নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ঢাকার রাস্তায় বুড়ো রিকশাওয়ালাদের সংখ্যা কি বেড়ে গিয়েছে?

১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৩



আমি রাস্তায় বের হলেই বুড়ো রিকশাওয়ালাদের চোখে পড়ে। এর কারণ কি তা ঠিক জানি না। তাই, দিনে একবার হলেও আমি বয়স্ক রিকশাওয়ালাদের রিক্সায় উঠি।
.
আজ তেমনি এক ষাটোর্ধ ব্যক্তির রিক্সায় উঠেছি। মাথায় তাঁর UN Peace Mission Day-এর ক্যাপ পড়া। গল্পে গল্পে তিনি জানালেন যে, দিনে সব খরচ দিয়ে ৬০০ টাকা ঘরে নিয়ে যেতে পারেন তিনি।
.
ইনকাম মন্দ না। মাসে ১৮০০০ টাকা টেক হোম। তবে, যে বয়সে রিটায়ার করার কথা, পেনশন পাওয়ার কথা, সেই বয়সে কষ্টকর একটি জীবিকা নির্বাহের পথ থেকে আয় করতে হচ্ছে!
.
ভাবনাটাকে পাশে সরিয়ে বাসার দিকে পা বাড়ালাম।


ছবিঃ দৈনিক স্বজন

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছু কিছু মধ্যবিত্ত উপায় না দেখে রিক্সা নিয়ে নামছে।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রিকশা নিয়ে নামাটা লজ্জার কিছু নয়।

কিন্তু, যে বয়সে তাঁদেরকে নামতে হচ্ছে, এটা আতংকজনক।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১৭ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ সরকার বেকার ভাতা, রিটায়ারমেন্ট, এই ধরণের বেনেফিটগুলো চালু করেনি; সহসা চালু করতেও পারবে না।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সরকারকে চেষ্টা করতে হবে। সীমিত পরিসরে হলেও।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২১

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




মানুষ বাড়ছে। বাড়ছে দু'মুঠো খেয়ে-পরে জীবনে টিকে থাকার প্রতিযোগিতা্ও। আর দেশে যেহেতু অর্জিত শিক্ষা এবং পেশা ভিত্তিক কর্মসংস্থানের কোন সুযোগ নেই তাই অগতির গতি "রিক্সা" নিয়েই অনেককে নেমে পড়তে হচ্ছে।

সোনাগাজী বলেছেন: বাংলাদেশ সরকার বেকার ভাতা, রিটায়ারমেন্ট, এই ধরণের বেনেফিটগুলো চালু করেনি।
কি করে করবে ? উন্নত দেশের মতো আমাদের দেশে কি প্রত্যেকেরই আয়কর সহ সেবামূলক কর দেয়ার বাধ্যবাধকতা আছে বা কেটে রাখার সুযোগ আছে যা দিয়ে সরকার জনগণকে ঐসব সেবা প্রদান করতে পারেন ? দেশের ৯০% মানুষইতো দরিদ্র বা দারিদ্র সীমার নীচে। তারা কি সরকারকে কোন ধরনের ট্যাক্স দেয় ? এমনকি নিম্নমধ্যবিত্ত , উচ্চমধ্যবিত্তরা্ও ট্যাক্স দেয়ই না।
অধিকাংশ উচ্চবিত্তরা্ও ট্যাক্স না দেয়ার দলে। দেশের মাত্র ১% মানুষ ট্যাক্স প্রদান করে থাকেন।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



কত ভাবে আর ট্যাক্স দিতে হবে, ভাইয়া!!!

মানুষজন টুথপেস্ট কিনতে ট্যাক্স দিচ্ছে, কাপড় কিনতে দিচ্ছে, চাল কিনতে দিচ্ছে, পানি কিনতে দিচ্ছে, ঔষধ কিনতে দিচ্ছে।

আর কত!!!

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:


@আহমেদ জী এস,

নাগরিক ভিক্ষুক হলেও "ট্যাক্স রিটার্ণ" করার ব্যবস্হা করার দরকার ছিলো; তখন সরকার বুঝতে পারতো, কে ট্যাক্স দেয়া উচিত, কাকে সাহায্য করার দরকার আছে; এখন সরকারের হাতে নাগরিকের "ফাইন্যানসিয়াল কোন ডাটা নেই"।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নাগরিক ভিক্ষুকদের "ট্যাক্স রিটার্ণ" কি তা বুঝানোর জন্যে বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলোকে অনেক বেগ পেতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৬

শেরজা তপন বলেছেন: বুড়ো বয়সে কাজ করে খাচ্ছে - মন্দ নয়। নিজে অন্যের বোঝা হচ্ছেন না- এই বয়সেও যে রোজগার করা যায়, সংসার চালানো যায় সেটা একটা উদাহরণ। বসে থাকলেই হাজার রোগে বাসা বাধবে- শারীরিক ফিটনেসটা থাকে।
একসময় কষ্ট হোত বলে আমি বুড়ো রিক্সা চালকের রিক্সায় উঠতাম না - এখন হরদম উঠি। প্যাডেল রিক্সাতো উঠেই যাচ্ছে।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জী, ইকিগাই তা-ই বলে।

কিন্তু, সেই সাথে সঠিক পরিবেশের কথাও বলে।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: ঢাকার রাস্তায় তিনটা জিনিস খুব বেড়েছে
১। রিকশাচালক
২। ভিক্ষুক
৩। ভ্যানগাড়িতে করে সবজি বিক্রি করা।

আমি কোনটা করবো বুঝতে পারছি না।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার কোনটাই করার প্রয়োজন নেই।

এরচেয়ে ভালো বিজনেসের আইডিয়া আমার কাছে আছে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:


রিকশা নিয়ে নামাটা লজ্জার কিছু নয়।




আপনি হলে নামতেন?

শুভেচ্ছা নিরন্তর।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি রিকশা চালানোর চেয়ে নিচুমানের, গতর খাটানো কাজ করেছি এক সময়ে। '

ভবিষ্যতে করবো কিনা জানি না।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.