নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

\'সামু যেমন আছে, ভালোই আছে\' - এই স্লোগানের পক্ষে আমার সাথে কেউ গলা মিলাবেন কি?

০৮ ই মে, ২০২৩ রাত ১১:৪৫





কিছু মানুষ আছেন, যারা ভুয়া তথ্য ছড়াতে উস্তাদ। আবার, কিছু মানুষ আছেন যারা এইসব ভুয়া মানুষদের ভুয়া তথ্যের ভিড়ে নিজেদের গা ভাসাতে পছন্দ করেন। এই যেমন - বাজারে একটি তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যে- 'সামু বন্ধ হয়ে যাচ্ছে'! আমার মনে হয়, এইসব বোকাদের ভুয়া তথ্যে গা না ভাসিয়ে আমাদের কিছু জিনিস চিন্তা করা উচিত-


১) সামু পৃথিবীর সবচেয়ে বড় বাংলা ব্লগসাইটঃ

সামু বাংলার গর্ব। দুই বাংলার সবচেয়ে বড় ব্লগসাইট সামু এমন একটি প্ল্যাটফর্ম যাতে কখনোই ২৪ ঘণ্টার বেশি সময় লেখা পোস্টানো বন্ধ থাকেনি। কোন না কোন সময়, কেউ না কেউ গত ১৪ বছর ধরে সামুতে পোস্ট করে গিয়েছেন।


২) সরকারের প্রশাসনের নিষেধাজ্ঞার সময়েও সামু বেঁচে ছিলোঃ

সামুকে বিভিন্ন সরকারের সময়ে প্রশাসনের চোখ রাঙ্গানি সহ্য করতে হয়েছে। আর, প্রশাসনের ভালো মানুষেরা অন্য দিক দিয়ে সামুকে টিকিয়ে রাখতে সংগ্রাম করে গিয়েছেন। এজন্যেই, সামু এখনো টিকে আছে, এবং টিকে থাকবে।



৩) বাংলাদেশের বড় বড় সামাজিক আন্দোলনে নেতৃত্বদানকারীরা সামু প্লাটফর্মকে ব্যবহার করেছেনঃ

ঘাতক দালালদের দোসরদের বিরুদ্ধে যেসব আন্দোলন হয়েছে, তাতে নেতৃত্বদানকারীরা সামুর জনপ্রিয়তা কাজে লাগিয়ে ভালোর পথে, আলোর দিকে এগিয়ে গিয়েছেন। সামু তাঁদের হৃদ মাজারে চির দিন থাকবে। তাঁরা শুধু একটি সময়ের অপেক্ষায়।


৪) বাংলাদেশের প্রথিতযশা অনেক বড় বড় লেখক-সাংবাদিকদের হৃদয়ের মাঝে সামু বেঁচে আছেঃ

আমি অনেকের সাথে এই নিয়ে কথা বলেছি। ব্যস্তাতার জন্যে হয়তো এসব মানুষ সামুতে সময়ে দিতে পারেন না, কিন্তু, যারা লিখতে জানেন, তাঁরা সব সময়ই সামু'র কথা মনে রাখেন।



৫) সামু বাংলার উইকিপিডিয়াঃ

গুগল সার্চ ইঞ্জিনে এমন কোন টপিক আপনি পাবেন না, যা সামুতে নেই। আপনি ঠিক ভাবে খুঁজলে সামুর কোন না লেখা গুগলে ফুটে উঠবেই! এক হিসেবে দেখা গিয়েছে, সামুতে লেখার সমখ্যা লক্ষাধিক।


আরো অনেক কিছু লিখতে পারতাম উপরের লিস্টে, বাকিটুকু আপনাদের জন্যে রেখে দিলাম। সময়ে সময়ে আপডেট করবো।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৩ রাত ১২:১২

নিমো বলেছেন: প্রযুক্তিগত দিক দিয়ে সামু অসম্ভব রকম পিছিয়ে আছে, এই সত্যটা স্বীকার করুন।

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের অন্য কোন ব্লগসাইট প্রযুক্তিগত ভাবে এগিয়ে গিয়ে এমন ১০ লক্ষ ভিজিটর আকর্ষণ করতে পারছে, বলবেন কি, নিমো ভাই?

ধন্যবাদ নিরন্তর।

২| ০৯ ই মে, ২০২৩ রাত ১২:১৮

সুনীল সমুদ্র বলেছেন: ভালো লেখা। ... সামু বিষয়ে অনেক আশাবাদী বিশ্লেষণ, যা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল !

