নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ সাহেবের ডায়রি ।। ‘মব জাস্টিস’ আতঙ্ক\'

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৪




সংঘবদ্ধ কিছু মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা এক ভীতিকর পরিস্থিতির জন্ম দিয়েছে সর্বত্র। এ ‘মব জাস্টিসে’ কাউকে গণপিটুনি দেওয়া হচ্ছে, কারও বাসায় ঢুকে লুটপাট করা হচ্ছে, কোনো থানা ঘেরাও করা হচ্ছে, কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কাউকে বাধ্য করা হচ্ছে পদত্যাগে। সব মিলিয়ে এক নতুন আতঙ্কের নাম এখন ‘মব জাস্টিস’। একটি দেশে বিপ্লব বা বড় কোনো পরিবর্তনের অব্যবহিত পর এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যেমন, এ দেশে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সফল হওয়ার পর সৃষ্ট পরিস্থিতি। তখন বিগত সরকারের ১৫-১৬ বছরের স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, তার বহিঃপ্রকাশ হিসাবে কিছু বেআইনি কর্মকাণ্ড ঘটা অস্বাভাবিক ছিল না। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর মানুষের মনের সেই ক্ষোভ দিনে দিনে কমে আসবে, এটাই সবাই আশা করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, অভ্যুত্থানের ৭ মাস পেরিয়ে যাওয়ার পরও ‘মব জাস্টিস’ বন্ধ হচ্ছে না, বরং দিন দিন তা প্রকট আকার ধারণ করছে। জনমনে বাড়াচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা।

আরও উদ্বেগজনক বিষয় হলো, এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল, তা দৃশ্যমান নয়। বস্তুত এ ব্যাপারে সরকারকে এক ধরনের নির্বিকার বলেই প্রতীয়মান হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও মব জাস্টিসের কোনো কোনো ঘটনায় সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রায় নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। এটা ঠিক, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশের মনোবলে চির ধরেছিল, তারা নিষ্ক্রিয় ছিল বেশ কিছুদিন। কিন্তু পরবর্তীকালে তারা আবার কর্মস্থলে ফিরে এসেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। রয়েছে আনসার বাহিনী। এরপরও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না কেন, তা আমাদের বোধগম্য নয়। সর্বত্রই কেমন যেন একটা গাছাড়া ভাব লক্ষ করা যাচ্ছে। আমরা মনে করি, দেশে কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিতে না পারে, সে ব্যাপারে সরকারকে বাস্তবেই কঠোরতার প্রমাণ দিতে হবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ দেখতে চায় দেশবাসী। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব সরকারের। সংবিধানও সে কথাই বলে। কাজেই এক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। ‘মব জাস্টিস’সহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ করে সরকার দেশে অচিরেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনবে, এটাই কাম্য।



যুগান্তর

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:২১

ধুলোপরা চিঠি বলেছেন:



শিবির যখন দেশে আধিপত্য বিস্তার করেছে, তখন মব ও জংগীর উদ্ভব ঘটেছে; ইহা সব আরব দেশে ঘটেছে।

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪১

শাহ আজিজ বলেছেন: কিছু নাম নাজানা মানুষকে মব বানিয়ে একটা অ্যাটাক ঘটিয়ে মব অ্যাটাক নাম দিলেই হল , দোষ কাউকেই দেয়া যাবেনা ।

২| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:২২

সৈয়দ কুতুব বলেছেন: সরকার নিজেই জড়িত কিনা তদন্ত করে দেখা উচিত।

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:৪২

শাহ আজিজ বলেছেন: এটাই মজার কথা বলেছেন কুতুব ।

৩| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪০

নিমো বলেছেন: মব সন্ত্রাস চলছে। এটাকে মব জাস্টিস বলা অন্যায়। যদিও অনেকের দাবি এগুলো পতিত স্বৈরাচার আওয়ামী লীগ করছে, অসম্ভব নয়। তবে গতকাল নাহিদের বক্তব্যের পর জানাপাকেও দায়ী করা যায়। কেননা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ থাকলে নির্বাচন পেছাবে, তারা দল গোছানোর সময় পাবে।

০৭ ই মার্চ, ২০২৫ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: জুনিয়র তুর্কিরা যা ভেবে আন্দোলন করছে তা সফল হবে না ।

৪| ০৮ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৫

কামাল১৮ বলেছেন: এইগুলি পরিকল্পিত।একে মব বলে না।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫১

শাহ আজিজ বলেছেন: মব আইডিয়াও পরিকল্পিত ।

৫| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:২০

কু-ক-রা বলেছেন: উহারা (পতিত আওয়ামি লীগ এবং "র" ) ‘মব জাস্টিস’ আতঙ্ক' তৈরী করায় উহার ল্যাসপেম্সারগন আনন্দিত।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৫

শাহ আজিজ বলেছেন: যে যেরকম সুযোগ পাচ্ছে সেরকম গল্প বানিয়ে নিচ্ছে ।

৬| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:২১

রোবোট বলেছেন: আপনার নামে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে হলের নাম হয়েছে দেখেছেন? :)

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৫৩

শাহ আজিজ বলেছেন: না দেখিনি তো ।

৭| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: কোনো মব ফব নয়। সব পূর্ব পরিকল্পিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.