নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
কয়েক দিন আগে, সিলেটে আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ এক অন্ধ লোককে গেইটের সামনে হাঁটতে দেখলাম। তাঁকে হাতে ধরে পথ দেখিয়ে কিছু দূর নেওয়ার পরে মনে হলো- এই মানুষটা আর কত দূর একলা একলা যাবে!!! আমি তো সব সময় এই লোকটার সাথে থাকবো না। তাহলে?
.
এরপরেই মনে হলো- আমরা তো IOT নিয়ে কাজ করছি। অন্ধদের জন্যে তাহলে কিছু বানাই না কেন!!! যেই ভাবা, সেই কাজ! আমি আমার চিন্তা-ভাবনা আমাদের লিড ইঞ্জিনিয়ার সৈয়দ রেজওয়ানুল হক নাবিলের কাছে উপস্থাপন করতেই সে বললো- "ভাইয়া, আমি প্রায় এরকম একটা মডেল দাঁড় করিয়েছিলাম অনেক আগে!"
.
ব্যাস! আমরা দু'জনেই ঐক্যমতে পৌছালাম যে, অন্ধদের জন্যে আমরা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-যুক্ত ডিভাইস বানাবো যা তাঁদেরকে চলতে সাহায্য করবে।
.
আমরা এখন সেটা নিয়েই কাজ করছি।
২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, অনেক টাকার দরকার। আমি চেষ্টা করছি, ফাইন্যান্স দিয়ে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার।
আপনার পরামর্শগুলো চমৎকার।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৯:২১
জুল ভার্ন বলেছেন: এমন একটা ভালো উদ্দ্যোগের জন্য শুভ কামনা।
২৪ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া উদ্যোগ উদ্যোম থাকা স্বত্তেও আমরা কখনও শেষ পর্যন্ত ভাবি না মানে সুদূর প্রসারী পরিকল্পনা করতে পারি না।
তুমি সফল হও, লেগে থাকো শুধু থেমে যেওনা......
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১২:০০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চেষ্টা করে যাচ্ছি, আপুনি।
বাকিটুকু.........
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৪ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১২
রাজীব নুর বলেছেন: আপনার মতো উন্নত চিন্তার মানুষ যদি বাংলাদেশের ৬৪ টা জেলায় থাকতো, তাহলে দেশের জন্য অনেক বড় উপকার হতো।
২৫ শে মার্চ, ২০২৩ রাত ১২:০১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এভাবে শুভেচ্ছার জন্যে ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২৩ সকাল ৭:৫৫
আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,
সন্দেহ নেই উদ্যোগটি কল্যানকর। কিন্তু ও রকমের একটি ডিভাইস বানাতে তো অনেক অনেক টাকার দরকার!
কম্পিউটার টেকনোলজীতে আমার জ্ঞান একজন মূর্খের সমান। তাই গুগলে একটু ঘাটাঘাটি করে দেখলুম একটি "এআই ডিভাইস" বানাতে কি পরিমান খরচ হতে পারে।
দেখলুম - কমপক্ষে ৫টি ফ্যাক্টরের উপর একটি এআই ডিভাইস বানানোর খরচ নির্ভর করবে।
১) কি ধরনের সফটওয়্যার আপনি বানাতে চান।
২) ইন্টেলিজেন্স এর মাত্রা আপনি কতোখানি পেতে চান।
৩) আপনার ডিভাইসের সিষ্টেমে কি পরিমান এবং কি রকমের কোয়ালিটি সম্পন্ন ডাটা আপনি দিতে চান।
৪) "এলগোরিদম এ্যাকুইরেসী" কতটা পেতে চাচ্ছেন আপনি।
৫) "আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স" দিয়ে যে সমাধান করতে চাচ্ছেন তার জটিলতার ধরন।
সবশেষে বেসিক ভার্সনের একটি ডিভাইস তৈরীতে নূন্যতম হলেও লাগবে ৫০ হাযার ডলার। গুগল খরচের এমনটা ধারনাই দিয়েছে।
আমার এই অল্পবিদ্যা হয়তো ভয়ঙ্করী হতে পারে কিন্তু আপনি নিশ্চয়ই এসব আপনার মাথায় রেখেছেন।
শুভ কামনায়।