নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একজন বেকার থেকে সফল মানুষে পরিণত হলাম কিভাবে তা আমি আজও জানি না

০১ লা জুলাই, ২০২৩ ভোর ৫:০১



আমার জীবনটা বড় দুঃখের ছিলো এক সময়ে। মানুষ আমাকে বিশ্বাস করতো না। চরমপন্থী একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ায় পরিবারের অনেকে ঘৃণা করতো। আমি প্রায় ৬-৭ বছর বেকার ছিলাম। এক সময়ে পরিবার থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে অবস্থা একদম টাইট হয়ে গেলো! এক রাতে এমন হলো যে, আমাকে শুধুই আলু খেয়ে থাকতে হয়েছিলো।

দুঃসহ জীবন সইতে না পেরে আমার আম্মার ফুফুতো ভাই, যিনি তখন আই,বি,এ-এর ডিরেক্টর ছিলেন, তাঁকে বললাম একটা চাকরীতে রেফার করে দিতে। তিনি তৎকালীন সিটিসেলে আমাকে ইন্টার্ভিউ ফেইস করার সুযোগ করে দিয়ে বললেন- "নিজেকে প্রমাণ কর।" আমার তিনটা ইন্টার্ভিউ হলো। একটার পর একটা ইন্টার্ভিউ পার হয়ে গেলাম। শেষ ইন্টার্ভিউতে খুব ভালো হলো। তারপরও বাদ পড়ে গেলাম। মামা জানালেন যে, ওরা আমার নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলে থাকার কথা জেনে গিয়েছিলো। তাই, ভয় পেয়ে বাদ দিয়ে দিয়েছে। এভাবে একটার পর একটা চাকরীতে তিনি রেফার করে দেন, আর, ২/৩টা ইন্টার্ভিউ ফেইস করার পরে আমি ফেইল।

তখন ২০১০ সাল, আমি বুঝলাম আমার দেশ ছাড়ার সময় হয়েছে। ছোট খালুর কাছ থেকে টাকা ধার করে যুক্তরাজ্যে চলে গেলাম মাস্টার্স করতে। মাস্টার্স শেষ করে সেখানে চাকরী করতে করতে বিয়ে করলাম। কিন্তু, দূর্ভাগ্য পিছু ছাড়লো না। যেদিন আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে চলে গেলো, চূড়ান্ত ভাবে মানসিক দিক দিয়ে ভেঙ্গে পড়লাম। ২০১৪ সালে দেশে ফিরে আসার কয়েক দিনের মাঝেই আমার পরিবার আমার অবস্থা বুঝে ফেলে মানসিক হাসপাতালে ভর্তি করে দিলো। ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৩ বার আমাকে সেই হাসপাতালে যেতে হয়ে।

এর মাঝে ২০১৮ সালের ডিসেম্বর মাসে আমি চাঁদপুরের এক পীর সাহেবের ঢাকার মাহফিলে যোগদান করি। আমি তখন বুঝতে পারি নাই ঐ মাহফিল আমার জীবনে কতটা প্রভাব ফেলতে যাচ্ছে! মাহফিল শেষে সবাই যখন একে একে হাত তুলে পীর সাহেবের ফান্ডে টাকা-পয়সা দানের ওয়াদা করছেন, আমি ঝোঁকের বশে প্রায় ৫ লক্ষ টা দানের নিয়্যত করে ফেলি।

নিয়্যত তো করে ফেললাম! এখন টাকা দিবো কিভাবে! আমি আমার জীবনে খুব কমই ওয়াদা ভেঙ্গেছি। পকেটে তখন মাত্র কয়েকশো টাকা ছিলো। শুধু বাসের ভাড়া রেখে বাকিটা দিয়ে দিলাম।



এরপর থেকে মাথায় ঘুরছিলো, কিভাবে সেই ওয়াদাকৃত টাকা আয় করা যায়। এর ২ মাসের মাঝে আমার একটা বিয়ের প্রস্তাব আসে। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেলি পহেলা ২০১৯ সালের পহেলা বৈশাখের দিনে। আমার ভাইদের টাকায় বিয়েটা হয়। তারও কয়েক মাস পরে, আমার জীবনে প্রথম ব্যবসার কন্ট্রাক্ট পেলাম। কন্ট্রাক্টটি ছিলো যুক্তরাজ্যের একটি আই,টি কোম্পানি থেকে।

সেই কোম্পানির সূত্র থেকেই আমি গত কয়েক বছরে অনেক টাকা আয় করেছি। সেই টাকা দিয়েই আজ আমি দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। নিজের পরিবারের জন্যে অণ্য জুটানোর পাশে পাশে চাওয়া-পাওয়ার হিসাব মিলাতে কষ্ট হয় না।

আজ আমি একজন সুখী মানুষ। আমার বাড়ী-গাড়ি-পরিবার সবি আছে! বিশ্বাস করুন, এই ভাগ্য পরিবর্তনে আমার নিজের কোন হাত নেই। কিভাবে যেন কোন এক আলাদীনের জাদুর চেরাগের স্পর্শে আমার ভাগ্যে এই পরিবর্তন ঘটেছে!

