নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে যা কিছু করার কথা বলে, দিন শেষে কি তারা কি তা করে দেখাতে পেরেছে? করতে পারলে তো দেশের জন্যেই মঙ্গল। কিন্তু, করতে না পেরে থাকলে সেই না পারার পিছনে কারণ কি? কারণটা হয়তো তাদের অযোগ্যতা, ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অবহেলাও কারণ হতে পারে। সে যা-ই হোক না কেন, আসুন একটু ফিরে দেখা যাক, বিএনপি নেতৃবৃন্দের দেওয়া ২০০১ সালের ইশতেহার কতটা বাস্তবায়িত হয়েছিলো-
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০১ঃ সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হবে এবং সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৩০টি থেকে বাড়িয়ে ৪৫টি করা হয়। কিন্তু, সংসদের আসন ৫০০ করা হয়নি।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০২ঃ প্রবাসী, মুক্তিযুদ্ধ বিষয়ক ও তৈরি পোশাক শিল্প বিষয়ক পৃথক মন্ত্রণালয় গঠন করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৩ঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন কমিশন প্রতিষ্ঠা করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ স্বাধীন দুর্নীতি দমন কমিশন কমিশন গঠন করা হয়েছিলো।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৪ঃ প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিদের সম্পদের হিসাব নেওয়া হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা হয় নাই।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৫ঃ বিচার বিভাগ পৃথকীকরণ করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ বিচার বিভাগ পৃথকীকরণ করা হয় নাই।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৬ঃ রাষ্ট্রায়ত্ত রেডিও টিভিকে স্বায়ত্বশাসন দেওয়া হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ রাষ্ট্রায়ত্ত রেডিও টিভিকে স্বায়ত্বশাসন দেওয়া হয় নাই।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৭ঃ স্থায়ী পে-কমিশন করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৮ঃ ভারতের সাথে গঙ্গার পানি চুক্তি পরিবর্তন করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ০৯ঃ পার্বত্য শান্তি চুক্তির নতুন সমাধান করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই চুক্তির নতুন কোন সমাধান বিএনপি সরকার করতে পারেনি।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১০ঃ জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও গ্রাম সরকার গঠন করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতির সঠিক বাস্তবায়ন হয়েছিলো।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১১ঃ ইন্টারনেট ভিলেজ করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় নাই।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১২ঃ জনগণের সবার জন্য বিদ্যুৎ থাকবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ দেশের সবার ঘরে বিদ্যুৎ আসেনি।
=========================================================================
বিএনপি'র প্রতিশ্রুতি ১৩ঃ সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হবে।
=========================================================================
মেয়াদ শেষে আসল অবস্থাঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণ করা হয় নাই।
এছাড়াও ইশতেহারে বর্ণিত আরো কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে নাই তৎকালীন বিএনপি সরকার। অনেকে বলেন বিএনপির সরকার তাদের ইশতেহারের ৮০%-ই বাস্তবায়ন করে নাই।
বাংলাদেশের প্রতিটি সরকারেরই ইশতেহারে দেওয়া অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি, তবে, তাই বলে কেউ যদি বলে যে সব প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি, তা ভুল। নিজের সরকারের গুণগান নিজেরা করবেন, আমি শুধু ভুলগুলো তুলে ধরলাম।
তথ্যসূত্রঃ বিবিসি, যুগান্তর, সুজন ও ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট।
২৫ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পুরাতন কাসুন্দি ঘেঁটে লাভ এই যে, আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে সাবধান হতে হবে।
শুভেচ্ছা।
২| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫২
রাজীব নুর বলেছেন: জনগন ভুলে যায়।
নতুন নতুন ইস্যু তৈরি হয়। সেগুলো জনগন ব্যস্ত হয়ে পড়ে। এটা রাজনীতিবিদরা ভালো করেই জানেন। তাই তাঁরা ইশতেহার নিয়ে চিন্তিত নয়।
২৫ শে জুন, ২০২৩ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জনগণকে ভুলিয়ে দিতে সাহায্য করে কারা?
ধন্যবাদ নিরন্তর।
৩| ২৬ শে জুন, ২০২৩ রাত ১১:৫০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জনগণকে ভুলিয়ে দিতে সাহায্য করে কারা?
জনগনকে ভুলিয়ে দিতে সাহায্য করে রাজনীতিবিদরা।
২৮ শে জুন, ২০২৩ রাত ১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চিন্তা করার মতো কথা।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২৩ সকাল ১০:০৯
জ্যাক স্মিথ বলেছেন: এসব পুরাতন কাসুন্দি ঘেঁটে লাভ কি? রাজনৈতিক দলগুলোর ইশতেহার গুলো যে সবই ফাঁকা বুলি এটা তো সবাই জানে। হ্যাঁ সময়ের পরিক্রমায় কিছু কিছু প্রতিশ্রুতি দৈবক্রমে বাস্তবায়িত হয়েছে, এটা সত্য।