নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

নবী, রাসূলদের আকাশের প্রতি দূর্নিবার আকর্ষণ ছিলো, আমারও আছে!

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২২



হযরত আদম (আ) এবং হাওয়া (আ)-কে আকাশ থেকে বহিষ্কার করে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছিলো। হযরত মুসা (আ) আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহকে দেখতে চেয়ে মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছিলেন।

অনেক নবী আকাশে গিয়ে হারিয়ে গিয়েছেন। পবিত্র কোরআনের সূরা মারইয়াম এবং সূরা আম্বিয়াতে হযরত ইদ্রিস (আ)-এর কথা উল্লেখ করা হয়েছে। অনেক বর্ণনায় উল্লেখ আছে - ইদ্রিস নবীকে চতুর্থ আসমানে তুলে নেওয়া হয়। হযরত ঈসা (আ)-ও আকাশে আছেন।

হযরত ইবরাহীম (আ)-কে আকাশে অবস্থিত বস্তু দেখিয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা হয়। আর, শেষ নবী হযরত মুহাম্মদ (সা)-কে তো আল্লাহ আকাশে তুলে নিয়ে দেখা দিয়েছিলেন। আর, আমাদের শেষ নবী যখনই আল্লাহ থেকে কোন নির্দেশ চাইতেন, তিনি ঘন ঘন আকাশের দিকে চাইতেন।

মোটকথা, নবী রাসূলদের আকাশের সাথে একটা বিশেষ এটাচমেন্ট ছিলো। ছোটবেলা থেকে আকাশের প্রতি আমারও দূর্নিবার এক আকর্ষন লক্ষ্য করেছি। এস্ট্রোনমার হবার ইচ্ছা ছিলো। কিন্তু, আমি বিজ্ঞানে কাঁচা। উচ্চ মাধ্যমিকে সাধারণ বিজ্ঞানে সবচেয়ে কম নাম্বার পেয়েছিলাম। টেনেটুনে পাশ যাকে বলে! তখন বুঝেছিলাম আমাকে দিয়ে বিজ্ঞান বিষয়ক কোন কিছু পড়া হবে না। আমার ভবিষ্যতবাণীকে সত্য পরিণত করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পাশ করে ব্যবসা প্রশাসন বিষয়টি চুজ করে বসলাম!

কিন্তু, আকাশের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ কমেনি। আমি চেষ্টা করছি একটা হাই পাওয়ার টেলিস্কোপ কিনবো। বাংলাদেশে টেলিস্কোপের দাম অনেক বেশি। তাই, চেষ্টা করছি ভারতে গিয়ে নিয়ে আসবো। অথবা, ইউরোপের কোন দেশ থেকে আনবো। সমস্যা হচ্ছে, বাংলাদেশের কাস্টমস ডিপার্টমেন্ট বিরাট বাধার সৃষ্টি করে টেলিস্কোপ আনার সময়ে। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে বলে শুনেছি। অহেতুক ট্যাক্স বসিয়ে দেয়। ফলে, ১৫০০০ টাকা দামের টেলিস্কোপ দোকানে ৪৫০০০ টাকায় বিক্রি হয়!

তবু, আমি হাল ছাড়িনি। একটা টেলিস্কোপ আমি কিনবোই। কিনে দূর আকাশের দিকে তাকিয়ে থাকবো। আমি জানি, আমারও ডাক আসবে কোন না এক দিন! হয়তো কোন একদিন আমাকেও ঐ দূর আকাশে তুলে নেওয়া হবে হরিপদ কেরানীর মতো। কেউ জানবেও না। ধুম করে হারিয়ে যাবো আকাশে।






মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: সমগ্র বিশ্বের মানুষের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, তারচেয়ে বেশি রহস্য অনন্ত নক্ষত্র বীথিতে।
কেয়ামত এসে তবু এসব রহস্য কোনো দিন উদ্ধার হবে না। এজন্যই রবীন্দ্রনাথ বলেছেন- চিরকাল এইসব রহস্য আছে নীরব/
রুদ্ধ ওষ্ঠাধর/ জন্মান্তের নব প্রাতে, সে হয়তো আপনাতে/ পেয়েছে উত্তর।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি অবসর সময়ে এই রহস্য নিয়ে চিন্তা করি।

