নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমি যেদিন থেকে ঘোষনা করলাম যে - আমি জামায়াতে ইসলামী দলটিকে সাপোর্ট করি, সেদিন থেকে আমার পোষ্টগুলোতে হিটের সংখ্যা কমে গেলো। তবে, আমি এই কারণে ভীত নই। এই কারণে আমি কিছুটা দুঃখিত হলেও, খুশি। খুশি এই কারণে যে, স্বাধীনতা বিরোধী কোন দলকে সাপোর্ট করার কোন প্রয়োজন নেই, যদিও আমি যত দূর জানি, এই দলটির বর্তমান নেতৃত্ব ও কর্মীদের মাঝে যাদেরকে আমি চিনি তাঁরা স্বাধীনতা বিরোধী নন।
আর, দুঃখিত এই কারণে যে, ব্লগারদের অনেকেই জানেন না জানার চেষ্টাও করেননি যে, আমি একই সাথে আওয়ামী লীগ, বিএনপি এবং কমিউনিস্ট পার্টি বাংলাদেশকেও সাপোর্ট করি।.........এই দলগুলোকে সাপোর্ট করি এই কারণে যে, উপরোক্ত প্রতিটি দলে হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর বংশধররা আছেন।
আমি পেশায় একজন ব্যবসায়ী। সেই সাথে এক সময়ে শিক্ষকতা করেছি, এখনো করছি। আমি জানি, বাজারে যেমন আসল টাকা এবং নকল টাকা দুইটাই সহাবস্থান করে, তখন একজন বুদ্ধিমান ব্যবসায়ীকে জানতে হয় কোনটা আসল আর কোনটা জাল টাকা।
পবিত্র হবার পূর্বে, একজন অনুসন্ধানকারীকে সত্য-মিথ্যার প্রভেদ জানতে হয়। সত্যকে আলিঙ্গন করতে কিছুটা কাল মিথ্যার জালে নিজেকে ধরা দেওয়াটা দোষণীয় কিছু নয়। পার্থিব জ্ঞান মানুষকে মিথ্যার পথ দেখায়। যারা নিজেদের জ্ঞান সম্পর্কে গর্বিত, তারা শ্রোতা বা পাঠক পছন্দ করে, নিজেদের পাণ্ডিত্য জাহির করতেই। অথচ, তারা জানেন না, এই শ্রোতা বা পাঠক আকর্ষণ করানো তাদেরকে জ্ঞান থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।
শ্রোতা বা পাঠক আকর্ষণ করানোর চেষ্টা আধ্যাত্মিকতার পথ নয়। এটা পার্থিব জ্ঞান। আর, পার্থিব জ্ঞান আমাদেরকে অপরের চোখে নিজেকে জ্ঞানী প্রমাণ করতে সাহায্য করে তুলবে ঠিকই, কিন্তু আধ্যাত্মিক জ্ঞান থেকে তা দূরে সরিয়ে নিয়ে যাবে।
অথচ, আধ্যাত্মিক জ্ঞান আমাদেরকে বেহেশত থেকেও উচ্চ স্থানে পৌঁছে দিতো!
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
স্বৈরতান্ত্রিক নীতি ভালো নয়, সে যে-ই হোক না কেন!
তবে, জামায়াতের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
এখন যা দরকার তা হচ্ছে, তাঁদের ভিতরে ঢুকে আসলেই কি তারা এখনো সেই মানসিকতা লালন করছেন কি না জানা দরকার।
কিছু মানুষ ইতিমধ্যে তাঁদের দলের ভিতরে ঢুকে বুঝতে পেরেছেন যে, জামায়াত আর আগের মতো নেই।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৮ শে জুন, ২০২৩ ভোর ৫:৩৯
কামাল১৮ বলেছেন: জামাতিরা গনহত্যার মতো যঘন্য অপরাধে অপরাধী।
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অপরাধীরা ইতিমধ্যে শাস্তি পেয়েছেন।
এখন তরুণ প্রজন্মকেও অপরাধী হতে দেওয়া যাবে না।
ধন্যবাদ ।
৩| ২৮ শে জুন, ২০২৩ সকাল ৮:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: জামাত করে যদি আপনার ব্যবসায়িক স্বার্থ হাসিল হয় তাহলে করেন সমস্যা কি, রাজনীতি করেই তো মানুষ স্বার্থ উদ্ধারের জন্য তাহলে আপনি করলে সমস্যা কি? আমি জামাত পছন্দ করি না কিন্তু তাই বলে অন্য কেউ করতে পারবে না এমনটি ভাবি না, যেহেতু জামাত নিবন্ধিত রজনৈতিক দল বা তাদের এখনো নিষিদ্ধ করা হয় নি তাই যে কেউ চাইলে জামাত করতে পারে।
তবে জামাত স্বাধীনতা বিরোধী দল, তাদের বর্তমানের নেতাকর্মীরা যতই স্বাধীনতার পক্ষে কথা বলুক না কেন তাদের চোখ কিন্তু ভিন্ন কথা হলে, কথায় বলে না Eyes Never Lie তাছাড়া কয়লা ধুইলেও ময়লা যায় না এটা কিন্তু সবাই জানে।
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি শুধু জামায়াত সাপোর্ট করি না, সাথে সাথে বিএনপি, আওয়ামী লীগ, সিপিবি সাপোর্ট করি।
রাসূলুল্লাহ (সাঃ)-এর বশধররা যেসব দলে আছে, আমি সেইসব দলকে সাপোর্ট করি।
ধন্যবাদ।
৪| ২৮ শে জুন, ২০২৩ সকাল ১০:৩৫
রানার ব্লগ বলেছেন: বর্তমান নাৎসি কে যারা সাপোর্ট করে তারা যদিও সেই সময়ের নাৎসির কর্মকান্ডে জড়িত না তাই বলে কি নাৎসির সব দোষ অন্যায় ক্ষমার যোগ্য হবে ?
