নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
ডারউইনকে যারা নাস্তিক দাবী করেন, তারা ভুল বলেন। ডারউইন নিজেকে নাস্তিক বলেন নাই, বরং তিনি একজন খোদাকে মেনে নিয়েছেন। ১৮৭৯ সালের ৭ মে জন ফোরডিসকে চার্লস ডারউইন লিখেছিলেন-
.
“In my most extreme fluctuations I have never been an atheist in the sense of denying the existence of a God.” (আমার চরম অধপতনেও আমি কখনই ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে নাস্তিক হইনি।)
আরো জানা যায়, ডারউইন লেখক উইলিয়াম গ্রাহামকে লিখেছিলেন-
"......that the Universe is not the result of chance."
তাই, আমার প্রশ্ন- যে ব্যক্তি নিজেকে নাস্তিক বলে না, তাকে নাস্তিক বানানোর অর্থ কি!!!
সূত্রঃ Darwin’s Religious বেলিএফস - ফ্যারাডে ইন্সটিটিউট.
২| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
ডারউইন নিজেকে আস্তিক বলেছে,এতে কার কি লাভ হয়েছে?
৩| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৮
ইমরান আশফাক বলেছেন: ডারউইনের এই মত অনেকের পক্ষে মেনে নেয়া কষ্টকর।
৪| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: বিবর্তন একটি ১০০% প্রমাণিত সত্য।
জীবজগতে বিবর্তন হচ্ছে এই ধারণা জীববিজ্ঞানীদের মধ্যে ডারউইনের জন্মের বহু আগেই ছিল।
নিউটন মহাকর্ষের সূত্রগুলো বের না করলে কী আজ আমরা ভেসে থাকতাম?
৫| ২১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৩
রাজীব নুর বলেছেন: নাস্তিক আস্তিক এই শব্দ গুলো পৃথিবীতে থেকে মুছে ফেলা দরকার।
সবাই মানুষ। ব্যস শেষ।
ধর্মের কারনেই নাস্তিক আস্তিক শব্দের জন্ম হয়েছে। আজ বেশির ভাগ মানুষ 'মানুষ' নয়। তাঁরা মুসলিম, হিন্দু বা খিস্টান। কিন্তু মানুষের আসল পরিচয় সে ''মানুষ''। সৃষ্টির সেরা জীব। এটা ভুলতে বসেছে।
৬| ২১ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: ডারউইনের ধর্ম বিশ্বাস খৃস্টানদের চেয়ে উন্নত ছিল। উনি তিন ঈশ্বরে বিশ্বাস করতেন না।
৭| ২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৭
কামাল১৮ বলেছেন: ডারউইনের ধর্মে বিশ্বাস ছিলো।কিন্তু ডারাউইনের তত্ত্বে ধার্মীকদের বিশ্বাস নাই।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯
সোনাগাজী বলেছেন:
ডারউইনকে কেহ কেহ কি নাস্তিক বলে থাকেন?
ডারউইনকে নাস্তিক ডাকতে হলে, কমপক্ষে উনার থেকে বেশী জ্ঞানী হতে হবে!