নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে, ভারতের নেতার হুমকি

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:০৬



ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা আমাদের আছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি। সেখানে তিনি এ হুমকি দেন। খবর মাইইন্ডিয়ার।

প্রদ্যোত কিশোর বলেন, ‘ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না।’

তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাক্ষ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত। কিন্তু এখন সেই অবস্থা নেই।

বিজেপির মিত্র দলের এই নেতা বলেন ‘আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে। আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়। এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকত না, থাকত না মুক্তিবাহিনীও।’

তিনি বলেন, ‘বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে।’

আর টি ভি

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:১৪

জ্যাক স্মিথ বলেছেন: ফাও জনপ্রিয়তার আশায় রাজণীতিবিদেরা মাঝে মাঝে এমন আবোল তাবোল বকে।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:২৭

শাহ আজিজ বলেছেন: দেখেই মনে হচ্ছে ফালতু একটা।

২| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৪

কামাল১৮ বলেছেন: ভারত বিশ্বের চতুর্থ শক্তি।রাশিয়া যদি ইউক্রেনের একটা অংশ দখল করে রাখতে পারে,ইচ্ছা করলে ভারতো পারে।তাতে লাভ কারো হবে না।এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পরবে।সেই লক্ষন অবশ্য দেখা যাচ্ছে।
সমস্যা গুলির সমাধান না করলে ঝটিল আকার ধারণ করতে পারে।হিন্দুরা আগে প্রতিবাদ করতো না,এখন কিন্তু করছে।দেশের জন্য এটা ভালো লক্ষন না।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: ঠিক বলেছেন ।

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



বাংগালী ফেইসবুকার ও জামাত-শিবির-হেফাজত-বিএনপি কথায় কথায় ভারতকে অকারণে অসন্মানজনক কথা বলে আসছে; অনেকে ভারতের সাথে যুদ্ধের কথা বলছে। ভারতেও এই ধরণের লোকজন আছে; ফলে, হিন্দু মুসলিম উত্তেজনা বাড়তে পারে; ভারতের মুসলমানরা অকারণ চাপে থাকবে।

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৬

শাহ আজিজ বলেছেন: আর এখানে চাপে থাকবে মন্দিরগুলো ।

৪| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: আমরা ত্রিপুরাকে বাংলাদেশের সাথে যোগদানের আহ্বান জানাচ্ছি

০২ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:১২

শাহ আজিজ বলেছেন: এইসব ঝামেলা পাকাইয়া লাভ নাই । এমনিতেই সাত বোন নিয়া ভারত ঝামেলায় আছে । ভারত বিভক্তি হবেই আজ বা কাল ।

৫| ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি এখন আর এই সব বালছালের কথার গুরুত্ব দেই না । কারণ আমি জানি এরা হচ্ছে শক্তের ভক্ত নরমের যম । এসব মন্তব্য করে বাংলাদেশের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে ঘামটি মেরে থাকা বিজিপির সন্ত্রাসীগুলিকে জীবিত রেখেছে । যুদ্ধটা লাগলেই বোঝা যাবে । অপেক্ষা করুণ ভাই, টু ডে আর টুমরো ভারত বাংলাদেশ আক্রমণ করবেই । তখন ছেটে দিবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.