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৩| ০৯ ই মে, ২০২৩ রাত ১২:২৩

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান ,




'সামু যেমন আছে, ভালোই আছে' - এই শ্লোগানের পক্ষে তেমন জোরালো গলায় তাল মেলাতে পারছিনে। তবে লেখাতে যা যা বলেছেন তার সাথে দ্বিমত নেই মোটেও।
উপরে নিমো বলেছেন: "প্রযুক্তিগত দিক দিয়ে সামু অসম্ভব রকম পিছিয়ে আছে।"
এই সমস্যা কাটিয়ে উঠতে পারলেই সামু তেজদীপ্ত হয়ে সকল ফেরারী ব্লগারদের আবার এর ছায়াতলে জড়ো করতে পারবে অনায়াসেই।

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের ফেরারী ব্লগার যেমন দরকার, তেমনি নতুন ব্লগারদের ভিড়াতে হবে। দুয়ে মিলেই ব্লগ।

আর, ব্যবসায় আপস এন্ড ডাউন থাকেই।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৯ ই মে, ২০২৩ রাত ১:১৫

নিমো বলেছেন: লেখক বলেছেন:এমন ১০ লক্ষ ভিজিটর আকর্ষণ করতে পারছে, বলবেন কি, নিমো ভাই?
১০ লক্ষ ভিজিট আর ১০ লক্ষ ভিজিটর দুটো আলাদা ব্যাপার।

৫| ০৯ ই মে, ২০২৩ সকাল ৮:৫১

গেঁয়ো ভূত বলেছেন: আপনার সাথে একমত।

আর প্রথম মন্তব্যকারীর সাথেও একমত পোষন করে বলতে চাই প্রযুক্তিগত দিক দিয়ে সামুকে আপডেট করা গেলে সেটা ব্লগের জন্য যে উপকার বয়ে আনবে তাতে সন্দেহের কোন অবকাশ নাই।

৬| ০৯ ই মে, ২০২৩ সকাল ৮:৫৫

শেরজা তপন বলেছেন: ব্লগার নিমোর সাথে সহমত।
আপনার লেখা ভারি সুন্দর হয়েছে- সামুকে নিয়ে গর্বে বুক ফুলে উঠল!

গতকাল একজন প্রিয় ব্লগার দেখি মেসেঞ্জারে মডারেটরের কাছে জানতে চেয়েছে 'ব্লগ কি আসলেই বন্ধ হয়ে যাচ্ছে'!!
ব্লগ বন্ধ হচ্ছে এমন গুজব ডালপালা মেলছে। গত দুদিন ব্লগ বেশ জমজমাট হয়েছে। এখানে আপনার অবদান ও অনেক।

৭| ০৯ ই মে, ২০২৩ সকাল ৯:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: সামু একটা এ্যাপ বের করতে চেয়েছিল সেটার কি হল বলতে পারবেন ভাইয়া?

৮| ০৯ ই মে, ২০২৩ সকাল ১০:৪৭

নতুন বলেছেন: @নিমো কি কি উন্নতি করা দরকার সেয়ার করুন। সবাই জানতে পারবে এবং কর্তিপক্ষও ব্যবস্থা নিতে পারবে।

আমি একটা চ্যাট বক্স এড করার পক্ষে যেখানে বিভিন্ন প্রশ্ন করা যাবে এবং অন্যারা জবাব দিতে পারবে। তাতে অনেকেই অনেক সমস্যার সাহাজ্য পেতে পারে।

৯| ০৯ ই মে, ২০২৩ সকাল ১১:০১

অপু তানভীর বলেছেন: সামুকে মোবাইল ফ্রেন্ডলি না করলে সামুর বর্তমান অবস্থা থেকে উন্নয়নের কোন পথ দেখছি না ।

১০| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: এরকম একটি পোষ্ট দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

আপনাকে সত্য কথা বলি- গত কয়েকদিন যারা ''সামু গেলো'', ''সামু গেলো'' - টাইপ পোস্ট দিয়েছেন, তাদের শাস্তি হওয়া উচিৎ।

১১| ০৯ ই মে, ২০২৩ রাত ৯:৪৬

ইলুসন বলেছেন: ভাই, মোবাইলে সামুব্লগ ব্যবহার করা সহজ না। বেশিরভাগ মানুষই এখন হাতে মোবাইল নিয়ে টুকটাক কোন আইডিয়া আসলে সেটা ফেসবুকে লিখে ফেলে। ব্লগের সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হলে সামুব্লগকে মোবাইল ফ্রেন্ডলি বানাতে হবে, যাতে যখন ইচ্ছা মোবাইল দিয়ে টুপ করে সামু ব্লগের লেখাগুলো পড়া যায়, ইচ্ছে হলে নিজের লেখাও পোস্ট করা যায়। আরেকটা ব্যাপার খেয়াল করে দেখলাম, পিসি দিয়ে সামুতে ব্রডব্যান্ড ব্যবহার করে ঢুকা যায়, মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ঢুকা যায় কিন্তু পিসিতে যদি মোবাইলের ইন্টারনেট দিয়ে কানেক্ট করি তো সামুতে ঢুকা যায় না! এই সমস্যা অনেকদিনের, এটা নিয়ে সামুতে পোস্টও করা হয়েছিল কিন্তু সমাধান পাওয়া যায়নি। সামু হয়ত বন্ধ হয়ে যাচ্ছে না কিন্তু এসব সমস্যার সমাধান না করলে ইউজার বাড়বেও না। অনেকে হয়ত আবেগের কারণে এখন সামুতে আসে, তারাও কিন্তু অনিয়মিত। সামুতে পরিচয় হাইড করে এখনও লেখা যায়, এটা সামুকে সব সময় ফেসবুক থেকে এগিয়ে রাখবে। ফেসবুক এখন যে পরিমাণ নজরদারীতে আছে তাতে যে কোন পোস্ট দিতে ১০১ বার চিন্তা করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.