছাই হয়। That's the end of human life on earth, আর কিচ্ছু নেই। তবে সামাজিক রীতিনীতি, কালচার অথবা ধর্মের অন্ধ ritual মেনে মৃতদেহকে অনেক কিছুই করা যায়, অনেক কিছু ভাবা যায়। যেমন করবের আজাব, হাবিজাবি.... এসব তো রয়েছেই। আবার প্রাচীন মিশরে মৃতদেহকে mummy বানিয়ে রাখার নিয়ম ছিল।
৮| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১২:২৫
জ্যাক স্মিথ বলেছেন: @অহরহ- খুব সুন্দর বলেছেন।
৯| ২৩ শে জুলাই, ২০২৩ রাত ১:১২
জাহিদ অনিক বলেছেন: আপনার প্রিয় মানুষের মৃত্যতে আমি তাকে না জেনে বেশ কিছুটা দুঃখ পাচ্ছি। আপনার লেখার মধ্যে একটা বিষাদ ভর করে আছে।
এর চেয়ে আর বেশি ধর্ম জানি না
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পলের জন্যে শোক প্রকাশ করায় আপনাকে ধন্যবাদ নিরন্তর।
১০| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৩৪
শেরজা তপন বলেছেন: এমন একজন মানবিক বিদগ্ধ শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করছি।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, প্রিয় শেরজা তপন ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
১১| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি পলের ভালো থাকার কামনা করেছেন, যিনি তাকে ভালো রাখার মালিক তিনি তাকে ভালো রাখলে তিনি ভালো থাকবেন। কোন কারণে তিনি তাকে ভালো না রাখলে কারো কিছুই করার থাকবে না।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খোদা কি করবেন সেটা তাঁর ব্যাপার।
আমাদের কাজ আমাদের করে যেতে হবে।
ধন্যবাদ, চৌধুরী ভাই।
১২| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৬
ধুলো মেঘ বলেছেন: ভাই, কোন একজন ব্যক্তি খারাপ হতে পারে - একটা জাতি খারাপ হয়না।
রবার্ট ক্লাইভ, রাণী এলিজাবেথ ওয়ান - এরা খারাপ, ব্রিটিশরা না।
রাজা ফার্দিনান্দ, রাণী ইসাবেলা খারাপ - স্প্যানিশরা না।
সুইডেনের সরকার খারাপ - সুইডিশরা না।
কাজেই কোন জাতির প্রতি বিদ্বেষ একেবারেই রাখবেন না। এটা খুব খারাপ।
উপরে এক ছাগল মন্তব্য করেছে "ঈশ্বর যদি থেকে থাকে....ব্লা, ব্লা ব্লা" এই ধরণের কমেন্টকে মডারেশনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি কারো বিরুদ্ধে অভিযোগ করতে যাচ্ছি না। এড়িয়ে গেলেই হয়।
পলের কাছ থেকে শিখেছি- 'লেট ইট গো!'
ধন্যবাদ।
১৩| ২৩ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭
রানার ব্লগ বলেছেন: হুম থাকে তো । কোন মুসলমানের কবর দেখিয়ে কেউ বলে না ওটা হিন্দুর কবর বা খ্রিস্টানের কবর ।
১৪| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১১
সকিবুর রহমান খান বলেছেন: আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে "ধর্ম" শব্দটাকেই আমরা অপব্যবহার করি - কিছুটা রোম্যান্টিসাইজ করি ।
ধর্ম শব্দটা ব্যবহার করতে গেলে প্রথমেই যে কনসেপ্টটা মাথায় আসে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা । Technicality না, আমি ব্যবহারিক অর্থে বলছি ।
এখন একটা ধর্ম ঠিক নাকি ভুল সেটা আপনি আবেগ দিয়ে বিচার করতে পারবেন না । একজন নাস্তিক যদি তার সারাজীবন "মানুষের উপকার" করে যায় - তাহলে সৃষ্টিকর্তার কাছে তার কি কিছু প্রাপ্য থাকে? অবশ্যই না, কারণ সে তো স্রষ্টার অস্তিত্বই বিশ্বাস করে নি ।
একটা ধর্ম যদি স্রষ্টার কাছ থেকে এসে থাকে তাহলে এটাই সত্য - বাকি সব মিথ্যা ।
কিছু কিছু লোকের কাছে এটা মেনে নিতে খুব কষ্ট হয় কিন্তু ভেবে দেখুন তো, কোন মেইনস্ট্রিম ধর্মটা (মুসলিম, হিন্দু, ইহুদি, খ্রিস্টান) বলে সব ধর্মই ঠিক?
ইহুদিরা ঈসা (আঃ) এবং মুহাম্মদ (সাঃ) দুজনকেই অস্বীকার করে । খ্রিস্টানরা শুধু মুহাম্মদ (সাঃ ) কে অস্বীকার করে । প্যাটার্নটা ধরতে পেরেছেন ?
এই যে ধর্মের বিকৃতি হওয়া আর নতুন কেউ আবার স্রষ্টার বাণী নিয়ে আসা এই কনসেপ্ট টা কিন্তু হিন্দু ধর্মেও আছে ।
স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসবে, "তাহলে মুহম্মদ(সাঃ) পর্যন্তই থেমে কেন?"
