নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
সামুতে আমার সাড়ে ৫ বছর হয়ে গেলো। প্রায় অর্ধ যুগ! অর্ধ যুগে আমি সামু থেকে অনেক কিছু নিয়েছি, অনেক কিছু শিখেছি! কিছু কি দিতে পেরেছি? যে কোন লেখা লিখতে প্রজ্ঞা লাগে, ইংরেজিতে যাকে বলে 'উইজডম'। আমার মাঝে সেই প্রজ্ঞা কি 'গ্রো' করেছে?
এই প্রজ্ঞাটা আসলে কি? ধরুন, '১০০'। এটি সংখ্যা ছাড়া আর কিছু নয়। ডেটা সাইন্সের ভাষায় এটি শুধুই একটি 'ডেটা'। এখন এই সংখ্যার পাশে যদি 'মাইল' শব্দটি যুক্ত হয়, তবে হবে '১০০ মাইল', যেটি এমন একটি 'তথ্য' যা দিয়ে দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব বোঝায়। এই তথ্য ব্যবহার করে যদি বলি- 'ঢাকা থেকে কুমিল্লা ১০০ মাইল দূরে'। তাহলে, বুঝতে হবে, এই ১০০ মাইল বেশ দূরের রাস্তা। এটি একটি 'জ্ঞান'। আর, আমি যদি বলি- ''এখন ১০০ মাইল দূরের কুমিল্লা শহরে যাবো''। তাহলে বুঝতে হবে এই '১০০ মাইল' আমি পায়ে হেঁটে যেতে পারবো না। ফকিরেরপুল বা সায়েদাবাদ থেকে কুমিল্লার শেষ বাস রাত ১২.১৫-তে ছাড়বে। জ্যামের কারণে রাস্তার যে অবস্থা, এখন লালমাটিয়া থেকে সায়েদাবাদ যেতে হলে রাতের খাওয়া শেষ করতে এখনোই সামু থেকে 'লগ অফ' করতে হবে, সেটাই হলো 'প্রজ্ঞা'।
ঠিক তেমনি, '৩৫৭' শুধুই একটি সংখ্যা। কিন্তু, আমি যদি বলি '৩৫৭টি পোস্ট' লিখেছি, তাহলে এটা আপনার জন্যে একটি ইনফরমেশন বা তথ্য। আর, যদি বলি যে, এই ৩৫৭টি পোস্ট আমি সাড়ে ৫ বছরে লিখেছি, তাহলে বুঝতে হবে, এই পোস্টগুলো ১ দিনে লেখা হয়নি, সময় লেগেছে। আমাকে আগে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিতে হয়েছে, তারপরে, আমি লিখতে পেরেছি। এটি আপনার জন্যে একটি 'জ্ঞান'। আর, যদি বলা হয় যে, এই পোষ্টগুলো লিখতে লিখতে আমাকে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে, নিজেকে পোড়াতে হয়েছে, তাহলে বুঝতে হবে, সামুতে পোস্ট লিখতে একজন ব্লগারকে নিজেকে পোড়াতে হয়। এটা আপনার জন্যে 'উইজডম'।
আমার কেন জানি মনে হচ্ছে, আমার মাঝে পোস্ট লিখতে লিখতে প্রজ্ঞা বিল্ড আপ করেছে। আমই এখন নিজেকে পোড়াতে জানি, ১ ঘণ্টার মাঝে একটি পোস্টের আইডিয়া ডেভেলপ করে সেটাকে একটি পোষ্টে রূপান্তর করতে পারি।
আপনার মাঝে এমন বোধ হচ্ছে কি? হয়ে থাকলে, আপনি মাসের পর মাস একটিও পোস্ট না দিয়ে থাকেন কি করে!!!
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
ভালো লাগলো।
আজগুবি পোষ্ট আর দেওয়া উচিৎ হবে না।
তবু, মানুষ তো! ভুল হয়েই যেতে পারে!
শুভেচ্ছা নিরন্তর।
২| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক পুরনো ব্লগার পোস্ট তো দুরের কথা মন্তব্য করেন না বছরের পর বছর কিন্তু প্রায়ই লগ ইন করেন। শুধু সামুর লেখা পড়তে তো লগ ইনের দরকার হয় না। ওনারা লগ ইন কেন করেন আমার মাথায় আসে না।
উদাহরণ সহ আপনার উপাত্ত, তথ্য, জ্ঞান আর প্রজ্ঞার সংজ্ঞা ভালো লাগলো। আমার কাছে মনে হয় প্রজ্ঞা জ্ঞানের চেয়েও অনেক বড় কিছু। প্রজ্ঞার সাথে নৈতিকতার একটা সম্পর্ক আছে। জ্ঞান মানেই প্রজ্ঞা না। এখনকার যুগের কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে উপাত্ত থাকে, তথ্য থাকে এবং জ্ঞানও কিছু থাকে কিন্তু প্রজ্ঞা থাকা সম্ভব না। প্রজ্ঞা শুধু মানুষেরই থাকা সম্ভব। প্রজ্ঞার মধ্যে দূরদর্শিতা, মানবতা এবং জাজমেন্টাল কিছু ব্যাপার আছে যেটা শুধু মানুষের মধ্যেই থাকা সম্ভব।
শেষের লাইনে ব্লগারদের লিখতে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জী, প্রজ্ঞা তো মানুষের জন্যেই!
আর, যন্ত্র মানুষের তৈরি। মানুষ যা ইনপুট দিবে, তা-ই আউটপুট হয়ে বের হবে।
যদিও, শুনছি, এআই-এর মাঝে প্রজ্ঞা ডেভেলপ করার চেষ্টা চলছে।
ধন্যবাদ নিরন্তর।
৩| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৩
সোনাগাজী বলেছেন:
১ম পোষ্টে টাইপো:
*অভিনন্দন ও শুভেচ্ছা
১৪ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগ থেকে প্রজ্ঞা প্রসব হলেই,ব্লগ টিকে থাকবে।
৫| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ২:১১
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।
৬| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ৩:৫৮
মোহামড বলেছেন: সবকিছুই ক্রমশ্য বাড়ে।জ্ঞান বা প্রজ্ঞা ও ক্রমশ্য বাড়ে।আরো সাফল্য কামনা করি।
৭| ১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:২৭
রাজীব নুর বলেছেন: আপনার ৬ ডিজিটের পোষ্ট আমার মেজাজ খারাপ করে দেয়। না এখানে আপনার কোনো দোষ নেই।
৮| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১১:০২
জগতারন বলেছেন:
মৌলিক ব্লগার অনল চৌধুরী'কে "সামু" ব্লগে লিখতে সুজোগ করে
দেবার জন্য এ ব্যাপারে সংস্লিষ্ট সকলের প্রতি বিনীত প্রার্থনা করছি।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৭
সোনাগাজী বলেছেন:
অভিনন্দ.
আপনি অনেক দরকারী বিষয়ে পোষ্ট দিয়েছেন বরাবরই; মাঝে মাঝে ২/১ টা একটু আজগুবি টাইপের পোষ্ট থাকে।