নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সিলেটে আমার প্রথম সামাজিক কাজ

০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:০৩



গত ফেব্রুয়ারী মাসে সিলেটে এসেছি। এসে একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যে চৌকিদেখি নামক এলাকায় থাকি সেখানে কোন ডাস্টবিন নেই! বাসার সামনের রাস্তায় ময়লা ফেলতে হয়। সেই রাস্তা থেকে মিউনিসিপিলটির মানুষরা ময়লা পরিস্কার করে।
.
তাই, RFL-এর স্থানীয় একটি আউটলেট থেকে অর্ডার দিয়ে এই ডাস্টবিন আনিয়েছি। এর আগে, হবিগঞ্জের সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহঃ)-এর মাজারের গেইটে এরকম দুইটি ডাস্টবিন পাঠিয়েছিলাম।
.
ডাস্টবিন আনার পরে লক্ষ্য করলাম, আশে-পাশের মানুষেরা বেশ আগ্রহ নিয়ে লক্ষ করছে আমার কর্মকাণ্ড। তাঁদের মাঝে একটি ছোট্ট শিশুও আছে!

এখন মনে বেশ শান্তি লাগছে!

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:২৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো কাজ। একবার আমি বই মেলার মধ্যে ২০টার মত ময়লার ঝুড়ি রেখেছিলাম।

আচ্ছা, এই ডাষ্টবিনের দাম কেমন?

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বইমেলায় যা করেছেন তা সত্যি বাহবা পাওয়ার যোগ্য।

আমি যে ডাস্টবিন কিনেছি তার দাম ৩৮৮৮ টাকা। এখানে পাবেন - Click This Link

ধন্যবাদ নিরন্তর।

২| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪০

সোনাগাজী বলেছেন:



রাতে বাইরে থাকলে চুরি হওয়ার সম্ভাবনা আছে?

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



চোর এগটা নিয়ে কি করবে!!!

আমার বাড়ির গেইটে নাইট গার্ড আছে।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪২

বিষাদ সময় বলেছেন: ভাল উদ্যোগ। তবে একটা এলাকার ময়লার জন্য এটি ছোট হয়ে গেল না?

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



উদাহরণ সৃষ্টি করেছি। ছোট করেই পথ চলতে পছন্দ করি।

মানুষ এতে ময়লা ফেলা শুরু করেছে।

ধন্যবাদ ।

৪| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এগুলি থাকবে, নাকি কয়েকদিন পরে হাপিস করে দিবে, সেটাই বড় প্রশ্ন!

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এগুলো আবার কে হাপিশ করবে!!!

ধন্যবাদ।

৫| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৮:৩১

এম ডি মুসা বলেছেন: আমাদের দেশে সকল জেলায় যদি সচেতন হতো নিজ নিজ দায়িত্ব থেকে সচেতন তরে দেশটা কত সুন্দর হতো আসলে আমরাই নিজ স্থান থেকে সচেতন হলে ইউরোপ কেন আমাদের দেশের প্রশংসা তারা করতো

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো বলেছেন। আমাদেরকেই উদাহরণ সৃষ্টি করতে হবে।

শুভেচ্ছা।

৬| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৯

কামাল১৮ বলেছেন: এখানে প্রতি বাসায় কমপক্ষে তিনটা আছে এমন ময়লার বাক্স।আমাদের আছে পাঁচটা ।আমাদের রিসারকেল একটু বেশী হয় ।প্রতি সপ্তায় একদিন এসে ময়লার বিশেষ ট্রাকে করে নিয়ে যায়।তিন রকমের ময়লা তিনটা বাক্সে রাখতে হয়।
ঢাকায় ময়লার ভ্যান এসে ময়লা নিয়ে যায়।যশোরে ময়লা নিয়ে যায়।ইউটিউবে দেখলাম।

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সিলেটেও ময়লার ভ্যান এসে ময়লা নিয়ে যায়।

কিন্তু, নিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাস্তায় ময়লা ফেলা হয়।

ধন্যবাদ।

৭| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৪৮

নাহল তরকারি বলেছেন: স্যালুট।

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

৮| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ৯:৫৪

অনামিকাসুলতানা বলেছেন: ভাল উদ্যোগ।

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

৯| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১০:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

আমাদের ভেড়ামারা পরিবার : একটি স্বপ্ন পূরনের গল্প...
গলি চেনাবে রাজপথ....

