নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মাননীয়া প্রধানমন্ত্রী, দেশে এখনো একজন হলেও আপনার সাহায্য প্রার্থী ভূমিহীন মানুষ আছেন

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩০



মাননীয়া প্রধানমন্ত্রী,

আমার সালাম জানবেন। আমি একটি বিশেষ উদ্দেশ্যে আজ এই খোলা চিঠি লিখছি।

মহিলাটিকে দেখে মনে হয় বেশ বয়স হয়েছে। আমার আম্মার বয়সের সাথে তুলনা করে বুঝেছি, লালমাটিয়ার জাকির হোসেন রোডের পাশে রোজ পথে বসে থাকা মহিলাটির বয়স ৭০-৮০ হবে। তিনি কানে একটু কম শোনেন।

জীর্ণ শাড়ি পড়া বয়স্ক মহিলাটিকে আজ থেকে ৩ সপ্তাহ আগে প্রথম দেখি। এরপর ৩ দিন ছাড়া বাকি দিনগুলোতে আমি তাঁর কাছে দুপুরের খাবার পৌঁছে দিয়েছি। প্রতিবার খাবার দেওয়ার আগে একবার বুড়ি মহিলাকে দেখে যাই, এই আশায় যে, গিয়ে দেখবো কেউ একজন হয়তো আজকের খাবার দিয়ে গিয়েছে তাঁকে। কিন্তু, প্রতিবার সেই আশায় গুড়েবালি। মহিলাটিকে একটি মুদি দোকানের সামনে কিংবা একটি ফার্মেসী'র নিচে প্রতি দিনই খালি হাতে দেখতে পাই!

আমি গত ৩ বছর ধরে হোম অফিস করছি। ২/৩ মাসে একবার পান্থপথের মূল অফিসে যাই, তাও কয়েক ঘণ্টার জন্যে। বাসার একটি রুমে স্থায়ী অফিস বসিয়েছি। বিদ্রোহী ভৃগু ভাই সেই অফিসে একবার এসেছিলেন।

আমাকে রোজ দুপুরে একবার বেরিয়ে যেতে হয় - বুড়ো মহিলাটিকে খাবার দেওয়ার জন্যে। স্ত্রী আজ আমাকে জিজ্ঞাসা করলেন- রোজ রোজ একই সময়ে কই যাও? আমি নামাজ পড়ি না অনেক দিন হয়ে গেলো। তাই, মসজিদে যাচ্ছি না সেটা বলে দেওয়া লাগে না। বুড়ো মহিলাটিকে দুপুরের খাবার দিতে যাচ্ছি, আমার এলাকায় এমন একজন ভূমিহীন, বাসস্থানহীন মহিলা আছেন, এই কথা স্ত্রীকে বলতে আমার লজ্জা লাগে, মাননীয়া প্রধানমন্ত্রী।

আমি একবার ভূমিহীনদের জন্যে আমার এলাকায় তাঁবু বিছিয়ে থাকার ব্যবস্থা করতে চেয়েছিলাম। আরেকবার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে গৃহহীনদের আবাসের ব্যবস্থা করেছিলাম। আমাদের এলাকার পুলিশ ও কমিশনারের কাছে অনুমতির জন্যে যাওয়ার পরে তাঁরা আমাকে নিয়ে হেসেছিলেন। আজ অনেক দিন পরে মনে হলো, আপনাকে এই ব্যাপারটি জানাই, শ্রদ্ধেয়া প্রধানমন্ত্রী।

আমি জানি না, আপনার কাছে এই চিঠি পৌঁছাবে কি না, তবু ব্লগে চিঠিটি প্রকাশ করার সিদ্ধান্ত নিলাম। শুনেছি, সামহ্যোয়ারে ইন ব্লগের উপর চোখ রাখেন প্রশাসনের মানুষজন। তাঁরা হয়তো আপনার কাছে চিঠিটি পৌঁছে দিবেন।

আমার জন্যে দোয়া করবেন, মাননীয়া প্রধানমন্ত্রী।

শ্রদ্ধা সহকারে,
শাইয়্যান

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:




পিএম হয়তো কখনো আপনার চিঠি পড়বেন না; কিন্তু অনেক ব্লগার পড়বেন।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ব্লগারদের মাঝে কেউ প্রশাসনের থাকলে আশা করি প্রধানমন্ত্রীর পূনর্বাসন ফান্ড যারা দেখভাল করেন তাঁদের কাছে পৌঁছে দিবেন।

শুভেচ্ছা নিরন্তর।

২| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: টাকা পয়সা থাকলেও মানুষের উপকার করতে সবাই পারে না মন থাকতে হয়, আপনাকে ধন্যবাদ।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ভাইয়া, আমি একটু চেষ্টা করি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে হৃদয় বৃত্তি মানুষকে অন্য পশ থেকে পৃথক করে মানুষ করে, তাই আজ ভোগবাদের নিলামে উঠেছে !
স্বার্থপরতা আর আত্মকেন্দ্রীকতাকে সাফল্যের প্যারামিটার বানানো হয়েছে!
তাইতো মানবতা আজ বসে থাকে পথপাশে
কোন একজন মানুষের আশায়

আপনার সহানুভূতিশীল হৃদয়কে সালাম।

আহা, আমাদের নেতৃস্থানীয়রা যদি সরাসরি গণমানুষের মনের ভাষা বুঝতো!

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সবার বোধ জাগ্রত হওয়া দরকার।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০২

পেঁংকু বঁগ বলেছেন: :)

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লাইকের জন্যে অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা।

৫| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১৪

পবিত্র হোসাইন বলেছেন: বাহ্!
মাননীয় প্রধানমন্ত্রী আপনার সালাম গ্রহন করেছেন।
আপনার চিঠি পড়ছেন।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাই!!!

কীভাবে জানলেন জানতে পারি, প্লিজ???

শুভেচ্ছা।

৬| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৯:২৩

বিটপি বলেছেন: সরকারের কোন ঠ্যাকা নেই যে ভূমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করা, বা খাদ্যহীনদের খাবারের ব্যবস্থা করা। বরং সরকারের দায়িত্ব হল ভূমিওয়ালাদের থেকে খাজনা উঠানো আর যারা খেতে পারছে, তাদের খাবারে স্তরে স্তরে ভ্যাট আদায় করা। আর খাবার যারা বেচে, তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা।

৭| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৬

নেওয়াজ আলি বলেছেন: মাননীয প্রধানমন্ত্রীর সদয় নজর কামনা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.