নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
আকাশে অবস্থিত ইল্লিনে অদ্ভুত দুটি টিভি আছে। এগুলো দিয়ে ভবিষ্যত দেখা যায়। সেই টিভি পর্দায় আল্লাহর আদেশে কি ঘটতে যাচ্ছে তার কোন কোনটা মুহুর্তে্র মাঝে দেখতে পারেন আকাশবাসীরা।
ইল্লিনে আজ তুমুল উত্তেজনা। দুটি টিভিতে ব্রাজিল আর আর্জেন্টিনার ম্যাচ চলছে। পৃথিবীঁর ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপ ২০১৮-এর ম্যাচ ইল্লিনের বাসিন্দারা আগে থেকেই দেখতে পাচ্ছিলেন।
'ইয়া পরওয়ারদেগার, পৃথিবীতে বিশ্বকাপ নিয়ে বচসা চরম পর্যায়ে গিয়ে পৌঁছিয়েছে। বিশ্বকাপে দল সমর্থনের নামে আজ ভাইয়ে-ভাইয়ে, বন্ধুতে-বন্ধুতে কুৎসা রটনা, খারাপ নামে ডাকা, এমনকি মারামারি পর্যন্ত শুরু হতে দেখা গেছে। আপনি এর একটা বিহিত করুন, আমরা আর সহ্য করতে পারছি না ।'
এক নিমিষে কথাগুলো বললেন পৃথিবী থেকে বার্তা আনা-নেওয়ার দায়িত্বে থাকা ফেরেশতা। আল্লাহর দরবার থেকে কোন উত্তর এলো না। চারদিকে শুনশান নিরবতা। এবারে ফেরেশতাদের সর্দার উঠে দাঁড়ালেন। তিনি বললেন-
'ইয়া আল্লাহ, আপনি যখন মানুষ তৈরী করতে চেয়েছিলেন, আমরা প্রতিবাদ করেছিলাম। বলেছিলাম তারা ঝগড়া-ফ্যাসাদ করবে। এখন দেখুন, সৃষ্টি'র সেরা জীবের ব্যাপারে আমাদের সেই ধারণা সঠিক হচ্ছে কিনা।'
'তোমাদের ধারণা এখনো ভুল, হে জিব্রীল।' আল্লাহর আরশ থেকে এবারে উত্তর ভেসে এলো। 'মানুষদের মাঝে যারা ঝগড়া সৃষ্টি করছে, যাদের কারণে আজ আমার প্রিয় সৃষ্টিরা নিজেদের মাঝে ভ্রাতৃত্ববন্ধন ভুলে গিয়েছে, তাদেরকে বিরুদ্ধে এখনই ব্যবস্থা নাও। দেখবে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে।'
'সেটা কি রকম, ইয়া আল্লাহ! আপনি ব্রাজিল-আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বের করে দিতে বলছেন না তো!'
অনেক দূর থেকে সিদরাতুল মুন্তাহাতে হঠাৎ 'গোল', 'গোল' শব্দ ভেসে এলো। যেসব পূণ্যাত্মারা ইল্লিনে বসে খেলা দেখছিলেন, তাঁদের উত্তেজিত কন্ঠ সিদারাতুল মুন্তাহা পর্যন্ত চলে এসেছে। খোঁজ নিয়ে জানা গেলো ব্রাজিল গোল খেয়েছে! ওদিকে আর্জেন্টিনার খেলাতেও দেখা গেলো আর্জেন্টিনা গোল খেয়ে হেরে যাচ্ছে।
।
।
।
।
।
।
আল্লাহর কথা মাটিতে পড়তে না পড়তেই তা আদেশ হিসেবে লেখা হয়ে গিয়েছে! এর এক সপ্তাহ পর, পৃথিবীর মানুষেরা দেখতে পেলো..........................
ব্রাজিল-আর্জেন্টিনার পরাজয়।
========
উল্লেখ্যঃ ২০১৮ সালে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কেউই শিরোপা জয় করতে পারেনি
===================================================
২| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৩৫
শূন্য সারমর্ম বলেছেন:
কুমিল্লায় একজন গোল খাবার পর স্ট্রোক করে মারা গিয়েছে।
৩| ২৩ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: আমার বড় কন্যা পরীকে যে হুজুর পড়ায়। তাকে বললাম, হুজুর একটা দোয়ার ব্যবস্থা করেন। আর্জেন্টিনা যেন জিতে। আমার কথা শুনে হুজুর রেগে উঠলেন। বললেন, নাউজুবিল্লাহ। তখনই বুঝে গিয়েছিলাম মনে হয় আর্জেন্টিনা হেরে যাবে।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২২ রাত ১২:২৫
সোনাগাজী বলেছেন:
খেলা দেখছেন?
ব্লগার নুরু সাহেবের কোন খবর পাওয়া যায় কিনা দেখেন।