নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ সোমবার সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) এক বিবৃতিতে এ নিন্দা জানান। পাশাপাশি সংলাপের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকদের শোষণ-নির্যাতন করা হয়েছে। ট্রেড ইউনিয়ন করার অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেক কারখানায় বকেয়া বেতন না দিয়ে অতীতের ন্যায় দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হয়েছে। আইনভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন, এমনকি গুলিবর্ষণ করে ‘শিল্প সম্পর্ক’ নষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।
এ পরিস্থিতিতে শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ সংলাপের আহ্বান জানিয়েছে সিপিবি। বিশেষ করে কারখানাভিত্তিক দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের দাবি জানান দলটির নেতারা।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০
শাহ আজিজ বলেছেন: আবার ঘুমায়া পড়ব ।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাব্বাস, সিপিবি একটা কামের কাম করছে। অভিনন্দন।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কতক্ষন থাকে মাঠে ।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮
অস্বাধীন মানুষ বলেছেন: দেখা যাক কি হয় ?
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: হুম
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২২
ঢাবিয়ান বলেছেন: শ্রমিকদের কারখানা বন্ধ করে আন্দোলন করার জন্য উস্কানি দেয়া হচ্ছে কিনা কে বলতে পারে ! শ্রমিকদের খুব ভাল করে জানার কথা যে , অতীতের নিষ্ঠুর অমানবিক সরকারের পতন হয়েছে। এখান তাদের কথা বলার পরিবেশ আছে। দাবী দাওয়া নিয়ে সুষ্ঠু আলোচনা করার জন্য কিছু শ্রমিক নেতা সরকারের কাছে যেতে পারে, সংবাদ সম্মেলন করতে পারে। শান্তিপুর্ন রাস্তায় না গিয়ে তাদের সংঘাতের রাস্তা বেছে নেবার বিষয়টা স্বাভাবিক নয় মোটেই।
৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৩
শাহ আজিজ বলেছেন: আসলেও তাই ।
৫| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১২:২২
প্রহররাজা বলেছেন: মালিকের ব্যাংক একাউন্ট বন্ধ, শ্রমিকদের বেতন নাই, পেটে ভাত নাই, ইউনুসের জাতিসংঘের ভাষন শুনে আর নতুন স্বাধীনতার গল্পে এদের পেট ভরবে না।
৬| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১২:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অভিনন্দন।
৭| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৩
কামাল১৮ বলেছেন: বিশ্ব ব্যাংকের লোনের সর্তের মধ্যে আছে,লোন পেতে হলে পোশাক শীল্পে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে।এবার পরেছে ফান্দে।সস্তায় আর রপ্তানী করতে পারবেনা।আন্দোলন লেগেই থাকবে।আরো অনেক কঠিন সর্ত আছে।জনজীবনে চরম অশান্তি নেমে আসবে।
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৭
শাহ আজিজ বলেছেন: এই যে গার্মেন্টস মালিক দেখেন এদের সব হুন্ডি করে বড়লোক । দেশ , শ্রমিক এসব তুচ্ছ এদের কাছে ।
৮| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬
কামাল১৮ বলেছেন: হুন্ডি কোন ব্যবসা না যে এটা করে বড়লোক হবে।হুন্ডি হলো দেশের টাকা বিদেশে পাঠানো।তবে যারা হুন্ডি পরিচালনা করে তাদের কিছু ব্যবসা হয়।আমি নিজেই কোটি কোটি টাকা হুন্ডি করেছি যখন ভারতের থেকে আমদানি করতাম।
লোহা লক্করের আইটেম কাস্টম মূল্য ধরতো কেজিতে।আমি কিনতাম পিস হিসাবে।এলসি করা থাকতো কেজিতে।এলসিতে দেখানো দাম আর ক্রয় মূল্যে বিরাট পার্থক্য।বাকি টাকাটা হুন্ডিতে দিতাম।সরকারের ভুলের জন্য এমনটা হতো।
৯| ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সি পি বি এতদিন কি কারনে
ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়ে ছিলো ???
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫২
জ্যাক স্মিথ বলেছেন: জাগতে দেন, দেখি কি হয়।