নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আগামী নির্বাচনে দাঁড়াতে চাই, কিন্তু এর আগে কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন

১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৬



আমি একটি এলাকার সংসদ সদস্য হতে চাই। কিন্তু কিছু প্রশ্নের উত্তর পাচ্ছি না।
.
এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাঁদের প্রতি আমার দায়িত্ব আছে। নির্বাচিত হবার পরে আমি না থাকলে এলাকার উন্নয়ন কে করবে? আমি যদি হুট করে পদত্যাগ করে বসি, যতক্ষণ না অন্য কেউ আমার জায়গায় আসতেছেন, এই মধ্যবর্তী সময়ে এলাকার উন্নয়ন কে করবে?
.
দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমার এলাকায় ভোট হবে। পাঁচ বছরের জন্যে নির্বাচিত হবার পরে, মাঝ পথে আমি যদি বেঁকে বসি এবং দুই বছরের মাথায় পদত্যাগ করি, তাহলে, আবার আমার এলাকায় ভোট আয়োজন করার ফান্ড কোথা থেকে আসবে? সেটা কি আমি দিবো না সরকার দিবে? এই ভোট আয়োজন করার বাড়তি টাকা জনগণের ট্যাক্স থেকে দিলে সেটা কি অপচয় হবে?
.
প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। খাচ্ছেই!!! কোন সলিউশন পাচ্ছি না!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০০

বাকপ্রবাস বলেছেন: একজন মেম্বার অব পার্লামেন্টের কাজ কী কী সেটা জানতে হবে, এলার উন্নয়ন বলতে আমরা যা করি ও বুঝি সেটা ধান্দাবাজিও বটে, মেম্বার অব পার্লামেন্ট বলতে উন্নয়ন বুঝালে আর কিছু করার নাই ধান্দবাজি ছাড়া। ওটার অর্থ যদি আইন বিভাগ এর সদস্য তাহলে তার দায়িত্ব ও কর্তব্য কী সেটা জানা যাবে ভাল করে, বর্তমানে আমরা ফাইট্টা যাই মার্কা পার্লামেন্ট মেম্বার করে ওখানে বসে গান চর্চাও করছি, সে কী জানে তার কাজ কী? সে জানে মাথায় করে বিদ্যুৎ ফেরি করতে হবে।
সুতরাং একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্য কী কী সে বিসয়ে বিসদ জানাশুনা থাকতে হবে, আর পদত্যাগ করতে পারা সাংবাধিনিক অধিকার, সুতরাং প্রয়োজনে সেটাও করতে হবে।

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:


এমপি'রা হলো জাতির জন্য আইন প্রনয়নকারী; ওদের কাজ জাতির জন্য দির্ঘ ও স্বল্পমেয়াদী উন্নয়নের প্ল্যান করা, এলাকার উন্নয়নের জন্য টিএনও আছে।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৫৩

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র যে এমপি'গুলো সরে গেছে, ওগুলো তারেকের অর্ডারে সরে গেছে, ওগুলো ছিলো লিলিপুটিয়ান।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




আপনার প্রশ্নগুলোর উত্তর পাবার আগে আমার এই প্রশ্নের জবাব দিন -----
আপনাকে কে বলেছে যে, ভোটে নির্বাচিত হবার পরে ভোটারদের প্রতি নির্বাচিত ব্যক্তির একটা দায়িত্ব থাকে ? থাকলে দেশের হাল এমন হয় কি ? যে দেশের মানুষ নিবোর্ধ, নিজের জান বিসর্জন দিয়ে লুটেরাদের পক্ষে নামে সে দেশে আপনি কোনও সলিউশন পাবেন না।
নির্বাচনে দাঁড়িয়ে জিততে হলে যে ১০/১২ কোটি টাকা লাগবে তার অর্ধেক দিয়ে দশ হাযার দরিদ্র মানুষকে উপাজর্নের ব্যবস্থা করে দিন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৭

কামাল১৮ বলেছেন: দাড়িয়ে যান।আমাদের ব্লগে কোন এমপি নাই।প্রশ্নের উত্তর পরেও জানতে পারবেন।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৪৭

বিটপি বলেছেন: ২০০৭-২০০৯ - এই তিন বছর দেশে কোন এমপি ছিলনা। তাতে উন্নয়ন কার্যক্রম কি থেমে ছিল নাকি আরও গতিশীল হয়েছিল?

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আপনি রাজনীতি করেন সেটা আমি চাই না।
রাজনীতি সহজ সরল ভালো মানুষের জন্য নয়।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



চিন্তা ভাবনা করার মতো কিছু প্রশ্ন করেছেন। এখন চিন্তা ভাবনা করতে গেলেও - - -। যাইহোক, এইভাবে কয়জন সাংসদ ভাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.