নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সুপার হিরো হতে কার না মন চায়! কিন্তু....

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৮



আমি ছোটকাল থেকে বই পড়ে অনেক কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনী শুনে এসেছি! অ্যাকিলিস আর তার স্বর্ণ। হারকিউলিস এবং তার উপহার। স্পাইডার-ম্যানের নিয়ন্ত্রণ, সেই সাথে, ব্যাটম্যান ও তার শক্তিশালী মুষ্টি!

এবং স্পষ্টতই, আমি উপরের সুপার হিরোদের তালিকায় নিজেকে দেখতে পাচ্ছি না!

কিন্তু সেই মেয়েটি আমাকে বলল,

"তুমি কোথায় যেতে চাও? তুমি কতটা ঝুঁকি নিতে পারো? আমি কোন অতিমানবীয় উপহারওয়ালা কাউকে খুঁজছি না! এই সুপারহিরোদের গল্প তো রূপকথার কিছু আনন্দ বৈ আর কিছু নয়!
অথচ, আমি খুঁজছি এমন কোন ব্যক্তি যাকে একটা চুমু দিতে পারি! আমি তেমন কাউকেই চাই যে!"

The Chainsmokers & Coldplay ব্যান্ডের Something Just Like This গানটিতে তেমনই একটা কিছুর আহবান জানানো হয়েছে!


আমার জীবনে তেমন এক মেয়ের আবির্ভাব হয়েছিলো কয়েক বছর আগে। নাম তাঁর নুসরাত চৌধুরী, আমার প্রিয়তমা স্ত্রী!!! :)

আপনার জীবনেও সেই রকম কেউ নিশ্চয়ই আছেন।


মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: নাহ্ আমার জীবনে এমন কেউ নেই । না থাকাতেই মঙ্গল মনে হয় । তবে মনে হয় এই যে না থাকা এর কারণে আমি কোন একদিন অতিমানবীয় কিছু একটা হব । আপনার ও আপনার স্ত্রীর জন্য শুভকামনা রইল ।

ভালো কথা ছবির জন কী আপনি ??

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি অতিমানব কেউ হতে চাইনি কখনোই! সাধারণদের মাঝেই নিজেকে খুঁজে পেয়েছি বারে বারে।

শুভকামনার জন্যে ধন্যবাদ।

ছবিটি আমার স্ত্রীর তোলা। :)

শুভেচ্ছা।

২| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনাদের জন্য শুভকামনা।
আপনি বিদেশে গিয়ে হয়তো বুঝতে পেরেছেন, বেশীরভাগ বাংগালী ছেলে নিজের স্ত্রীকে কম সন্মান করে থাকে।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ।

আমি বুঝেছি, পশ্চিমের দেশের স্ত্রীরা অনেক ভাগ্যবতী।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনাকে আমি আমার সমবয়সি মনে করেছিলাম । নাহ আপনিও দেখছি আমার অগ্রজ । ব্লগে কী আমি একাই কনিষ্ঠ ??

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার বয়স জানতে পারলে আপনি কনিষ্ঠতম কি না বলতে পারতাম।

ধন্যবাদ।

৪| ২২ শে নভেম্বর, ২০২২ রাত ১২:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


পেছনে আর্জেন্টিনা নিয়ে বসে আছেন।

৫| ২২ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:১১

নতুন বলেছেন: সুখী পরিরবারের জন্য সুভেচ্ছা। :)

৬| ২২ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকেই সুন্দর কথাবার্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.