ব্লগে আমার লেখার শুরু ছিল এইসব উদ্যাগ নিয়ে। সরাসরি যুক্ত ছিলাম। যদিও আমরা হেরে গিয়েছিলাম।

ধন্যবাদ ভাই।

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার কালকের লেখা পড়েছি। খুব ভালো উদ্যোগ ছিলো।

ধন্যবাদ নিরন্তর।

১০| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৫

শায়মা বলেছেন: খুবই ভালো। কিন্তু সাথে প্রয়োজন যথার্থ প্রশিক্ষন।
প্রশিক্ষন ছাড়া এই উদ্যোগ উলুবনে মুক্তো ছড়ানো।

তুমি মহল্লাবাসীকে ডেকে জড়ো করো।

দেশ বিদেশের ছবি দেখাও।

বলো কেমনে তারা ময়লা নিয়ন্ত্রন করে ও চারপাশ পরিষ্কার রাখে।

তারপর মহল্লা বাসীদেরকে দিয়েই ফান্ড তুলে প্রতি ১ বাড়ি বা ৩ বাড়ি সমান একটা ডাস্টবিন বানাতে বলো। সব ডাস্টবিনে নাম্বার থাকবে বাসার।

দেখো শিখে নাকি বা বুঝে নাকি এই উপকারীতা।

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো আইডিয়া। তুমি যেভাবে বলেছ সেই ভাবেও মানুষকে সচেতন করা সম্ভব।

তবে, আমার উদ্দেশ্য ভিন্ন। আমি চাই, মানুষ আমাকে দেখে শিখুক।

একজনও যদি আমার মতো এগিয়ে আসে, আমার উদ্যোগ সফল হবে।

ধন্যবাদ নিরন্তর।

১১| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১৯

শায়মা বলেছেন: আরেকটা কথা ডাস্টবিনটা খুবই সুন্দর হয়েছে। জাস্ট পারফেক্ট!

তবে হ্যাঁ চোর ছেচড়ের কথাও মনে রেখো। নইলে আবার ডাস্টবিন পাহারা দিতে দারোয়ান রাখতে হবে। হা হা

১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি বাসার জন্যে যে কোম্পানীর সিকিউরিটি গার্ড রেখেছি, সেই কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর ঠিক তোমার মতোই বলেছেন!!!

আমার বলেছেন বাড়ির কম্পাউন্ডের ভিটরে রাখলে সেইফ হবে!!!

আর,এফ,এল ভালোই বানিয়েছে ডাস্টবিনটা। বেশ টেকসই।

শুভেচ্ছা নিরন্তর।

১২| ০৯ ই মার্চ, ২০২৩ সকাল ১১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
@শায়মা আপু আমার লিংক দুটো দেখে আসবেন কি ?


১০ ই মার্চ, ২০২৩ ভোর ৬:১২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শায়মা আপুনির দৃষ্টি আকর্ষণ করছি।

শুভেচ্ছা নিরন্তর।

১৩| ১০ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

দারাশিকো বলেছেন: আমার এলাকায় আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ।

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




সুপার লাইক করলাম মন্তব্যটি।

শুভেচ্ছা নিরন্তর।

১৪| ১৩ ই মার্চ, ২০২৩ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এবং ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অভিনন্দন ও শুভেচ্ছা!

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক ধন্যবাদ, শ্রদ্ধেয় খায়রুল আহসান ভাই। আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা নিরন্তর।

১৫| ১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:০২

মুক্তা নীল বলেছেন:

ভাই
এটা কি চৌকিদেখির রুপসা আবাসিক এলাকা ?

১৪ ই মার্চ, ২০২৩ রাত ১২:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




বাসাটা চৌকিদেখি, কিন্তু রূপসা আবাসিক এলাকা নয়। :)

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.