নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বসের কাছে ৬ ডিজিটের বেতন দাবী করার আগে নিজের গ্যাপ এনালাইসিস করুন

০২ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৩৭



আমার গত পোস্টে ব্লগার ভার্চুয়াল তাসনিম তাঁকে একটি ভালো বেতনের চাকরী দিতে বলেছেন। ভালো বেতন বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন তা আমি না বুঝলেও, আমার মতে বর্তমান বাজার অনুযায়ী ৬ ডিজিটের বেতনকে 'ভালো' বলা যেতে পারে। আর, নিজের বর্তমান চাকরীতে থেকেই আপনি ৬ অংকের বেতন পেতে পারেন। তা পেতে হলে আপনার প্রতিষ্ঠানের উপরওয়ালার কাছে এই নিয়ে বেশ দেন-দরবার করতে হতে পারে। যদি করতেই হয়, আপনি সেটার জন্যে প্রস্তুত তো? কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই টেকনিক আজ আমই আপনাকে শিখাবো।

আপনি কি জানেন আপনার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট প্রতিনিয়ত আপনার সম্পর্কে তথ্য নিচ্ছে যা আপনার বাৎসরিক পারসোনাল এসেসমেন্টে ব্যবহার করা হবে? তারা সেটা করার আগেই এমন যদি হয় যে, আপনি নিজেই নিজের এসেসমেন্ট করে তা লাইন ম্যানেজারের কাছে উপস্থাপন করলেন? করতে পারলে, সেটা আপনার জন্যে অবশ্যই একটি প্লাস পয়েন্ট হবে। আর, সেজন্যেই রয়েছে এই Gap Analysis টেকনিক।

প্রথমেই, উপরে দেওয়া ছবি অনুযায়ী একটি ছক করে ফেলুন নোটবুকে অথবা ওয়ার্ড ফাইলে। তারপরে, সেই ছকের বাম দিকের কলামে নিজের বর্তমান চাকরীর দায়িত্বগুলো লিখে ফেলুন। এরপর, সেই দায়িত্বগুলোর পালনে আপনার ক্ষমতা বা স্কিলস কেমন সেই অনুযায়ী নিজেকে রেটিং করুন। সর্বোচ্চ ৫ মার্কস, আর সর্বনিম্ন ০ মার্কস। এভাবে, একে একে সব দায়িত্বকে নাম্বার দিন।

আর, সর্ব ডানের কলামে, আপনার সেই দায়িত্ব পালনে কি কি ধরণের উন্নয়ন প্রয়োজন তা লিখুন। ব্যস, হয়ে গেলো আপনার Gap Analysis! এবার, এটা নিয়ে হাজির হোন আপনার লাইন ম্যানেজারের কাছে।

ঠিক এভাবেই, আপনি যদি মনে করেন যে, আপনি চাকরীতে ৬ ডিজিটের কোন পদে পদোন্নতি পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই যে পদে যেতে চান, সেই পদের দায়িত্বগুলো এই ছকের বাম দিকে লিখে ফেলুন নিজের বর্তমানগুলোর সাথে সাথে। তারপরে, রেটিং করে গ্যাপ বের করুন।

এই ছকটি শুধু চাকরীতে কেন, জীবনের অন্যান্য জায়গাতেও ব্যবহার করতে পরেন। আশা করি, এটি ব্যবহার করে কেমন লাগলো জানাবেন।


ধন্যবাদান্তে,

Mohammad Fasih-Ul Islam (Shaiyan),
Techentrepreneur, Leadership Coach,
'ম্যাজিক ইন জব হান্টিং' বইয়ের লেখক।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১০:১১

সোনাগাজী বলেছেন:




আপনার জব হান্টিং'এর বই লোকজন কিনেছেন?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১০:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন।

উত্তরণ প্রকাশনী ৪০০ বই ছাপিয়েছিলো।

সব বই বিক্রি হওয়ার পরে 'রকমারি' ঐদিন আমাকে ফোন করে ই-বই বের করার অনুমতি চেয়েছে। আমি একটি ফর্মে স্বত্ব দিয়ে সাইন করে দিয়েছি।