- কারণ, অন্য কোন ধর্মে বলা নেই যে এটাই শেষ, কিন্তু কোরআনে আছে।
এখন আপনার প্রশ্নে আসি, "হ্যা, মৃত্যুর পরও মানুষের ধর্ম বজায় থাকে । বরং সেখানেই ধর্মের আসল ব্যবহার ।"
এখন আপনি কিভাবে আপনার ধর্ম সিলেক্ট করবেন এটা আপনার বিষয়, কিন্তু বিষয় একটাই নিজের সাথে মিথ্যা বলার চেষ্টা করবেন না । মন দিয়ে খুজুন, স্রষ্টাকে বলুন সত্য পথ দেখতে । ইনশাল্লাহ পেয়ে যাবেন ।
১৫| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪০
শায়মা বলেছেন: মৃত্যু তো মানুষকে সকল কিছুর উর্ধে নিয়ে যায়।
মানে জাগতিক বিষয় থেকে।
যারা জগতে থাকে তারা মাতম করবে শোক করবে এটাই তো সহজ উত্তর!
২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, আপুনি।
খুব একলা একলা লাগছে।
শুভেচ্ছা নিরন্তর।
১৬| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:০২
কাছের-মানুষ বলেছেন: পল সিনিয়র সাহেবের জন্য আপনি মাতম করুণ, কোন ধর্মের লোক আপনাকে আটকাবে না!
তবে ইসলামিক হুকুমত মতে আপনি দোয়া করবেন না, কারন পল সাহেবও বেচে থাকতেন হয়ত চাইতেন না, তার চাওয়াটাকে গুরুত্ব দেবার দরকার আছে! আমি এই ব্লগেই ব্লগারের মন্তব্যে দেখেছি বলছে তিনি মরলে ইসলামিক হুকুমত মত ব্যাবস্থা হোক তিনি চান না, ব্লগার রাজিব নুর সাহেবও জান্নাতে যেতে চান না এক বার মন্তব্য করেছে দেখলাম! আপনি তার মৃত্যুর পর যদি ইসলামিক হুকুমত মতে তাকে জোর করে জান্নাতে পাঠাতে চাওয়া মানেতো সেটা তাকে অপমান করার মতই আমার মনে হয়, আমার লজিক সেটাই বলছে! তবে পল সাহেব জিবিত অবস্থায় যদি আপনাকে বিশেষভাবে অনুরোধ করে যায় যে সে চায় আপনি ইসলামিক হুকুমত মতে তার জন্য দোয়া করুণ, সেই ক্ষেত্রে আলাদা জিনিষ!
তবে মাতম করুণ এতে সমস্যা নেই! একজন কাছের মানুষের জন্য মাতম করুণ, কান্না কাটি করুণ সেটাতে আমি সমস্যা দেখছি না!
২৩ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি খ্রিস্টীয় ধর্মকে খুব নেরো চোখে দেখেছেন।
১৭| ২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: প্রিয় শ্যাইয়ান ভাই আসসলামু আলাইকুম।
আশা করি ভালো আছেন।
এখন বিট্রিশ যুগ নেই, ইংরেজরা অনেক আগেই বিদায় নিয়েছে। ইংরেজরা কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে এই দেশের জন্য।
মানুষকে আপনি ধর্ম দিয়ে বিচার করবেন না। মানুষকে মানুষ হিসেবে বিচার করবেন।
২৩ শে জুলাই, ২০২৩ রাত ১১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় রাজীব ভাই।
সহমত। ধন্যবাদ নিরন্তর।
১৮| ২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:২৩
মোগল সম্রাট বলেছেন:
মরার আগেই যতো টাইটেল যতো আইডেন্টিটি। মরার পর সব একটাই পরিচয় “লাশ”
১৯| ২৩ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মৃত ব্যক্তির প্রতি সম্মান জানানো, বা শুভ কামনা
সকল ধর্মেই আছে ।
......................................................................
ধর্ম যার , তার
সম্মান সবার !
........................................................................
আধুনিকতার প্রলেপে এখন ধর্ম ছাড়াও মানব জাতি আছে
যারা তা প্রকাশ্যে বলে । ধর্মীয় অনুশাসন অবজ্ঞা করে ,
বিবাহ অনুশাসন না মেনে লিভ-টুগেদার পসন্দ করে ।
চারটি প্রধান ধর্মর বাহিরে ও অনেক ছোট ছোট ধর্ম আছে ।
কিন্ত সকল মানুষের বা জাতির প্রতি একটাই চুড়ান্ত বাক্য
জন্মগ্রহন করলে মৃত্যুর স্বাধ নিতে হবে ।
অতএব মুক্ত বিশ্বে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা আপনার আছে,
তবে, কোন জাতি বা ধর্মকে কটাক্ষ করার অধিকার কাউকে দেয়া হয়নি ।
২০| ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৩:১২
কাছের-মানুষ বলেছেন: আপনি খ্রিস্টীয় ধর্মকে খুব নেরো চোখে দেখেছেন। .
এখনো খীস্টীয় ধর্ম এলো কিভাবে! বরং আপনার পোষ্টের উদ্দেশ্য আমার ভাল মনে হয়নি, আপনি পল সাহেবকে বায়বহার করে নিজের ব্যাক্তিগত ক্ষোভ উস্কে দেয়া টাইপ মনে হয়েছে, তবে আমাম্র ধারনা ভূল হতে পারে, আপনাকে ডিফেন্ড করতে হবে না।
যাইহোক তিনি খীস্ট হলে সেই মোতাবেক তার সৎকার এবং ধর্মীয় আচার পালন হোক এবং হয়েছে আশা করি, এটাই তার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন হবে বলে মনে করি।
©somewhere in net ltd.
১| ২২ শে জুলাই, ২০২৩ রাত ৯:৫৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
মৃত্যুর পর মানুষকে কিভাবে সমাধিস্ত করা হয়, যার যার ধর্ম অনুযায়ী? এই প্রশ্নে আপনার উত্তর পাবেন।