নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আমাদের অনেকেই ব্লগিং করে জনপ্রিয় হতে চান। কিন্তু, এমন অনেক ব্লগার আছেন, যারা জনপ্রিয় হতে চান না। তাদের লেখার স্টাইল দেখলে মনে হয় ব্লগিং বিশ্বে অপ্রিয় হতে পারাটা বেশ কাজের একটি জিনিস! আপনি যদি চেষ্টা করতে চান সেই সব ব্লগারদের মতো হতে, আপনাকে অবশ্যই নিচের কাজগুলো করতে হবে-
দূর্বল শব্দ চয়নে ভাবে লিখুন:
আপনি যদি পাঠকদের আপনার ব্লগপোস্টে আসা বন্ধ করতে চান এবং তাদের দ্রুত আপনার ব্লগে আগ্রহ হারিয়ে ফেলতে চান, তাহলে খারাপভাবে লিখুন। খারাপ ব্যাকরণ ব্যবহার করুন, বানান ত্রুটি, এবং সঠিক যতিচিহ্ন এড়িয়ে চলুন। প্রথমে লেখার পরে নিজের কাজ সম্পাদনা করে নিজেকে বিরক্ত করবেন না। বর্ং, টাইপো এবং ভুলে পরিপূর্ণ পোস্ট প্রকাশ করুন।
বিষয়বস্তু চুরি করুন:
অন্যান্য ব্লগ থেকে কন্টেন্ট চুরি করুন এবং সেগুলোকে এমন ভাবে উপস্তাহপন করুন যাতে মনে হয় সেগুলো নিজের। এমন কাজ কেবল অনৈতিক নয়, এটি আপনাকে আইনি ঝামেলায়ও ফেলতে পারে। তাতে আপনার কি! ভয় পাবেন না যেন! আপনার উৎসগুলি উদ্ধৃত করা এড়িয়ে চলুন, এবং আপনার ধার করা কন্টেন্টগুলোর জন্যে রেফারেন্স দেওয়া বন্ধ করে দিন।
নেতিবাচক হোন:
নেতিবাচক এবং সমালোচনামূলক পোস্ট লেখায় মনোযোগ দিন। অন্য ব্লগার বা পাঠকদের আক্রমণ করুন যারা আপনার সাথে একমত নন। ভদ্র, বিনয়ী যেসব ব্লগার আছেন তাদের মতামতকে পাত্তা দিবেন না।
পাঠকদের সাথে জড়িত হবেন না:
পাঠকদের মন্তব্য এবং প্রতিক্রিয়া এড়িয়ে চলুন। কোনো অর্থপূর্ণ উপায়ে আপনার পাঠকদের সাথে যোগাযোগ করবেন না। আপনি যদি মন্তব্যে সাড়া দিয়ে থাকেন, তাহলে সারকাস্টিক বা ব্যঙ্গাত্মক হোন।
অসামঞ্জস্যপূর্ণ হন:
অনিয়মিতভাবে এবং একটি স্পষ্ট সময়সূচী ছাড়াই পোস্ট করুন। একটি সম্পাদকীয় ক্যালেন্ডার তৈরি বা আপনার বিষয়বস্তু আগাম পরিকল্পনা করে নিজেকে মোটেই ব্যস্ত রাখবেন না।
এভাবেই নিজেকে একজন অপ্রিয় বা অজনপ্রিয় ব্লগারে পরিণত করতে পারবেন। সবশেষে, ভালো কোন ছবি না পেয়ে, পোস্টের সাথে কোনই মিল নাই এমন দুটি ছবি দিয়ে দিয়েছি। আমার কাঁঠাল বাগানের ছবি দিয়ে অজনপ্রিয় একটি পোস্টের সূচনা করলাম এটা কি লক্ষ্য করে দেখেছেন?
