নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
মনিরা আপু'র জন্মদিন গিয়েছে কয়েক দিন আগে। উনাকে কখনো কোন কিছু উৎসর্গ করি নাই। তাই, এই মগটি উপহার দিচ্ছি আজ। আশা করি ভালো লাগবে। ব্লগের সিনিয়রদের প্রোফাইল ছবি নিয়ে এই মগটি সাজিয়েছিলাম বেশ আগে।
০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাঁ, হাঁ, হাঁ, শেরজা তপন ভাই!
প্লিজ, মাইন্ড করবেন না। আমি যেদিন এটা বানিয়েছি, সেদিন আপনি ছিলনে না। প্রায়, ৫ বছর আগে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৪:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
সামু ব্লগের অন্যতম সিনিয়র ব্লগার মনিরাপুর জন্ম দিন উপলক্ষে তাঁর প্রতি রইল শুভেচ্ছা।
সিনিয়র ব্লগারদের ছবি সমাহারে সৃস্ট চায়ের পটগুলি দিয়ে মনিরাপুর জন্মদিন উপলক্ষ্যে
আপনার উৎসর্গ অপরূপ হয়েছে ।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, দেড় যুগেরো বেশী সময় পেরিয়ে বাংলা ভাষায় ব্লগিংএর পথিকৃত
সামু তার সাংস্কৃতিক সংগ্রামের চড়াই উতরাই পেরিয়ে অনেক নতুন প্রজন্মের ব্লগারও
জন্ম দিয়েছে। দেড় যুগ ধরে চলে আসা আমাদের সিনিয়রদের ব্লগিং স্বীকৃতি চায়ের মগে
ছবিকারে সমাহার ঘটিয়ে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য আপনার এই পরিশ্রমী
প্রয়াস প্রসংসার দাবী রাখে। ব্লগের এই বহুল আলোচিত সময়ে আজও আমরা আমাদের
সিনিয়রদের লালন করি, আমরা হারিয়ে যাইনি অন্য কোনো স্রোতে। বলতে চাই, আমরা
এখনো প্রিয় সামু ব্লগের মূল আঁকড়ে ধরে আছি।
অনেক অনেক শুভেচ্ছা রইল
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কাজটি এক কথায় অসাধারণ হয়েছে।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আপাকে জন্মদিনের শুভেচ্ছা।
এবং মগের ডিজাইন সুন্দর হয়েছে।
গুড জব।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৫০
কিরকুট বলেছেন: ব্রিলিয়ান্ট আইডিয়া। মগ কি কেবল ছবি তেই নাকি বাস্তবেও আছে।
৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১
মনিরা সুলতানা বলেছেন: দারুণ একটা সারপ্রাইজ পেলাম ব্লগে এসে !!!
চমৎকার ইউনিক ডিজাইনের এমন একটা মগ চা কফি লাভারদের জন্যে সবচাইতে পছন্দের উপহার সন্দেহ নেই।
অনেক অনেক ধন্যবাদ শ্যাইয়ান !
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১০:৫০
শেরজা তপন বলেছেন: চমৎকার!
তবে আমি সম্ভবত এখনো জুনিয়র ব্লগার রয়ে গেছি