![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি, গণভবন, এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট আরও কিছু ভবনকে উপাসনালয় হিসেবে উপস্থাপন করে রাজনীতি করার ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ জমা হয়েছে তারই প্রতিফলন হিসেবে ৩২ নম্বর বাড়ি ভাঙা হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সম্প্রতি সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সাথে একটি কথোপকথনে সারজিস আলম এ মন্তব্য করেন।
সারজিস বলেন, মানুষ যখন তাদের ন্যুনতম চাওয়াটুকু বিচারের ক্ষেত্রে বা অন্যান্য রাজনৈতিক পরিসরে প্রত্যাশিত অনুযায়ী পাচ্ছে না, তখন তাদের ক্ষোভের প্রতিফলনটা বিভিন্নভাবে হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ থেকে দুই, তিন বা চার মাস পরে যদি শহীদ পরিবারের কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের এই রক্তের বিচারগুলো দৃশ্যমান না দেখি, তাহলে শেখ হাসিনার বক্তব্য দেওয়া লাগবে না, আমাদের শহীদ পরিবার বা আহতদেরকে সাথে নিয়ে হয়তোবা রাস্তায় নেমে যেতে হবে।
দৃশ্যমান বিচার ব্যবস্থা না হলে আওয়ামী লীগের সাথে সম্পর্কযুক্ত আরও কোনো প্রতিষ্ঠান বা বাড়ি ভাঙা হবে কিনা জানতে চাওয়া হলে সারজিস বলেন, ‘এটা আওয়ামী লীগের ব্যাপার না। আওয়ামী লীগের কিছু মানুষ যারা হত্যাযজ্ঞ, খুন, স্বৈরাচারের সাথে জড়িত ছিলো, এবং তারা যেসব প্রতিষ্ঠান বা বাড়িকে উপাসনালয় হিসেবে উপস্থাপন করে রাজনীতি করেছে মানুষের ক্ষোভ সেই জায়গায়। বাংলাদেশে ধরে নিচ্ছি ২০% মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিলেন, সবার বাড়িতে গিয়ে তো হামলা করা হয়নি।’
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
শাহ আজিজ বলেছেন: যখন যার মার্কেট তখন তাকেই ডাকা হয় । এরপর অন্যদের ডাকা হবে এই বলে যে চলেন টুঙ্গিপাড়া ভাঙ্গি ----------
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৩
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: রিসেন্টলী পিনাকী ভট্টাচার্জের একটি ভিডিও দেখেছিলাম। ওখানে টুঙ্গিপাড়ায় পরবর্তী টার্গেট হিসেবে আভাস দেয়া হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪১
শাহ আজিজ বলেছেন: উস্কানি দেওয়ায় পিনাকির জুড়ি নেই ।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৭
আহরণ বলেছেন: ৬ মাস আগের টং দোকানের টোকাই এখন বিশাল ত্যানা! ওর চেলা পেলা রা ৩২ এর রড কেটে বিক্রি করে। নেশা/পানি খায়........ @ ভাইয়া?
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪২
শাহ আজিজ বলেছেন: ওর সম্পর্কে আমার ধারনা নেই ।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এগুলো হলো মানুষের মনে ক্ষোভের বহিপ্রকাশ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: বহিপ্রকাশ এভাবেই পুঞ্জিভুত হয় । বিস্ফোরণের আগেই রুখে দিতে হবে ।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৯
ধুলোপরা চিঠি বলেছেন:
গাজার মানুষ ভেবেছিলেন যে, হামাস তাদের জীবনে একটু সুখশান্তি আনবে! ওরা বুঝতে পারেনি হামাসেরা কি পদার্থ! এই ছেলেগুলো বাংলাদেশের মানুষকে সেইদিকে নিয়ে যাচ্ছে, যেইদিকে হামাস নিয়েছে গাজাকে, হুতিরা নিয়েছে ইয়েমেনকে, হেজবুল্লাহ নিয়েছে লেবাননকে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: আমিও খুব দুশ্চিন্তায় আছি আপনার মত । আমি প্রথম থেকেই এদের খুব গুরুত্ব দেয়নি । খুব দ্রুত এর সমাপ্তি চাই ।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৪
কামাল১৮ বলেছেন: যখন ভাঙার কিছু থাকবেনা তখন নিজেরাই নিজেদের ভাঙবে।এ এক কঠিন রোগ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: না তা হবে না , জাতে মাতাল তালে ঠিক ।
৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭
লুধুয়া বলেছেন: কুকরা @ নামক এই ব্লগার কে এখনো নিয়মের আয়ওটাই কেন আনছেনা বুজতে পারছিনা। তিনি সবার ব্লগে গিয়ে স্পেসিয়ালি যারা একটু ভিন্নমত পোষণ করে তাদের ব্লগে গিয়ে উল্টাপালটা কমেন্ট করে থাকে। out অফ context এ সবজায়গাই আক্রমণ করে থাকে। যদি চাঁদগাজী কে ব্যক্তি আক্রমণের জন্য ব্যান করা হয়। তাহলে @কুকরা নামক অপ ব্লগার কে অ্যাটলিস্ট কমেন্ট ব্যান রাখার জন্য অ্যাডমিন এর কাছে আবেদন জানাসছি।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১০
শাহ আজিজ বলেছেন: আমরা গন ব্যান করলেই ল্যাঠা চুকে যায় ।
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:১৩
নিমো বলেছেন: গোটা দেশটাইতো পড়ে আছে ভাঙ্গাার জন্য। আর ব্লগেও কিছু কুলাঙ্গার আছে, সেটার সাফাই গাইবার জন্য।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:২৮
শাহ আজিজ বলেছেন: দুঃখিত
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৮
এ পথের পথিক বলেছেন: কু ক রা ভাই পাদগাজী রে আপনি দেখছি ভালই চিনেন সে যেই নিকেই আসুক
তবে আমি এখনো নিশ্চিত না ।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৯
মেঘনা বলেছেন: যখন হিন্দুদের মন্দিরগুলো ভাঙ্গা হলো, আপনারা কিছু বললেন না,
ওদের সাথে আপনারাও প্রচার করলেন -
এটা সংখ্যালঘু নির্যাতন নয় এটা রাজনৈতিক।
যখন একটা একটা করে মাজারে ভাঙা শুরু হলো
এবং ভাঙতে ভাঙতে ৮৭ টা মাজার ভাঙ্গা সম্পন্ন হল -
তখনো আপনারা কিছু বলছেন না কিংবা বলতে পারছেন না- ভয়ে, জামাত/ শিবিরের ভয়ে,
অপেক্ষা করুন বাংলাদেশের মেয়েদের স্কুল কলেজগুলো ভাঙার, সিনেমা হল- নাট্যশালা গুলি ভাঙ্গার,.....
আপনাদের মধ্যে কিছু সম্পন্ন লোক অবশ্যই থাকবে যারা ইউরোপে পালাতে পারবে।।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
রাজীব নুর বলেছেন: বেঈমান জাতি। এই জাতির দ্বারা সব কিছু সম্ভব।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৪
ধুলো মেঘ বলেছেন: @মেঘনা, কোন হিন্দু মন্দিরটি ভাঙা হয়েছে একটু ছবি দেন - দেখে নয়নখানা ধন্য করি। কিছু হিন্দু বাড়িতে হামলা হয়েছে- সেটা অস্বীকার করা যাবেনা। কিন্তু হিন্দু মন্দির ভাঙা হয়েছে - এতো বিজেপি গদি মিডিয়া মার্কা আকাম হল।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০২
কু-ক-রা বলেছেন: উহা (রাজীব নুর) নিজ জাতির প্রতি ক্ষুদ্ধ। কারণ উহারা (জাতি) ক্রমান্বয়ে তৌহিদি জনতা হইয়া উঠিতেছে। ইহাতে উহার (রাজীব নুরের) মত পার্ভার্টদের বিচরণের গন্ডি সংকীর্ন হইয়া আসিতেছে। উহারা পূর্বের ন্যায় আরামে পার্ভার্টিজম অনুশীলন করিয়া অধিক পরিমানে তৃপ্ত হইতে পারিতেছে না। অথবা ভবিষ্যতে পারিবে না - এইরুপ আশংকায় ভুগিতেছে।
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮
নতুন বলেছেন: ধুলোপরা চিঠি বলেছেন: গাজার মানুষ ভেবেছিলেন যে, হামাস তাদের জীবনে একটু সুখশান্তি আনবে! ওরা বুঝতে পারেনি হামাসেরা কি পদার্থ! এই ছেলেগুলো বাংলাদেশের মানুষকে সেইদিকে নিয়ে যাচ্ছে, যেইদিকে হামাস নিয়েছে গাজাকে, হুতিরা নিয়েছে ইয়েমেনকে, হেজবুল্লাহ নিয়েছে লেবাননকে।
আয়ামীলীগের কাল্ট তাড়ানোর পরে বিএনপি আর জামাত ক্ষমতার জন্য মরিয়া হয়ে আছে।
বিএনপি সাহাস্য করলে দেশের পরিস্থিতি খারাপ হতো না।
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯
এ পথের পথিক বলেছেন: পরবর্তী টুঙ্গীর ঐ ঢঙ্গী মেয়ের বাড়ি
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০২
সৈয়দ কুতুব বলেছেন: খালেদ মমহিউদ্দিন ঘুরে ফিরে এদেরকেই ডাকে। এতে বৈচিত্র থাকে না। আরো অনেক সমন্বয়ক আছে। নারী সমন্বয়ক সামান্থা শারমিন কে ডাকা হোক।