ধন্যবাদ নিরন্তর।

২| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



ইহা শুধু বাংলাদেশের চাকুরীর জন্য, নাকি বিদেশের জন্যও? কোন কোন ক্যাটেগরীর চাকুরীর জন্য?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১০:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



বিদেশের জন্যেও। কীভাবে চাকরী খুঁজতে হয় সেই কৌশল জানিয়ে।

৩| ০২ রা নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:


আপনি বলেছেন, ":বিদেশের জন্যেও। কীভাবে চাকরী খুঁজতে হয় সেই কৌশল জানিয়ে।"

-আপনি কি বিদেশে প্রফেশানেল চাকুরী খুঁজেছেন, তাদের সংস্কৃতি ইত্যাদি নিয়ে ধারণা আছে?

০২ রা নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশসহ ৮-টি দেশের ৩১৫-জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার, মার্কেটার, হিউম্যান রীসোর্স, একাউন্ট্যান্ট চাকরী করেন।

এছাড়া আমি কয়েকটি দেশ ভ্রমণ করেছি।

তাই, বেশ কয়েকটি দেশের জব কালচার সম্পর্কে ধারণ আছে।

ধন্যবাদ।

৪| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:




ব্লগে, আমি ব্যতিত এসব বিষয়ের পোষ্ট অন্য কেহ পড়ছেন না কেন? নাকি এসব নিয়ে কবিতা লিখবেন?

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



হা, হা, হা!!!

কবিতা লেখার কথা চিন্তা করতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার আগের পোষ্টটি ভালো ছিলো। তবে খুবই বেসিক তথ্য ছিলো। আশাকরেছিলাম দ্বিতীয় পোষ্টে ঐ গুলির ব্যাখ্যা করবেন।

আপনি এ সম্পর্কে বই লিখেছেন জেনে ভালো লাগলো। ই-বই বের হলে কেনার ও পড়ার চেষ্টা করবো, ইন শা আল্লাহ।

আমাদের দেশে ক্যারিয়ার গাইড নামে যে সব বই বিক্রি করা হয় তা আসলে সাধারণজ্ঞানের প্রশ্ন দিয়ে ভরা, এটা ক্যামনে ক্যারিয়ার গাইড হয় জানা নাই।

লেখা চালিয়ে যান। নিজের বইয়ের পাঠক বাড়ানোর একটা বড় উপায় হচ্ছে এমন সব লেখা দেওয়া, এবং তাতে নিজের বইয়ের বিষয়ে বলে দেওয়া। তবে সেক্ষেত্রে ব্লগের লেখা গুলি সেই রকম চমকপ্রদ হতে হবে।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি লেখার চেষ্টা করবো।

ক্যারিয়ার বিষয়ে লেখাটা জরুরী বলে মনে করি।

পাশে থাকার জন্যে ধন্যবাদ নিরন্তর।

৬| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৩:২৭

বিষন্ন পথিক বলেছেন: বিদেশে ঘুরতে যাওয়া আর বিদেশে চাকরী করার পার্থক্য বুঝেতে পারেন? আপনার ক্লায়েন্ট বিদেশী বলেই বিদেশী হায়ারিং প্রসেস সম্পর্কে জানেন?

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি সব জানি, তা তো বলিনি!

তবে, নির্দিষ্ট কিছু বিষয়ের উপর আমি একজন এক্সপার্ট, তা এই বয়সে এসে আমার দাবী করা উচিৎ।

ধন্যবাদ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: বই পড়ে সাঁতার সেখা যায় না।
ঠিক তেমনি বই পড়ে চাকরীও পাওয়া যায় না।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক বলেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অফিস পলিটিক্সের ব্যাপারে কিছু আলোকপাত করেন দয়া করে। অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হন।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভালো বলেছেন। আমাদের দেশে অফিস পলিটিক্স কীভাবে ফেইস করতে হয়, তা অনেকেই জানেন না।

আমি লেখার চেষ্টা করবো।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.