নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমার একাউন্টস ম্যানেজারের সাথে আজ কথা হচ্ছিলো। তিনি মাসে ৪০ হাজার টাকা বেতন পান। আমি কৌতূহলী হয়ে জানতে চাচ্ছিলাম, তিনি কিভাবে ট্যাক্স দেন। তিনি প্রায় কেঁদে দিয়ে বললেন- আর, ভাই, ট্যাক্স! মাস শেষে যা পাই, তা দিয়ে তো চলেই না, বরং উল্টো মানুষের কাছ থেকে কর্জ করতে হোয়।
আমি ব্যস অবকা হলাম। মোটামুটি চলনসই একটা বেতন দিচ্ছিলাম বলেই মনে হয়েছিলো আগে। তাঁর কথা শুনে মনে অপরাধবোধ হল। তাই, বিস্তারিত জানতে চাইলাম।
তিনি জানালেন, ২০০০ সালের প্রথম দিকে তাঁর পরিবার যখন ৩ সদস্যবিশিষ্ট ছিলো, তখন প্রতি মাসে তিনি বেতন পেতেন ২২,৫০০ টাকা। সেই সময়ে ট্যাক্স দিতেন প্রায় ৩৮০০ টাকা। ট্যাক্স এবং পরিবার খরচ বাদ দিয়েও হাতে ৫০০০-৬০০০ টাকা সঞ্চয় হতো।
আর এখন? ৪০,০০০ টাকা বেতন পেয়েও বছরে ৫০০০ টাকা ট্যাক্স দিতে পারেন না, সঞ্চয় তো দূরের কথা। আমি জিজ্ঞাসা করলাম - কেন?
তিনি বললেন-
২০০০ সালের প্রথম দিকে আমার মাসিক খরচ ছিলো এমন-
১) ২ বেডেরুমের একটি বাসা ভাড়া- ৩২০০ টাকা
২) গ্যাস বিল - ২৮০ টাকা
৩) গরুর মাংস - ২০০ টাকা x ৩ কেজি = ৬০০ টাকা
৪) মুরগীর মাংশ্ব - ৫৫ x ১০ কেজি = ৫৫০ টাকা
৫) মাছ = ৮০ টাকা x ১০ কেজি = ৮০০ টাকা
৬) চাল = ১৩ টাকা x ২০ কেজি = ২৬০ টাকা
৭) তেল = ৬০ টাকা x ৩ লিটার = ১৮০ টাকা
৮) লবণ = ৮ টাকা x ১ কেজি = ৮ টাকা
৯) তরকারী = ৬০০ টাকা
১০) যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য হাত খরচ = ৫০০০ টাকা
--------------------------------------------------------------------------
মোট = ১১,৪৭৮ টাকা
ট্যাঁক্স ১৭% @ ২২,৪০০ টাকা = ৩৮০০ টাকা
-----------সর্বমোট মাসিক খরচ= ১৫,২৭৮ টাকা
এভাবেই, তখন ২২,৫০০ টাকা বেতন পেলে মাসিক ১৫,২৭৮ টাকা খরচ করেও হাতে ৫০০০/৬০০০ টাকা থাকতো।
আর, এখন ২০২৩ সালে? সংসার বড় হয়ে ৪ সদস্যের হয়েছে। বাচ্চারা বড় হয়েছে, আর আমার একাউন্ট্যান্ট ও তাঁর স্ত্রী মধ্য বয়সী। তাঁদের পরিবারের বর্তমান খরচ নিম্নরূপ, (উপরের হিসাবে এবং বর্তমান বাজার মূল্য ধরে)-
১) ২ বেডেরুমের একটি বাসা ভাড়া- ১৩,০০০ টাকা
২) গ্যাস বিল - ১০০০ টাকা
৩) গরুর মাংস - ৬০০ টাকা x ৩ কেজি = ১৮০০ টাকা
৪) মুরগীর মাংশ্ব - ২৫০ x ১০ কেজি = ২৫০০ টাকা
৫) মাছ = ২৫০ টাকা x ১০ কেজি = ২৫০০ টাকা
৬) চাল = ৭০ টাকা x ২০ কেজি = ১৪০০ টাকা
৭) তেল = ২০০ টাকা x ৩ লিটার = ৬০০ টাকা
৮) লবণ = ৪০ টাকা x ১ কেজি = ৪০ টাকা
৯) তরকারী = ২০০০ টাকা
১০) যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য হাত খরচ = ২০০০০ টাকা
--------------------------------------------------------------------------
মোট = ৪৪,৮৪০ টাকা
ট্যাঁক্স @ ৪০,০০০ টাকা = ৪১৬.৬৬ টাকা
-----------সর্বমোট মাসিক খরচ= ৪৫,২৫৬.৬৭ টাকা
এখন, এই মধ্য বয়স্ক ভদ্রলোক কিভাবে এই বাড়তি মাসিক ৫২৫৬.৬৭ টাকা আয় করবেন? কে দিবে তাঁকে এই টাকা।
মাননীয়া প্রধানমন্ত্রী,
এই যখন অবস্থা, তখন এই রকম চাকুরিজীবিরা কিভাবে চলবেন আর কোথা থেকেইবা ট্যাক্সের টাকা নিয়ে এসে নিজেকে সৎ প্রমাণ করবেন? আপনি একটু এই ব্যাপারটা ভেবে দেখে মধ্যবিত্তদের উপর থেকে ট্যাক্সে বোঝা উঠিয়ে দিবেন কি, প্লিজ?