আমি যতোদুর শুনেছি আপনার ভাষা মোতাবেক আপনি শিয়া পন্থী । হঠাত করে জামাতি সমর্থক হবার কারন কি ? জামাতি শিয়ার অবস্থান তো জানি সাপে নেউলে সম্পর্ক ।
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নাৎসিরা নিষিদ্ধ, জামায়াতকে এখনো নিষিদ্ধ করা হয় নাই।
আর, আমি শিয়াপন্থী এবং সুন্নিপন্থী। আবার, সেই সাথে সুফিবাদই ভাবধারার সাথেও আছি।
ধন্যবাদ।
৫| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: আপনি মানুষটা ভালো।
আপনি আবেগী মানুষ। মানবিক এবং হৃদয়বান।
আমার ধারনা আপনি কখনও ইচ্ছা করে- ভুল বা অন্যায় কাজ করবেন না।
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার কাছ থেকে চারিত্রিক সনদ পেয়ে ভালো লাগছে।
শুভেচ্ছা নিরন্তর।
৬| ২৮ শে জুন, ২০২৩ দুপুর ১:২৭
শূন্য সারমর্ম বলেছেন:
এই যে দেখুন কাল কুরবান,আধ্যাত্নিকতার ছিটেফোঁটা দেখা যাবে না চোখে।
২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আধ্যাত্মিকতা দেখা না গেলে তা ফিরিয়ে আনতে হবে।
শুভেচ্ছা।
৭| ২৮ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
মোগল সম্রাট বলেছেন:
পুর্বপুরুষের কুকর্মের জন্য তাহলে জামাতের বর্তমান প্রজন্ম আনুষ্ঠানিক ভাবে জাতীর কাছে করজোরো ক্ষমা চায়না ক্যা? নাকি পুর্বপুরুষের প্রতাত্না খোয়াবে এসে কলবের ভিতর কুমন্ত্রণা দিয়ে চলে যায়? গিরগিটির মতো রংবদলানো ব্যাবসয়ীদের জন্য দেশের সাধারণ মানুষের আজ এই জিম্মীদশা।
জামাতী রাজাকারের নির্যাতনের দগদগে গাঁ এখনো সারাদেশের পরিবারে আছে।
জামাতি হায়নাদের জন্য আজীবন ঘৃনা।
২৮ শে জুন, ২০২৩ রাত ১০:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আগের কমেন্টে খারাপ কথা বলার জন্যে আমি দুঃখিত।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২৯ শে জুন, ২০২৩ রাত ১২:০৭
জ্যাক স্মিথ বলেছেন: আমি শুধু জামায়াত সাপোর্ট করি না, সাথে সাথে বিএনপি, আওয়ামী লীগ, সিপিবি সাপোর্ট করি। রাসূলুল্লাহ (সাঃ)-এর বশধররা যেসব দলে আছে, আমি সেইসব দলকে সাপোর্ট করি।
ছ্যা ছ্যা ছ্যা কি বলেন এসব!! নাহ আপনি আমাকে হতাশ করলেন, কোন ব্লগার এভাবে চিন্তা করতে পরে তা আমার কল্পনারও বাহিরে ছিলো।
ভালো চালিয়েন যান।
২৯ শে জুন, ২০২৩ রাত ২:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২৩ রাত ৩:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
নীতিগতভাবে জামাতে ইসলাম বা ইসলামী ব্রাদারহুড এর মত রাজনৈতিক দল পৃথিবীতে কোথাও রাজনীতি করার অধিকার রাখে না।
নিজস্ব কট্টর একদলীয় স্বৈরতান্ত্রিক নীতির কারণে। পৃথিবীতে কোথাও জায়গা দেয়নি।
কিন্তু বাংলাদেশে এই অপরাধ ছাড়াও তার অপরাধের মাত্রা অনেক অনেক বেশি।
খারাপ পাকিস্তানি হানাদার খুনিদের সাথে হাত মিলিয়ে নিজস্ব খুনে বাহিনী তৈরি করেছিল। এবং নজির বিহীনভাবে গণহত্যায় লিপ্ত হয়েছিল