নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
"আলোয় ঝলমল করো তুমি,
জীবনে উছলে পড়ুক আলো।"
১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ, আজ মধ্যরাত! ঘড়িতে বেজে ১২টা। আমি অপেক্ষায় আছি। মনে সন্দেহের দোলা - আজও কি কোন গিফট অপেক্ষা করছে আমার জন্যে! আমার ধারণাকে সত্য প্রমাণ করে বিরাট একটা কাগজের প্যাকেট নিয়ে ঘরে প্রবেশ করলেন আমার বিবিজান।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাতে ধরিয়ে দিলেন প্যাকেটটি। উপরে লেখা দুটি লাইন - "আলোয় ঝলমল করো তুমি...."
আমিও আলো ঝলমল করতে করতে প্যাকেট খুলছি। একটার ভিতর আরেকটা প্যাকেট! এরকম অনেকগুলো প্যাকেটের ভিতর একটা এনার্জি বালব! হা, হা, হা!!!
ফেইলিউর ইজ দ্যা পিলার অব সাকসেস! পরে অন্য রুম থেকে আরেকটা উপহার নিয়ে হাজির হলেন আমার প্রিয়তমা! একটা লাল রং-এর ল্যাম্প। ওয়াও!!!
.....ভালোবাসা দিবসে বিবিজান এই গিফট দিয়েছেন! মোড়কে মোড়া গিফটটি কি ছিলো তা আমি প্রথমে বুঝতে পারিনি!!! এটাই ভালোবাসা দিবসের ব্যর্থতা! আমি ফেইল!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাই।
আমি আগ্রহী নই।
শুভেচ্ছা নিরন্তর।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
আপনি কি বেশী ব্যস্ত? সামু একবারেই খালি
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি ঘুমিয়ে গিয়েছিলাম। স্যরি।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৩
শাওন আহমাদ বলেছেন: জীবনে আলোর জন্য আলো উপহার দিয়েছেন তিনি বাহ!
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী। ধন্যবাদ নিরন্তর।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:১০
রানার ব্লগ বলেছেন: এই রকম পিলার জীবনে এতো গেড়েছি যে এখন আর জায়গা নাই নতুন পিলার গাড়ার।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাহ! বেশ!
শুভেচ্ছা।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: গ্রেট। জাস্ট গ্রেট।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ, ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৬
সোনাগাজী বলেছেন:
অপু সামুপতি বানাচ্ছে, আপনার নাম যোগ করতে বলেন।