নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। অ্যালামনাই শিল্পী-ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন

১৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪



চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী-ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও জানায় চারুকলা অনুষদ৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আগের দিন নস্যাৎ প্রচেষ্টার লক্ষ্য নিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় চারুকলা নির্মিত দুটি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় তা মেরামত এবং পুনর্নিমাণ করার মাধ্যমে আনন্দ শোভাযাত্রা পুরোপুরি বাস্তবায়ন করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ওই একই দুষ্কৃতকারীদের হামলায় আজ বুধবার ভোররাত আনুমানিক সাড়ে তিনটায় চারুকলা অনুষদের বিশিষ্ট অ্যালামনাই শিল্পী-ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি অন্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিফ নির্মাণে শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ১৪৩২ কমিটি এবং চারুকলা অনুষদের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি দ্রুত অপরাধী শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য জোর দাবি করছি।’

আরও উল্লেখ করা হয়, কয়েক দিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত বেশ কয়েকজনকে ভিনদেশি ফোন নম্বর থেকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা ধরনের কটূক্তি প্রচার অব্যাহতভাবে চলছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

কামাল১৮ বলেছেন: বেশি দেরি নাই আপনার বাড়িতেও আগুন দিবে।মৌলবাদী ছাড়া বাকি সবাইকে এরা পুড়িয়ে মারবে।ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে না তোললে সামনে সমুহ বিপদ।

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১০

শাহ আজিজ বলেছেন: হুম , আমিও অ্যালামনাই ভাস্কর , চিন্তার বিষয়

২| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:০৯

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@পলাতক দলের কাজ ইহা। মৌলবাদ ট্যাগ দিয়ে দায় এড়ানোর সুযোগ নেই।

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১১

শাহ আজিজ বলেছেন: আপনি ঠিক বলেছেন ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: আগুনলীগ ! আপাকে নিয়ে ফাজলামির শাস্তি !

১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , আগুন লিগেই আগুন ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:৪৯

আমি নই বলেছেন: অনেকেই বলতেছে হারপিক ওরফে ঘেউ ঘেউ মজুমদার নাকি তার নাম ঠিকানা প্রকাশ করে ব্যাবষ্থা নিতে বলেছিল তার পরেই নাকি আগুন দেয়া হয়েছে।

অপরাধঃ হাসিনার মোটিফ বানানোর সন্দেহ। যদিও চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি।

আপনিও কি ফ্যাসিস্টের মুখাকৃতি বানিয়েছিলেন? না বানিয়ে থাকলে আপনি সেফ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৭

কথামৃত বলেছেন: বর্তমানে ‘নিরাপদ’ মনে করছে, এমন সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার প্রকাশিত এ তালিকায় রয়েছে বাংলাদেশও। প্রথম আলো।

কামাল১৮ একজন সন্ত্রাসী। সে দেশকে ইউক্রেনে বানাতে চায়। একে ব্লগ থেকে বের করে দেয়া হোক।

৬| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৯

রোবোট বলেছেন: এটাতো আওয়ামী পান্ডাদের কাজ বলে বক্তব্য দিয়েছেন মানবেন্দ্র

৭| ১৭ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: কবি রফিক আজাদের বাড়ি যে ভেঙ্গে ফেলল সে বিষয়ে তো কিছু বললেন না!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.