নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

২-জনকে চাকরী দিয়ে মাছের আড়তে আমি!

২৯ শে মার্চ, ২০২৩ ভোর ৪:১১



আজ রাতের আকাশে মেঘ জমেছে। মেঘের ওপারের কোন দেশ থেকে আব্বু আমার এই পোস্ট পড়ে মিটিমিটি হাসছেন, নিশ্চয়ই!!!
.
আমার বাবা কৃষি ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ চাকুরীজীবি ছিলেন। চাকরীর খাতিরে নিশ্চয় অনেক কৃষকের সাথে পরিচয় হয়েছে।..... বাবার মতো নাহলেও, মানুষের সেবা করতে আজ মাছের আড়তে ব্যবসা শুরু করার আশায় যেতে হয়েছে আমাকে।
.
সিলেটের কাজীর বাজারের মাছের আড়ত বেশ বিখ্যাত। সেখানকার ব্যবসায়ীক সমিতির সাধারণ সম্পাদকের সাথে একটা মিটিং ছিলো আমার। উদ্দেশ্য ঐ বাজারে একটা দোকান নেওয়া।
.
দুইজনকে চাকরী দেবো বলে কথা দিয়েছি। এখন ইনকাম না আসলে নিজের পকেট থেকে কত দিন আর বেতন দিতে পারবো? তাই, মাছ ব্যবসায় নামার সিদ্ধান্ত নিয়েছি। কম পূজিতে ভালো লাভের আশায় যাতে করে দুইজনের বেতন উঠে আসে!
.
নয়া 'মাইমাল শাইয়্যান'-এবং তার টিমের জন্যে দোয়ার দরখাস্ত।
.

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২৩ ভোর ৬:২২

সোনাগাজী বলেছেন:


এটাতে কাঁচা পয়সা আসবে।

তবে, রবোটিক্স, কফি ও সফটওয়ার, মাছ, এতগুলো সামলাতে পারবেন তো?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সামলানো একটু মুশকিল। তবে অসম্ভব কিছু নয়।

আমি চেষ্টা করবো।

কফি এই মূহুর্তে করছি না। সিলেটে ভালো জায়গা পাইনি এখনো।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ৭:০০

সোনাগাজী বলেছেন:



আপনার মাছ ব্যবসার মডেলটা কি ধরণের?

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হোলসেলিং।

মডেলটার বিস্তারিত পরে জানাবো।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১০:০৮

বিটপি বলেছেন: মাছ ব্যবসায় কেনাটা সবচেয়ে ইমপর্টেন্ট। সময়মত এবং জায়গামত কিনতে হবে। মাছের দাম খুব র‍্যাপিডলি ওঠানামা করে। তাই মাছ বিক্রি করতে না পারলে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। পারলে একটা রেস্টুরেন্ট দিন। বিক্রি করতে না পারা মাছ সেখানে চালিয়ে দিতে পারবেন।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি দিন শেষের বাড়তি মাছ কোল্ড স্টোরেজে রাখার চেষ্টা করবো।

শুভেচ্ছা।

৪| ২৯ শে মার্চ, ২০২৩ সকাল ১১:৫৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুভ কামনা রইল।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ নিরন্তর, সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত ভাই।

৫| ২৯ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: আপনি সবার জন্য করেন। আমার জন্য কিছু কইরেন না। আমি খারাপ। খুব খারাপ। (কান্নার ইমো)।

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি সিলেটে আসলে অনেক কিছু করা সম্ভব।

আপনি কি পারবেন?

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.