নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
১টি বড় গাছ ৪-জন মানুষের অক্সিজেন সাপ্লাই দিতে পারে।
ভারতে ১-জন মানুষের জন্যে প্রায় ২৮টি গাছ আছে, যুক্তরাজ্যে মাথাপিছু গাছের সংখ্যা ৪৩টি, চীনে ১৩০টি, ইথিওপিয়ায় ১৪৩টি, স্কটল্যান্ডে ৪০০টি, আমেরিকায় ৬৯৯টি, অস্ট্রেলিয়ায় ১২৬৯টি, ব্রাজিলে ১৪৯৪টি, কানাডায় ১০,১৬৩টি, আর রাশিয়ায় প্রত্যেক নাগরিকের জন্যে আছে ৬,৬১৪টি গাছ!
.
ইন্টারনেটে অনেক সার্চ করেও, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জন্যে মাথাপিছু কয়টি গাছ আছে তা খুঁজে পেলাম না। কেউ বাংলাদেশে কতটি গাছ আছে জানেন কি? তবে, বাংলাদেশে প্রতি বছর ৬,০০,০০০ গাছ কেটে ফেলা হয়, এই ভয়ংকর তথ্যটি আমাদের জানা দরকার।
সেজন্যেই, ব্যারিস্টার সুমন ভাই ১ লক্ষ চারা বিতরণের প্রজেক্ট হাতে নিয়েছেন। তাঁকে প্রাণের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা।
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রতি চারজনের একটা পরিণত বৃক্ষ আছে, কিন্তু অন্য দেশগুলোর তুলনায় তা অপ্রতুল।
দেশের বনভূমির পরিমান মোট আয়তনের ১২.৮%, পার ক্যাপিটা ফরেস্ট এরিয়া ০.০১২ হেক্টর, যেখানে পৃথিবীর পার ক্যাপিটা ফরেস্ট এরিয়া ০.৬০ হেক্টর। এই অবস্থা উত্তরনে প্রাইভেট প্লানটেশনের কোন বিকল্প নেই।
ধন্যবাদ নিরন্তর।
২| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:২৩
শেরজা তপন বলেছেন: মন্তব্যটা স্যাটায়ারধর্মী
০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:২৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে, অসুবিধা নেই।
সুমন ভাই ভালো কাজ করছেন। আপনার শুভেচ্ছাটা আশা করি কটাক্ষ নয়।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৯:০৬
ধুলো মেঘ বলেছেন: এই ব্যারিস্টার সুমন লোকটা কে? প্রশ্নটা আগেও করেছিলাম। এড়িয়ে গিয়েছেন।
০৪ ঠা জুন, ২০২৩ রাত ১০:২৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
উনি একজন আইনজীবী।
৪| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:০৬
শেরজা তপন বলেছেন: নাহ ব্যারিস্টার সুমনের ব্যাপারে মন্তব্যটা সিরিয়াস ছিল। সত্যিই এটা ভাল কাজ।
০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ নিরন্তর।
৫| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ১১:২৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: মাথাপিছু কতটা গাছ আছে তা হিসাব করে কি লাভ? মাথাপিছু কতটাকা ইনকাম সেটা হিসাব করা যেমন হাস্যকর, তেমন মাথাপিছু কতটা গাছ আছে তা হিসাব করাও হাস্যকর।
সাহারা মরুভূমি যে সব দেশে পড়েছে, সে সব দেশে মাথাপিছু কয়টা গাছ আছে? আবার এমাজন বন যে সব দেশে পড়েছে, সে সব দেশে মাথাপিছু কয়টা গাছ আছে? উত্তর জানা না থাকলেও এটা বলতে তো কোন বাঁধা নেই যে সাহারার আশেপাশের দেশে গড়টা খুব খুব খুব কম হবে এমাজনের আশেপাশে থাকা দেশ গুলির তুলনায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এমাজন বেঁচে আছেই সাহারার উপর নির্ভর করে। আগামীকাল যদি সাহারা মরুভূমি পুরাটা গাছ দিয়ে ভরে ফেলা হয়, তাহলে এমাজন কয়েক বছরের মধ্যেই পটল তুলবে।
সো, এই হিসাব হিসাব বাদ দেন। গাছ গুরুত্বপূর্ণ, সেটা রক্ষা ও নতুন গাছ লাগানোতে মনোযোগী হন।
০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার উপদেশের কথা মনে থাকবে।
ধন্যবাদ।
৬| ০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: শ্যায়ান ভাই আপনি অনেক ভালো ভালো কাজ করেন।
আপনি গাছ লাগানোর উদ্যোগ নেন। ব্যারিস্টার সুমন ভাই গাছ লাগাবেন খুবই ভালো কথা। আপনি দুই লাখ গাছ লাগান।
গাছ আমাদের বন্ধু।
০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কেউ গাছ লাগাবেন, কেউ গাছ লাগাতে সাহায্য করবেন।
আমি ২য় দলে।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
সাহাদাত উদরাজী বলেছেন: মি সুমন একদিন উঠে আসবেই।
০৪ ঠা জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, উনি উঠে এসেছেন! আরো উঠবেন।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২৩ সকাল ৮:১২
শেরজা তপন বলেছেন: আমার ধারনা প্রতি চারজনের একটা পরিণত বৃক্ষ আছে। আরো কম ভেবেছিলাম তবে যেহেতু কায়ক্লেশে এখনো সবাই অক্সিজেন নিয়ে বেঁচে আছি সেহেতু এর থেকে কম হবে না মনে হয়।
ব্যারিস্টার সুমনের পরিবেশের প্রতি আন্তরিকতার জন্য সাধুবাদ।