নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে
একদিকে ক্রিকেট বিশ্বকাপ চলছে, বাংলাদেশের আশা জাগানিয়া পারফর্মেন্স। আর অন্যদিকে দারুণ ফর্মে থাকা আর্জেন্টিনা জ্বর চারদিক কাঁপিয়ে দিয়ে বিশ্বকাপ ছুঁয়েছে। এই দুইয়ে মিলে আমিও উল্লম্ফন দিচ্ছি।
ছোটবেলা থেকে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি। ম্যারাডোনা আমার প্রথম ফুটবল প্রেম! আর, এখন মেসি! মনে পড়ে, ছোটকালে মাটিতে বিছানা বিছিয়ে রাত জেগে বিশ্বকাপ দেখার কথা। ইংল্যান্ডের মাইকেল ওয়েনের কথা মনে আছে? ১৯৯৮ সালের বিশ্বকাপে তাঁর মধ্য মাঠ থেকে দৌড়ে আর্জেন্টিনার জালে বল ঢুকানোর ফলশ্রুতিতে কোটি ভক্তের মতো আমারও কান্না। আর্জেন্টিনার গায়কোচিয়ার সেভগুলো এখনো চোখে ভাসে!
এই ফুটবল উন্মাদনায় গা ভাসাতে আমি আবারও প্রস্তুত হয়ে গেলাম। আপনাদের কি খবর?
০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
খুব ভালো একটা সুযোগ আছে বলে আমার মনে হয়।
এবার জম্পেশ একটা বিশ্বকাপ হবে।
শুভেচ্ছা নিরন্তর।
২| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: বিশ্বকাপ ফুটবলে আমার প্রিয় দল আর্জেন্টিনা। সুন্দর একটা জার্সি কিনে বসে আছি। গায়ে দিয়ে খেলা দেখব প্রিয় দলের।
কিন্তু আমার ছোট কন্যা ফারাজার জন্য জার্সি খুঁজে পাচ্ছি না। কন্যার জন্য আমার একটা জার্সি লাগবেই।
০৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওয়াও! আপনি বেশ ভালো একজন ফ্যান!
ফারাজা মামনি'র জন্যে একটা জার্সী বানিয়ে নিতে পারেন।
শুভেচ্ছা নিরন্তর।
৩| ০৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭
সোনাগাজী বলেছেন:
আমাদের কাছেই ২টি বড় মাঠ আছে, দুটোতেই গড়ে ৩/৪ টি করে টিম প্রেকটিস করে, টুর্ণামেন্ট খেলে; আমি মাঝে মাঝে দেখতে যাই।
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ১১:২৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার কোন পোস্টে যেন পড়েছিলাম আপনি ফুটবল খেলেন।
আমি এলাকার টিমে ডিফেন্ডার হিসেবে খেলতাম।
লন্ডনে যাওয়ার পরে ফূটসাল খেলা শুরু করি। খুব ভালো গোলকিপিং করতাম। লেস্টারে বাঙালীদের টিমে খেলেছি।
শুভেচ্ছা নিরন্তর।
৪| ০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ফেভারিট আর্জেন্টিনা। বাংলাদেশের পতাকা দেখলেই ভালো লাগে। দারুণ লাগসে গাড়ি দেখতে।
গুড লাক বাংলাদেশ।
গুড লাক আর্জেন্টিনা।
০৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১২
শূন্য সারমর্ম বলেছেন:
মেসি ফর্মে 'ইন্টারন্যাশনাল ম্যাচে অপরাজিত + ইনজুরিমুক্ত( সেলসো বাদে)সব মিলিয়ে সুযোগ আছে।
আরবদের সাথে প্রথম ম্যাচ দেখে প্যার্টান আরও ভালোমত বুঝা যাবে।