নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

গত দুই সপ্তাহে আমি ২টি গান গেয়েছি

৩০ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৬



ব্লগে অনিয়মিত হয়ে গিয়েছি। খেয়ালই ছিলো না সেদিকে! আম্মু ঐদিন সৌদি আরব থেকে বললেন- ''শাইয়্যান, লেখা ছাড়িও না। যা মনে আসে লেখে যাও।'' আমার লেখার মহা এক ভক্ত আমার মা। খুব উৎসাহ দেন।

যাহোক। গানের কথা বলছিলাম। আমার দুইটি প্রিয় গান- 'আলাল ও দুলাল' এবং 'ধুপছায়া'। গান দুটি গেয়েছেন যথাক্রমে আজম খান এবং ওয়ারফেজ ব্যান্ডের বাবনা।

আজম খানের গানটি গেয়েছি ছোট্ট সোনামণিদের জন্যে। আর, এডিট করেছি টিকটক এপটি দিয়ে। আমার দারুণ পছন্দ হয়েছে গানটি। টিকটকে এখন পর্যন্ত ২০০০ ভিউ হয়েছে!




এই দুই গানের মধ্যে, ওয়ারফেজের ধুপছায়া গানটি আমার গাওয়া সেরা কাভার গান। মনটা যখন ফুরফুরে ভালো থাকে, হৃদয়টা যখন মাটি ছেড়ে আকাশে উড়ে যেতে চায়....তখন এই গানটা গাই। Capcut ব্যবহার করে গানটি'র ভিডিও এডিট করেছি।

আশা করি সবার ভালো লাগবে।

মন্তব্য ২০ টি রেটিং +৭/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৫৮

শেরজা তপন বলেছেন: ব্লগে না আসলেও আমার মা- আমার লিখার ভক্ত ও সমালোচক।
আলাল ও দুলাল এক সময় সিরকম জনপ্রিয় ছিল।
লেখা হোক গান বাজনা সাংস্কৃতিক কোন এক চর্চা নিয়ে আছেন, যা মানসিকভাবে আপনাকে দারুন চাঙ্গা করবে।

০১ লা মে, ২০২৩ রাত ১২:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি ব্লগে যা লিখি, তা ফেবুতেও দেই মাঝে মাঝে। এছাড়াও আমার একটি বই বের হয়েছে। সেগুলো পড়ে পড়েই আম্মু আমাকে উৎসাহ দেন।

আপনার আম্মাও আপনার লেখার একজন ভক্ত শুনে খুশি হলাম।

শুভেচ্ছা নিরন্তর।

২| ৩০ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪২

কালো যাদুকর বলেছেন: ওয়ারফেজের গানটি চমৎকার হোয়েছে। অভিনন্দন।

০১ লা মে, ২০২৩ রাত ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার ভালো লেগেছে জেনে খুব সুখী হলাম।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় ভাই, আপনি “ওরে নীল দরিয়া” গানটি গেয়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনি ভালো গাইবেন। শুভ কামনা নিরন্তর। +++

০১ লা মে, ২০২৩ রাত ১:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি যেহেতু বলেছেন, সেহেতু অবশ্যই গাইবো।

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫২

স্মৃতিভুক বলেছেন: ভাইজান কি গত সপ্তাহে দুইটা গান গাইছেন - নাকি দুইটা গান গাওনের চেষ্টা করছেন! যাইহোক, চেষ্টা চালায়া যান, একদিন হয়তো গানের মতো না হইলেও কাছাকাছি কিছু একটা বাইর হইবো।

বাই দ্য ওয়ে, দ্বিতীয় গান গাওনের সময় কি 'আন্ডু' পড়তে ভুইলা গেছিলেন? মাইন্ড খাইয়েন না আবার, ভিডিও দেইখা মনে হইলো, তাই কইলাম।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আন্ডূ পড়ি নাই।

ধন্যবাদ।

৫| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন, গেয়ে যান। গাইতে গাইতে গাইন।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ, চৌধুরী ভাই।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ৩০ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫২

অধীতি বলেছেন: গান মনকে অফুরন্ত ভাললাগা দেয়। আপনি এত ব্যস্ততার মাঝেও এরকম শিশুতোষ মন নিয়ে কিভাব থাকেন সেটাই বরং আমাকে আশ্চর্যান্বিত করে।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চেষ্টা করি, ভাইজান।

শিশুরা নিষ্পাপ। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৩:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বাহ্ দারুণ চেষ্টা !

তবে একটু কারেকশন করতে হবে ভাই , মানে আসলে ধুপছায়া গেয়েছে সঞ্জয় ! বাবনা খুব কম গান গেয়েছে বাবনার গানুগুলো হল , এক আর এক এ দুই যে সত্য , যখন , অবাক ভালোবাসা ইত্যাদি !!

০১ লা মে, ২০২৩ রাত ১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভুলের জন্যে অনেক অনেক দুঃখিত।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ৩০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: আমার বাসায় একদিন গানের আয়োজন করবো। আপনাকে অনেক গুলো গান গাইতে হবে।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সিলেটে এসে ঘুরে যান, ভাই। ভালো লাগবে।

শুভেচ্ছা নিরন্তর।

৯| ৩০ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- প্রথম গান শুরু হওয়ার আগ পর্যন্ত ব্যাপক মজা পাইছি। =p~ মজার জন্য প্লাস।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মজা দিতে পারাটাও একটা আর্ট।

শুভেচ্ছা নিরন্তর।

১০| ০১ লা মে, ২০২৩ রাত ১২:৩৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আলাল দুলাল গানটি নিয়ে শৈশবের একটা মজার স্মৃতি আছে।

ধুপছায়া গানটিও অন্যতম প্রিয় একটি গান।

গান দুটি শুনলাম, ভালো হয়েছে। তবে ইকো ইফেক্টটা অতিরিক্ত হয়ে গেছে।

ভালো থাকুন সবসময়। শুভকামনা থাকবে।

০১ লা মে, ২০২৩ রাত ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ওকে। ইকো ইফেক্টটা কমিয়ে দিবো।

অনেক অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.