নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
"আজ আমিই যে ‘আমি’! সত্যের চেয়েও বিরাট সত্য এটা!
আমার চাইতে বড় ‘আমিত্ব’ নিয়ে, কেউ বেঁচে নেই, আজ যে এথা!
বিখ্যাত ছড়াকার ডঃ সিউসের একটি ছড়ার এই দুইটি লাইন নিয়ে চিন্তা করছিলাম। নিজের ‘আমিত্ব’ কত যে বিশাল একটা ব্যাপার, তা এই ছড়া থেকে বুঝা যায়। আর, সেই আমিত্বকে সত্য বলে বরন করে নেওয়ার সময় আজই!
প্রতিটি ব্যক্তিই স্বতন্ত্র। একজন স্বতন্ত্র স্বত্বা হিসেবে জীবনের একটি বার্তাকে আমাকে গ্রহণ করে নিতে হবে। সেই বার্তাটি হ'ল- আমার মতো পুরো এই মহাবিশ্বে আর কেউ নেই, আমি ইউনিক! আমার ব্যক্তিত্ব এতোটাই অসাধারণ যে, আপনি কখনোই আমার মতো হতে পারবেন না। এই যে আমি লিখছি, এর মাঝে আপনি যে স্বতন্ত্রতা দেখছেন, তা আপনি হাজার চেষ্টা করেও কেড়ে নিতে পারবেন না।
আমি ছোট লেখা লিখতে পছন্দ করি, কমেন্টের কারো প্রশ্নের উত্তর দিতে আমার দেরী হয়, কারো মনে আঘাত দেওয়ার কথা মাথায় আনতে হাজারবার চিন্তা করতে হয়, দুঃস্থদের পাশে দাঁড়াতে আমি পছন্দ করি। এসব নিয়েই তো আমি! আমার এই বিশেষত্ব আমার সৃষ্টিকে মহান করে তুলেছে!
আমার নিজেকে আরও ভালো ভাবে বুঝতে হবে, আমার আমিত্বকে আরও গভীর ভাবে আবিষ্কার করতে হবে। এভাবে চিন্তা করতে পারাটাই মঙ্গল। এর থেকে ‘ভাল’ বা ‘আরও সঠিক’ উপায় আর কোন কিছু নেই। এটি আমাদের উদ্দীপনা, পার্থক্য এবং ব্যক্তিত্বকে আলিঙ্গন করতে এবং ‘আমরা কে’ তা নিয়ে গর্বিত হতে সাহায্য করবে।
সামগ্রিকভাবে, ছড়ার এই দুইটি লাইন নিজেদের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার এবং অন্যের সাথে নিজেদের তুলনা না করার কথা মনে করিয়ে দেয়৷ আমাদের নিজের প্রতি সত্য হওয়ার চেষ্টা করা উচিত, আমাদের ব্যক্তিত্বকে আলিঙ্গন করে পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করা উচিত, জেনে রাখা উচিত যে পৃথিবীতে আমাদের মতো আর কেউ নেই।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি আলাদা। আপনিও তা-ই!
তা না হলে আপনার জন্ম হতো না এই সুন্দর পৃথিবীতে!
শুভেচ্ছা।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৫০
সোনাগাজী বলেছেন:
প্রতিটি মানুষের আলাদা স্বত্তা আছে; তবে, সবাই ইহা নিয়ে তেমন মাথা ঘামায় না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
যারা মাথা ঘামায়, আর যারা ঘামায় না, তারা কি সমান লেভেলের?
ধন্যবাদ নিরন্তর।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আত্মপ্রেম খুব দরকারি একটা জিনিস। কিন্তু তাই বলে অহংকারী হওয়া যাবে না।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এখানে অহংকার শব্দটি আসবে কেন!!!
প্রেমের সাথে অহংকারের কোন সম্পর্ক নেই।
ধন্যবাদ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: আপনি সঠিক পথে আছেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদেরকে নিজেদের নিয়ে চিন্তা করতে হবে।
শুভেচ্ছা নিরন্তর।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫
জ্যাক স্মিথ বলেছেন: মাঝে মাঝে মনে হয় এই পৃথীবিতে আমিই একমাত্র গবেট, আর উইনিক তো অবশ্যই । LOL
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:০৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
একটা কথা বলি?
নিজেকে নিজে পচাবেন না কখনো, প্লিজ।
আপনার শরীরেরও কান আছে। সে যদি একবার আপনার এই কথা শুনে ফেলে সত্যি বলে ধরে নেয়, তাহলে কিন্তু কম্ম সাবাড়!!!
নিজেকে ভালোবাসবেন, সব সময়ে!
শুভেচ্ছা নিরন্তর।
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:৩৪
নিমো বলেছেন: অবশ্যই। নইলে পুঁজিবাদি সমাজে ইউএসপি পাবেন কোথায় ?
১১ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:১০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
পৃথিবীর সব মানুষকেই জীবনের কোন না কোন সময়ে পুঁজিবাদী হতে হয়।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:২৫
কামাল১৮ বলেছেন: প্রতিটা স্বতন্ত্র বস্তুই আবার কোন না কোন শ্রেনীর অন্তর্ভুক্ত।যেমন আপনি মানব শ্রেনীর অন্তর্ভুক্ত।আপনার মঝে মানুষের সকল বৈসিষ্টই রয়েছে সেখানে আপনি আলাদা না।