সবাইকে ঈদ/ইদ মোবারক।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২৩ ভোর ৬:৫০

কামাল১৮ বলেছেন: হরকাতুল জিহাদ বা এই টাইপের কোন দলে যোগ দিয়েছিলেন।বৌ ছেড়ে চলে গিয়েছিলো কিন্তু যুক্তরাজ্য ছাড়লেন কেনো?

০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো লাগছিলো না। তাই, যুক্তরাজ্য ছেড়েছি।

ধন্যবাদ।

২| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ৮:৫৬

বিজন রয় বলেছেন: গতকাল এই বিষয়টি নিয়ে অন্য শিরোণামে একটি পোস্ট দিয়েছিলেন। সেটা মুছে দিয়ে আজ আবার এটা পোস্ট করলেন! গতকালের পোস্টে ২০ কোটি টাকা সমপরিমানের ডলার আয় করার কথা বলেছিলেন।

আসলে এত অল্প সময়ে অত টাকা বিভাবে আয় করলেন তা যদি একটু বিস্তারিত জানাতেন তাহলে আপনার মতো অনেকেই চেষ্টা করতে পারতো।

০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

খোদার ডাইরেক্ট সাহায্য আর অপর মানুষের সহযোগিতা ছাড়া এতো টাকা আয় করা সম্ভব নয়।

অপর মানুষকে লোভব দেখিয়ে লাভ নেই। তাই, শিরোনাম চেঞ্জ করেছি।

ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩০

রাজীব নুর বলেছেন: আপনাকে দেখলে আমি উৎসাহ পাই। ভরসা পাই। সাহস পাই।

০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি উৎসাহ দিতে পারি জেনে ভালো লাগছে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি হেযবুত তওহীদ এর সাথে যুক্ত ছিলেন ?
আপনার জামায়াত কানেকশন তো অনেক পুরানো

০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


না, আমি হেযবুত তওহীদ-এর সাথে যুক্ত ছিলাম না।

আমার নানার বাড়ির সবাই হয় জামায়াত করেন বা বিএনপি/সিপিবি সাপোর্ট করেন।

তবে, আমার নানা আওয়ামী লিগ করতেন।

ধন্যবাদ।

৫| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিপ্লাই দেয়া হচ্ছেনা দেখে মন্ত্যব্য করলাম না।

০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনাকে ইদ ও ঈদের শুভেচ্ছা।

ধন্যবাদ নিরন্তর।

৬| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আপনার কাছে টাকা আছে জানলে - সরকার নন, ধার কর্জ করার লোকজন আপনার পিছু ছাড়বে না। অথবা আপনি হয়তো নিজেই চাচ্ছেন, ধার কর্জ করার লোকজন আপনার পিছু নিক ! গুড জব।


০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি কয়েকজন ব্লগারকে কর্জে হাসানা দিয়েছি।

ধন্যবাদ নিরন্তর।

৭| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টাকা যেখানেই কামান,
দেশে বসে সুখি আছেন
তাহলে এতটাকার ট্যাক্স দিয়েছেন তো ?

.............................................................................
নিদেন পক্ষে সরকার কিছুটা উপকৃত হোক ।

০২ রা জুলাই, ২০২৩ রাত ৮:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি ইনকাম ট্যাক্সের উকিল?

৮| ০২ রা জুলাই, ২০২৩ রাত ৯:৩৫

জগতারন বলেছেন:
এই পোষ্ট পড়ে আমার হয় আপনি অলিখিত ভাবে পীরের অবদানের কথা বলতে চেয়েছেন।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সাথে আমার ওয়াদা রক্ষার চেষ্টাটাও ছিলো।

আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখছি!!!

ধন্যবাদ।

৯| ০২ রা জুলাই, ২০২৩ রাত ১১:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবি রিজিক। রিজিক আল্লাহ কতৃক আসে। আপনার জন্য তা বরাদ্দ বলেই পেয়েছেন।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



রিজিক অর্জনের জন্যে আমার চেষ্টাটায় আছে।

ধন্যবাদ।

১০| ০৩ রা জুলাই, ২০২৩ রাত ১২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:



আপনার মানসিক অবস্থাটা একটু বলুন তো।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি আমার ভিডিও কল ধরলেন না কেন?

আমি আপনাকে দেখতে চেয়েছিলাম।

১১| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ৯:০৩

এইযেদুনিয়া বলেছেন: বেশি বেশি টাকা আয় করাই কি সফলতা? সফলতা কাকে বলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.