নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সাংবাদিকরা দেশের দর্পন। সেই সাংবাদিকদের আমাদের দেশের মানুষেরা কতটুকু বিশ্বাস করেন? ২০২০ সালে হওয়া একটি জরীপে দেখা গিয়েছে, দক্ষিণ এশিয়ার চারটি দেশের মাঝে বাংলাদেশের মানুষই সবচেয়ে কম সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
ওয়েলকাম গ্লোবাল মনিটর নামের একটি সংস্থা এই জরীপ করে। তাতে, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটির হচ্ছে- 'আপনাদের দেশের সাংবাদিকদের আপনি কতটুকু বিশ্বাস করেন?'
জরীপে উঠে আসে- শ্রীলংকা, নেপাল ও ভারতে জনগণের যথাক্রমে ৭৭.২%, ৭১% এবং ৬৩% সাংবাদিকদের বিশ্বাস করেন। অন্যদিকে, বাংলাদেশের ৬০.৪% মানুষ সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
পৃথিবীর মাঝে তাঞ্জানিয়ার জনগণ সবচেয়ে বেশি সাংবাদিকদের বিশ্বাস করেন। জরীপে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে গ্রীসের সাংবাদিকদের অবস্থা সবচেয়ে খারাপ। মাত্র ১১% গ্রীক সাংবাদিকদের বিশ্বাস করে থাকেন।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
গ্রীকদের অর্থনীতির অবস্থা ভালো নয়। হয়তো তারা তাদের সাংবাদিকদের কাছ থেকে আরও বেশি তথ্য পেতে চান।
শুভেচ্ছা।
২| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪
সোনাগাজী বলেছেন:
বাংলাদেশের ৬০.৪ ভাগ ( যারা সাংবাদিকদের বিশ্বাস করেন ) মানুষ নিরেট বেকুব, মনে হচ্ছে।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের অর্ধেকের উপর মানুষ সাংবাদিকদের বিশ্বাস করেন, এটা অবশ্য অনেক বড় ব্যাপার।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: এক সময় মাথায় সাময়িক ভুত চেপেছিল যে সাংবাদিক হব। ভালো করেছি ঐ পথে যাই নাই।
সাংবাদিক আর আইনজীবীকে এই দেশের মানুষ ভয় করে। এই কারণে এদের গাড়িতে লেখা থাকে 'সাংবাদিক' কিংবা 'আইনজীবী'।
সামরিক অফিসাররা একটা সামরিক বাহিনীর টুপি গাড়ির উইন্ডশিল্ডের নীচে রাখে। দূর থেকে মানুষ বুঝতে পারে এই গাড়ি সামরিক কর্মকর্তার। অনেক গাড়িতে 'পুলিশ' লেখা থাকে। এদেরকে পুলিশ বা কেউ ঘাটায় না। এগুলি হল আমাদের দেশের মানুষের রক্ষাকবচ।
সাধারণ মানুষের গাড়িতে লেখা থাকা উচিত 'আম জনতা'।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সাংবাদিকরা সত্য উদ্ঘাটন ও প্রচার করবেন, এটাই কাম্য।
কিন্তু, অনেক সময়ে টাকারে বিনিময়ে সংবাদ পরিবেশন করাটা তাঁদেরকে সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
এই অবস্থার উন্নতি হওয়া প্রয়োজন।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ২০ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:৩৪
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের মানুষ কোন পেশার লোকদের সন্মান বা বিশ্বাস করে????
শিক্ষক, চিৎিসক, ব্যাবসায়ী, নেতা না সরকারী কর্মচারী কে ঘৃণিত না !
তাহলে সাংবাদিকদের উপর এককভাবে দোষ চাপানো কেনো ?
এখনো তারা দেশের সবচেয়ে সৎ পেশাজীবি।
ব্যাতিক্রম তো ব্যাতিক্রমই।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দোষ চাপানো নয়।
বলা হয়েছে যে, কম বিশ্বাস করে।
ধন্যবাদ।
৫| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৪০
বিটপি বলেছেন: এই জরিপ সত্য হবে যদি আগে বুঝে নিই সাংবাদিক বলতে কি বুঝায়? ফেসবুক, ইউটিউবে যেসব চমক লাগানো সংবাদ আসে, সেগুলোকেও যদি আমরা সাংবাদিকদের কাজ বলে ধরে নেই, তাহলে তো বলা যায় বাংলাদেশের মানুষ বেশ বিশ্বাসী। আর এগুলো যদি বাদ দিয়ে কেবল পত্রিকা আর টিভির নিউজ বিবেচনায় নেই, তাহলে আশা করি ঠিক আছে।
২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হা, হা, হা!!! ভালো বলেছেন।
এখন ফেবু'র সংবাদও অনেকে বিশ্বাস করেন।
শুভেচ্ছা।
৬| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: ভালো, সৎ ও পরিশ্রমী সাংবাদিক আমাদের দেশে নেই।
সবচেয়ে বড় কথা, সাংবাদিকরা কাজ করেন পত্রিকাতে। মিডিয়াতে। এই পত্রিকার মালিক কে? মিডিয়ার মালিক কে? দুর্নীতিবাজরা। এখন একজন দূর্নীতিবাজের পত্রিকাতে কাজ করে কিভাবে সঠিক সংবাদ প্রচার করা যায়?
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫২
শূন্য সারমর্ম বলেছেন:
গ্রীকদের এ দশার কারণ কি?