নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ব্লগাররা শব্দ দুনিয়ার সফল অগ্রনায়ক। তাঁরা শব্দকে ব্যবহার করে অনেক কিছুই করতে পারেন। অতীতের অভিজ্ঞতা বলে, নিজেদের শব্দ বানানোর কৌশল দিয়ে একটি রাষ্ট্রযন্ত্রকে ইচ্ছে করলে তাঁরা কাঁপিয়ে দিতে পারেন। শব্দের খেলায় পারদর্শীতার কারণে ব্লগারদের অনেকেই আজ প্রতিষ্ঠিত। তাই, এটা নিশ্চিত করেই বলে দেওয়া যায়, আজ রবি বাবু আর কাজী নজরুল বেঁচে থাকলে ব্লগারদের দলে নাম লেখাতেন।
তাই, সময়ের শব্দ যাদুকরদের কাছে প্রশ্ন, আপনি আপনার 'শব্দের ইন্দ্রজাল' কি কাজে ব্যবহার করছেন? সেটা কি শুধুই নিজের জন্যে, নাকি তা পরিবার, বন্ধু-বান্ধব, দেশ বা পৃথিবীর স্বার্থকেও প্রাধান্য দিচ্ছে?
২| ২২ শে জুন, ২০২৩ রাত ১২:২২
জ্যাক স্মিথ বলেছেন: নিশ্চয়ই আপনার উক্তি'টির মাঝে অনেক জ্ঞান লুকায়িত রহিয়াছে, একদিন হয়তো আপনার উক্তি'টির মর্মার্থ উদ্ধার করতে পারবো।
আমার কোন 'শব্দের ইন্দ্রজাল' নেই।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০২৩ রাত ১১:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
আমার মাঝে মাঝে মনে হয়, লিখে লিখে সমাজ বদলে দেওয়া সম্ভব। সেই প্রেরনা থেকেই ব্লগিং করছি।