নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নিজেকে নিয়ে চিন্তা করার মতো মানুষদের কি অবস্থা?

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:০২



মানুষ স্রষ্টার প্রতিচ্ছবি....খোদা নিজেকে দেখার দূর্নিবার ইচ্ছা প্রকাশে মানুষকে সৃষ্টি করেছেন...মানুষের মাঝেই আছে আল্লাহর গূনসমূহ....একেক মানুষের কাছে তা একেক ভাবে প্রকাশ হয়।......

আপনার মাঝেও স্রষ্টার কোন না কোন গুণ আছে....আপনি কি তা জানেন? আপনি কি বুঝতে পেরেছেন আপনি স্রষ্টার কোন গূণে গূনান্বিত?
জেনে থাকলে আপনি খোদাতায়ালার কোন গূণটা পেয়েছেন? কিভাবে আপনি সেই গুণটা আপনার জীবনে প্রয়োগ করছেন?
.
আমার খুব জানতে ইচ্ছা করছে আমার শুভানুধ্যায়ীরা কিভাবে তাঁদের স্রষ্টা প্রদত্ত গুণকে কাজে লাগাচ্ছেন।

আসুন, চোখ বুজে দুটো মিনিট নিজেকে নিয়ে চিন্তা করে উত্তর দেই।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: আমার কোনো গুণ নেই। আমার কোনো প্রতিভা নেই।
গুণ, জ্ঞান ও প্রতিভা শূন্য মানুষ আমি।

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিজে যারে গুণহীন বলে, গুণহীন সেই নয়,
লোকে যারে গুণহীন বলে, গুণহীন সেই হয়। :)

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৩৭

কামাল১৮ বলেছেন: পৃথিবীতে কোটি কোটি নাস্তিক(ঈশ্বরের প্রমান নাই বলে মেনে নেয় না)তারা স্রষ্টার কোন গুনটি পেয়েছে।
নাস্তিক আসাদ নুরের এক ভিডিওতে লন্ডনে আব্বাসীর ওয়াজে লোক নাই বললেই চলে।হয়তো নিষিদ্ধ হতে পারে তার ওয়াজ।জংঙ্গি তকমা পেতে পারে।এর আগে লন্ডনে নিষিদ্ধ হয়েছে জাকির নায়েক,আজহারী সহ অনেকে।
আমাদের দেশে ওয়াজে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেও কোন অপরাধ হয়না।সভ্যদেশে অপরাধ হয়।বিচারের সন্মুখীন হতে হয়।

২৩ শে জুন, ২০২৩ বিকাল ৫:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপানাকে কানে কানে একটি কথা বলি- আমার খোদা একজন 'নাস্তিক'।

তিনি নিজের কোন স্রষ্টা নাই বলে ঘোষণা করেছেন।

হয়তো মানবকুলের নাস্তিকরা স্রষ্টার এই গুণটা ধারণ করেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১২

শূন্য সারমর্ম বলেছেন:



রুমীর লেখায় অনুপ্রানিত লেখা মনে হচ্ছে;আমাকে বাস্তবতা কন্ট্রোল করার গুণ দেয়া হয়েছিলো বোধ হয়।

২৩ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রুমী, হাফিজ, শেখ সাদীদের লেখা পড়তে পড়তে মাঝে মাঝে উনাদেরর লেখার প্রতিচ্ছবি হয়ে যায় আমার পোস্টগুলো।

আপনার সম্পর্কে জেনে ভালো লাগলো। নিজের বাস্তব অবস্থা বুঝার ক্ষমতা সবার থাকে না।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৩ শে জুন, ২০২৩ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: সৃষ্টির রহস্য যারাই বুঝতে চেয়েছে, তাদের ঘর সংসার ছেড়ে দিতে হয়েছে। শেষমেষ তাদের পাগল হয়ে যেতে হয়েছে। এটা আপনি খুব ভালো করেই জানেন। এমন লোকদের সাথে আপনি অনেক সময় পার করেছেন।

সৃষ্টি তত্ত্ব বুঝা সাধারন মানুষের কর্ম নয়। এজন্য দরকার ধ্যান ও সাধনা।

৫| ২৩ শে জুন, ২০২৩ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: আমারতো মনে হয় অসীম কল্পনাশক্তি যাকে কোন সীমা পরিসীমার মধ্যে বেঁধে রাখা যায় না!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.