০৫ ই মে, ২০২৩ রাত ১২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী না। সব পাকেনি।
ধন্যবাদ নিরন্তর।
২| ০৩ রা মে, ২০২৩ সকাল ১০:১৭
শাওন আহমাদ বলেছেন: আচ্ছা, আচ্ছা, বুঝলাম।
০৫ ই মে, ২০২৩ রাত ১২:১৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাহলে তো আমার লেখা সার্থক!!!
শুভেচ্ছা।
৩| ০৩ রা মে, ২০২৩ সকাল ১০:৩২
গেঁয়ো ভূত বলেছেন: যারা সোজা কথা বোঝতে চায়না তারা উল্টা বললে কি বুঝবে?
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কাদের কথা বলছেন!!!
ধন্যবাদ।
৪| ০৩ রা মে, ২০২৩ সকাল ১০:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: কাঠাঁলের সাথে ছবি তোলার নিয়ম হচ্ছে আপনার এক হাত মাজা/কোমরের উপরে থাকবে, আর এক হাত কাঠাঁলের পশ্চাদদেশের নিচে থাকবে। আপনি ভুল ছবি তুলেছেন।
অজনপ্রিয় হওয়ার লাভের কিছু বিষয় নিয়েও লিখবেন। লেখা ভালো হয়েছে।
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ছবি তোলার নিয়ম জানলাম।
ধন্যবাদ।
৫| ০৩ রা মে, ২০২৩ সকাল ১০:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
কোন ব্লগার আপনার সমালোচনা বেশি করতো বলে মনে হয়?
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যেসব ব্লগার মনে করতেন যে আমার লেখা খারাপ হয়েছে।
ধন্যবাদ।
৬| ০৩ রা মে, ২০২৩ সকাল ১১:০৫
নিমো বলেছেন: ব্লগিং বিশ্বে অজনপ্রিয় হওয়ার কোন সুযোগই নাই। আপনি অ থেকে ঁ পর্যন্ত যা কিছু নিয়ে যেভাবেই লিখুন না কেন, কিছু পাঠক, সমর্থক সব সময়ই পাবেন।
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
তাহলে তো ভালোই!!!
ধন্যবাদ নিরন্তর।
৭| ০৩ রা মে, ২০২৩ দুপুর ১:১৯
রবিন.হুড বলেছেন: কাঁঠাল বাগান কোথায়? কাঁঠাল বানান নিয়ে আমার দারুন এক অভিজ্ঞতা আছে। প্রথম শ্রেণীতে পড়ার সময় চান্দা গাছ (জারুল গাছ) এর নিচে কাজী হাফিজুর রহমান পাঁচু স্যার পড়ানোর সময় কাঁঠাল বানান জিজ্ঞাসা করলে ইদ্রিস ছাড়া সকলে ভুল করে কারন কেউ ক এর উপর ঁ চন্দ্র বিন্দু বলতে ভুল করেছিল। তখন আমরা সবাই স্যারের হাতে বেত্রাঘাত খেয়েছিলাম।
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার কাঁঠাল বাগান সিলেটে।
সয়ার খুব কড়া ছিলেন বলেই আপনি কাঁঠালের উপর এখনো চন্দ্রবিন্দু দেন।
শুভেচ্ছা।
৮| ০৩ রা মে, ২০২৩ বিকাল ৩:০২
রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
অনেকদিন ধরে বলব, বলব বলে ভাবছি। কিন্তু বলা আর হয় না। আমার একটা অয়েস্টার্ন টুপি লাগবে। আমি ঢাকায় অনেক জাগায় খুজেছি কিন্তু পাচ্ছি না মন মতো।
আসলে আপনাকে দেখেই আমার শখ হয়েছে ওয়েস্টার্ন টুপি পরার।
০৫ ই মে, ২০২৩ রাত ১২:২৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমারটা কোথা থেকে কিনেছিলাম মনে নাই।
মনে হয় কক্সবাজার থেকে।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২৩ সকাল ৯:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার বাগানের কাঠাঁল মনে হয় পেকে গেছে।
অজনপ্রিয় হতে চেষ্টা করা লাগেনা।