কিন্তু, কোন কূলকিনারা করতে পারি না।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৫

রাজীব নুর বলেছেন: আমার যখন ভীষণ মন খারাপ হয়, তখন আমি আকাশের দিকে তাকাই। কেউ কেউ জিজ্ঞেস করে আকাশের দিকে তাকিয়ে কি দেখি? কি খুঁজি? আমি বলি- ঈশ্বরকে খুজি।

১৯৬৪ সালে দুইজন মহাকাশে যায়। মহাকাশে যাওয়ার পর তাদের রকেটে সমস্যা দেখা দেয়। এদিকে জ্বালানী ফুরিয়ে আসছিলো। তাদের অক্সিজেনও ফুরিয়ে আসছিলো। মহাকাশে একজন অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছিলো। আরেকজন ভাবছিলো কিভাবে পৃথিবীতে ফিরে যাওয়া যায়। হঠাত সে দেখে অদ্ভুত আলো দেখা যাচ্ছে। পৃথিবীতে ফিরে এসে এ ঘটনা বললে, সবাই তাকে পাগল বলেছিলো। এবং তার চাকরী চলে যায়।

এই ঘটনা নিয়ে একটা মুভিও তৈরি করা হয়েছিলো।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ঢাকার আকাশে এতো ধুলা, আকাশ ঢাকা পড়ে গিয়েছে।

সেই মহাকাশচারী কি মহাকাশে কিছু পাননি? পৃথিবীতে ফিরে আসার এতো তাড়া ছিলো কেন তাঁর?

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:




ঢাকার ফুটপাথে হাঁটার সময় নীচের দিকে তাকিয়ে হাঁটবেন।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!! ভালো বলেছেন।

তবে, ঢাকার আকাশে কিছু খুঁজে পাওয়া মুশকিল।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



টেলিস্কোপ কিনলে বিশ্ব ও তারকামন্ডল নিয়ে পোষ্ট পাবো, যেখানে আপনার নিজস্ব অভিজ্ঞতার কথা থাকবে, ভালো।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


টেলিস্কোপ কেনার জন্যে পকেটে টাকা নিয়ে গিয়েও ফিরে এসেছি।

একটা ১০'' ডায়ামিটারের টেলিস্কোপের দাম বাইরের দেশে প্রায় ১ লক্ষ টাকা। আমাদের দেশে ২ লক্ষ টাকার উপরে!

টেলিস্কোপ কিনলে পোষ্ট দিবো। :)

শুভেচ্ছা নিরন্তর।


৫| ১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৮

কামাল১৮ বলেছেন: নবী রসুলগন আকাশের দিকে তাকিয়ে থাকতো কখন ফেরেশতা খবর নিয়ে আসে সেই আশায়।আপনি কি এমন কোন ইঙ্গিত পেয়েছেন।

১৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক কি জন্যে তাঁরা আকাশের দিকে তাকিয়ে থাকতেন, সেটা মূল বিষয় নয়।

বরং, খবরের জন্যে তাঁরা আকাশের উপর নির্ভরশীল ছিলেন, সেটাই বিবেচ্য বিষয় নয়?

ধন্যবাদ।

৬| ২০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪১

চারাগাছ বলেছেন:
আকাশের দিকে রাসুল সাঃ এর বারবার তাকানো নিয়ে কোরআনের আয়াত আছে।

২০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমিও কোথায় যেন পড়েছি। সূত্রটা ভুলে গিয়েছি।

ধন্যবাদ।

৭| ২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: টেলিস্কোপ কিনুন।
এবং আমাকে একদিন টেলিস্কোপ দিয়ে রাতের আকাশ দেখতে দেখাবেন।

৮| ২১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬

বিটপি বলেছেন: সেই জায়গাগুলো কোথায়? এই সৌরজগতেই, এই গ্যালাক্সিতেই, নাকি লোকাল গ্রুপের কোথাও? নাকি আরো দূরে, যেখানে আমাদের জ্ঞানের সীমা পৌছতে আরো হাজার বছর লেগে যাবে?

- আল্লাহ্‌র আরশ
- গার্ডেন অব ইডেন
- চতুর্থ আসমান
- ইদ্রিস (আ) এর অবস্থান
- ফেরেশতাদের কর্মস্থল
- বায়তুল মামুর
- জান্নাত ও জাহান্নাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.