নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সবাইকে ব্লগ দিবসের ভালোবাসা। চাষী হবার ইচ্ছায় ব্লগিং জীবনে ভাটা নেমেছে। ইচ্ছে ছিলো, আসাম স্টাইলে স্বল্প পরিসরে চা বাগান করবো। কিন্তু, আমার মেন্টরের সাথে কথা বলার পরে, আমি এখন পুরোদস্তুর একজন কফি চাষী হবার পথে। মৌলভীবাজারের কুলাউড়া হতে ঢাকা হয়ে এখন আমি রংপুরে, চাষীদের সাথে কথা বলার জন্যে।
রংপুর-নীলফামারীতে এখন কফি বিপ্লব চলছে। এই বিপ্লব মৌলভীবাজারের উঁচু ভূমিতে ছড়িয়ে দিতে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিজেই শুরু করছি ১৫ বিঘা উঁচু ভূমি নিয়ে কফি বাগান।
বাংলাদেশের চা বাগানগুলো ভবিষ্যতে কফি বাগানে প্রিন্ট হবে বলে আমার ধারণা। চায়ের চেয়ে কফিতে ১০ গুণ বেশি মুনাফা। তাই, টি প্ল্যান্টাররা কফি চাষের দিকে যাবেই, তা হলফ করে বলে দেওয়া যায়।
আমার নেওয়া তথ্য মতে, বাংলাদেশে দুই ধরণের কফি চাষ হয়- এরাবিকা এবং রোবাস্তা। এরাবিকা ভালো হয় হাই এল্টিচিউড ভূমিতে, আর, রোবাস্তার জন্যে প্রয়োজন লো-এল্টিচিউড। ১ একর ভূমিতে ভালো ফলন হলে ৮০০০ কেজি পর্যন্ত রোবাস্তা কফি পাওয়া যেতে পারে। এখন, প্রত্যেক কেজি দেশী কফির দাম যদি ২০০০ টাকা হয়, তাহলে হিসেব করে দেখুন কত লাভ! এছাড়া কফি স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী।
২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
চারা সংগ্রহ করবো, সেই সাথে কিনবো।
সাধারণত ৩য় বছরে ১ম বার ফল আসে। তবে, এর আগেও করা যায়। এজন্যে কৌশল জানতে হয়।
১৫ বিঘা কিনছি।
ধন্যবাদ নিরন্তর।
২| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৬
সোনাগাজী বলেছেন:
জমি, চারা, পানি , সার, ঔষধ ও শ্রমে মিলে প্রাথমিক ব্যয় কি পরিমাণ ধরেছেন?
২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
এটা একটু গোপনীয় ব্যাপার। অনেক কষ্ট করে এই বিষয়ে তথ্য সংগ্রহ করছি। সহজে তা দিয়ে দেওয়াটা কি উচিৎ হবে?
ধন্যবাদ নিরন্তর।
৩| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
- নতুন আইডিয়া!! নতুন উদ্দোগ!! অভিনন্দন ও শুভকামনা। লোকেশন জানালে দেখতে যাবার ইচ্ছে রইলো।
- কফি ফুল দেখতে খুবই সুন্দর।
২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
কফি ফুল এলে আমি জানাবো।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩০
সোনাগাজী বলেছেন:
সমস্যা নেই, আপনি সফল হলে, আমরা খুশী হবো।
২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি ইমেইল করে আপনাকে জানাবো।
ধন্যবাদ নিরন্তর।
৫| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:০০
কবিতা ক্থ্য বলেছেন: শুভ কামনা সাইয়্যান ভাই।
৬| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৭
শেরজা তপন বলেছেন: বাহ বেশ ভাল উদ্যোগ! প্রতিদিন সকালে এককাপ কফি ছাড়া চলেই না!
স্যাম্পল টেস্টের জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখলাম
৭| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৩৯
ইসিয়াক বলেছেন:
বাহ! চমৎকার উদ্যোগ।
আপনার সফলতা কামনা করছি।
৮| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১১
মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমি আপনার বাগান দেখতে চেয়েছিলাম। কফি ফুল নয়। আপনি সম্ভবতো সেটি পছন্দ করছেন না। সরি।
ভালো থাকবেন। শুভকামনা রইলো।
৯| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৭
নেওয়াজ আলি বলেছেন: আপনাকে অভিনন্দন । সফলতা আসুক আপনার কাজে
১০| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
রাজীব নুর বলেছেন: আপনি তো কচ্ছপের মতোন। একবার যেটা কামড়ে ধরেন আর ছাড়েন না।
আমি নিশ্চিত আপনি নিজে সময় দিতে পারলে সফলতা পাবেন ১০০%।
১১| ২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৫
শূন্য সারমর্ম বলেছেন:
কফি খাবো আপনার বাগানের।
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার উদ্যোগ। প্রথম সাফল্যের ফসল সংগ্রহের সময় আশাকরি কিছু ব্লগারদের নেমন্তন্ন করবেন।
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:১৫
সোনাগাজী বলেছেন:
চারা কোথা থেকে পাবেন? চারা রোপনের পর, কত বছর লাগে ১ম বার ফল আসতে?
১৫ বিঘা কিনেছেন, নাকি লীজ নিয়েছেন?