নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
তোমরা পৃথিবীর সমস্ত কোরআনকে-
...যতই পুড়িয়ে দেওয়ার চেষ্টা করো না কেন,
......মহান আল্লাহ আমাদের কথা দিয়েছেন....
.........সেই পবিত্র বইয়ের প্রতিটা পাতা, প্রতিটা অক্ষর,
............এমনকি প্রতিটা নোকতাকে তিনি ফিরিয়ে দিবেন আমাদের কাছে,
...............ঠিক যেমনটি সেগুলো আছে!
...................কারণ, এই কোরআন আমরা শুধু কাগজে ধরে রাখি নাই,
......................ধরে রেখেছি আমাদের হৃদয়ে, জবানে এবং কাজে,
........................আমাদের কোটি কোটি হাফেজের কণ্ঠে!
...........................পারলে চালাও দেখি তোমাদের ঐ সীমারের ছুরি এবার,
.................................পবিত্র আলোকে বলিয়ান আমাদের দেহ পানে!
০৯ ই জুলাই, ২০২৩ রাত ২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কোরআন কি শুধু বর্ণমালায় বেধে রাখা কিছু শব্দ বিশেষ?
কি করে তা সম্ভব!!!!
অসীম থেকে ধ্বনি আকারে নেমে আসা বিশেষ শব্দগুলোকে কিছু জ্ঞানহীন সসীম মানুষ না বুঝলেই কি তা মিথ্যা হয়ে গেলো!!!!
হাহ!!!!
কোরআন পড়ুন, বুঝুন এবং পালন করুন।
ধন্যবাদ।
২| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ২:৫৪
কামাল১৮ বলেছেন: নোকতা এবং যের যবর অনেক পরে যুক্ত করা হয়। এ সম্পর্কে একটু পড়াশুনা করে লিখুন। কয়টি ভাষায় কোরান নাজিল হয়।বর্তমানে কত প্রকার কোরান প্রচলিত আছে।এসব জানা আছে? গুগুল থেকেই এসব তথ্য পাবেন।
০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৭:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
“হে বালক, আমি তোমাকে কিছু কথা শেখাবো – আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন; আল্লাহকে হেফাজত করো আর তুমি তাকে তোমার সাথেই পাবে। কিছু চাইলে আল্লাহ’র কাছেই চাবে। তুমি সাহায্য চাইলে আল্লাহ’র কাছেই চাবে।
এটা মেনে নাও যে,জাতি যদি তোমার উপকার করার জন্য একত্রিত হয়, তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তারা কখনোই তোমার উপকার করতে পারবে না; তারা যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয়, তবে আল্লাহ তাকদিরে যা নির্ধারণ করে রেখেছেন সেটা ছাড়া তারা কখনোই তোমার ক্ষতি করতে পারবে না।
কলম তুলে নেওয়া হয়েছে আর কাগজ শুকিয়ে গিয়েছে।”
৩| ০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৪:২৯
মুনাওয়ার সিফাত বলেছেন: এখানে সবাই নোকতা যের যবর নিয়ে পড়ে আছে কেন?
০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৭:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাকে টপিক থেকে বের করে নিয়ে আসার জন্যে উনারা এমন করেছেন।
ধন্যবাদ নিরন্ত।
৪| ০৯ ই জুলাই, ২০২৩ ভোর ৬:০৭
কামাল১৮ বলেছেন: @মুসি,অনেকের ধারনা কোরানে কোন পরিবর্তন হয় নাই।এমন কি একটা নোকতা পর্যন্ত।
০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৭:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পারলে কোরআনে থাকা একটি আয়াতে যা ইচ্ছা তা বসিয়ে চেঞ্জ করে দেখান।
ধন্যবাদ।
৫| ০৯ ই জুলাই, ২০২৩ সকাল ৯:১৯
ধুলো মেঘ বলেছেন: কোরআন পুড়িয়েছে কি কোরআন বিলুপ্ত করার জন্য? পুড়িয়েছে মুসলিম জাতি একজন পুরুষের দম্ভ ও অহমিকার জবাব কিভাবে দেয় - সেটা দেখার জন্য। এটা একটা টেস্ট কেস। নুপূর শর্মার বিরুদ্ধে যে ফালতু পুরুষামী দেখানো হয়েছে, তার যোগ্য জবাব ছিল এই পুড়ানো কার্যক্রম। মাথামোটারা এটা বুঝলে হয়।
৬| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
পোস্টে মন্তব্য ও মন্তব্যের উত্তর গুলোতে চোখ বুলিয়ে গেলাম।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
সেই পবিত্র বইয়ের প্রতিটা পাতা, প্রতিটা অক্ষর,
............ এমনকি প্রতিটা নোকতা ..
ভাই কোরানের অরিজিনাল আববি ভাষা, কোরানিক আরবির বেশিরভাগ বর্নমালা বিবর্তিত বা বিলুপ্ত হয়েছে। অনেক আগেই।
পুরাতন অরিজিনাল উদ্ধারকৃত কোরান হাইলি এক্ষপার্ট ভাষা বিসারদ ছাড়া কেউ পাঠউদ্ধার করতে পারে না।
সবকিছুরই বিবর্তন হয়।