![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখ সাহেবের উদাত্ত কণ্ঠের আহবানে ৫৫ বছর আগে সেই কিশোর রক্ত গরম করা শরীর নিয়ে বন্ধুদের সঙ্গে
জ য় বাং লা শ্লোগানে পাড়া মাতিয়েছিল । আজ বার্ধক্যের প্রথম প্রহরে সেই কিশোর চুপটি করে বসে ভাবে কি চেয়েছিলাম আর কি পেলাম । ঐ শেখের গর্জনে সবাই জেগেছিল অস্ত্র হাতে রুখে দিয়েছিল জল্লাদ পাক হায়েনা সেনাদের । স্বাধীনতার গর্জন জয়বাংলা এখনো আমার শ্লোগান ।
০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৯
শাহ আজিজ বলেছেন: জয় বাংলা ।
২| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫০
নতুন বলেছেন: বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সন্মান দিতে হবে।
আয়ামীলীগ তাকে আয়ামী নবী বানাতে গিয়ে জনগনের থেকে দুরে সরিয়ে ফেলেছে।
কিন্তু পিনাকি আর ইলিয়াসের বুদ্ধিতে বঙ্গবন্ধুকে অপমান করা নিবুদ্ধা।
বাংলাদেশ সৃস্টির পেছনে সবচেয়ে বেশি অবদান বঙ্গবন্ধুর, আয়ামীলীগ সহি তরিকায় সবাইকে সন্মন করতে বঙ্গবন্ধুর সন্মান ভারতের মাহাত্মা গান্ধির মতন স্থানে থাকতো।
২০২৪ এর এতো মানুষের মৃত্যুর জন্য শেখ হাসিনাকে বিচার করতে হবে। কিন্তু বঙ্গবন্ধুক, ৪ নেতা, মুক্তিযোদ্ধাদের তার প্রাপ্য সন্মান দিতে হবে।
০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৪
শাহ আজিজ বলেছেন: আওয়ামী ছোকড়া নেতারা এই কম্মটি করেছে । ২৪ এর হত্যার বিচার হত্যার হতেই হবে । বোলপুরে বাঙ্গালী পরিবারে শেখ মুজিবের মূর্তির পূজা হয় সন্ধ্যা বেলায় ।
৩| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:০৩
রেজাউর রাতুল বলেছেন: জয় বাংলা
০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৫
শাহ আজিজ বলেছেন: জয়বাংলা ।
৪| ০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৫৮
কামাল১৮ বলেছেন: মুক্তি এবং স্বাধীনতা দুটির অবস্থাই করুণ।
০৭ ই মার্চ, ২০২৫ রাত ৮:১৮
শাহ আজিজ বলেছেন: হুম , তাই মনে হচ্ছে ।
৫| ০৮ ই মার্চ, ২০২৫ ভোর ৫:৩৩
কু-ক-রা বলেছেন: উহা (শাহ আজিজ) আওয়ামী লীগ, উহা ফ্যাসিজমের সিমপ্যাথাইজার।
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৬
শাহ আজিজ বলেছেন: তবে উহা কি ( কুকরা ) রাজাকার ?
৬| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩২
রোবোট বলেছেন: হায় হায়, জয় বাংলা বললেন। এটাতো অপরাধ। একজনতো অলরেডি আপনাকে ট্যাগ দিয়ে দিলো। তাও ভালো, হত্যা মামলার আসামী করে নাই
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪৯
শাহ আজিজ বলেছেন: জয়বাংলা সেই কিশোর বয়েসের শ্লোগান । আমি কোন দল সংশ্লিষ্ট নই তবে ইউনুস গং এর খবর আছে । জুনিয়র ইউনুস গঙ্গের বিবাদ দৃশ্যমান ।
৭| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: যারা ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে তাদের বিচার হবে। যারা শেখ মুজিবের ভাস্কর্যে মুতে দিয়েছে, ভেঙ্গে দিয়েছে তাদের শাস্তি হবে। হবেই।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪০
নকল কাক বলেছেন: এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।