২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার লেখাগুলো কিভাবে যেন মাননীয়া প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়!!!
এটাও হয়তো পৌঁছাবে।
ধন্যবাদ নিরন্তর।
২| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:০২
আমি সাজিদ বলেছেন: যদি আপনার লেখাগুলো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় তাহলে তো আপনি ভাগ্যবান লোক। আপনার কোন কোন লেখা পিএমওতে পৌঁছেছে আর তার পরিপ্রেক্ষিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা ব্লগে জানাবেন আশাকরি৷
২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ঠিক আছে। জানাবো।
ধন্যবাদ।
৩| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯
শাওন আহমাদ বলেছেন: আপনার মতো যদি সবাই তাদের কর্মীদের বেতন নিয়ে অপরাধবোধে ভুগতো!
২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি সুযোগ বুঝে তাঁর বেতন বাড়িয়ে দেয়ার চিন্তা করছি।
ধন্যবাদ নিরন্তর।
৪| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
সরকার বলবে,সরকারী চাকুরী ডুকেন বেতন বাড়িয়ে দিবো।
০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এমন আহবান পেলে মন্দ হয় না।
শুভেচ্ছা।
৫| ২৯ শে মে, ২০২৩ সন্ধ্যা ৭:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভারতে আরও মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড় আরও বেশী। বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা কম পক্ষে বছরে ৬ লাখ টাকা হওয়া উচিত। ভারতে অনেকটা এরকম। আর ভারতের চেয়ে আমাদের দেশে খাদ্যের মূল্য বেশী। এই কারণে অনেক কম আয়ের লোককে আমাদের দেশ আয়কর দিতে হয়। ভালো প্রস্তাব দিয়েছেন।
০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সহমত প্রকাশ করছি।
ধন্যবাদ নিরন্তর।
৬| ২৯ শে মে, ২০২৩ রাত ৮:৩৮
আল ইফরান বলেছেন: আপনার এবং আমার এই আশা কেবলই দুরাশা ।
উনি জনগণের ভোটে নির্বাচিত হলেই কেবল জনগণের কথা ভাবতেন।
যেহেতু ভোট নিয়ে ওনাকে চিন্তা করতে হচ্ছে না, তাই জনগনের ইস্যু এই মূহুর্তে উনার মাথায় না আসাটাই স্বাভাবিক। যাদের হাত ধরে উনার ক্ষমতায় টিকে থাকা তাদের জন্য উনি মহার্ঘ্য ভাতা এবং আনুষংগিক সুবিধাদি নিয়ে এই মুহূর্তে চিন্তিত।
আমি এখন যে স্যালারি পাই, তার অর্ধেক পরিমাণ অর্থ দিয়ে ২০১৭ সালে ধানমন্ডি এলাকায় দুই বেডরুমের ফ্লাটে ভাড়া থেকে স্বচ্ছন্দে সংসার চালিয়ে দুই-চার হাজার টাকা সেইভ করতে পারতাম। আর ট্যাক্সের হিসেবের কথা পাবলিক স্পেইসে বলতে চাচ্ছি না।
০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করবেন না।
শুভেচ্ছা নিরন্তর।
৭| ২৯ শে মে, ২০২৩ রাত ১১:০৪
জ্যাক স্মিথ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ নিরন্তর।
৮| ৩০ শে মে, ২০২৩ রাত ১২:০৯
রাজীব নুর বলেছেন: আপনি আসলে একজন মসীহ।
০৯ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এর অর্থ ঠিক বুঝিনি!!!
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ২৯ শে মে, ২০২৩ বিকাল ৫:৫০
আমি সাজিদ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী কি ব্লগে আপনার লেখাটি পড়বেন?