নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

শাহ্‌ সাহেবের ডায়রি ।। জাতিসংঘে ডঃ ইউনুস বাংলায় ভাষণ দিলেন

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৬



জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেওয়া শুরু করেন তিনি।ভাষণের শুরুতেই ড. ইউনূস জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রাখা এবং বৈশ্বিক সংকটগুলো নিরসনে দৃঢ় প্রত্যয় ও সাফল্যমন্ডিত নেতৃত্বের জন্য মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে আন্তরিক সাধুবাদ জানান। এসময় ‘সামিট অব দ্য ফিউচার’ আয়োজনে জাতিসংঘ মহাসচিবের দুরদর্শী ভূমিকার বিশেষ প্রশংসা করেন তিনি।এর আগে, গত ২৩ সেপ্টেম্বর স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধিদল (৫৭ সদস্যের) নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি সেখানে পৌঁছান।

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় আজ রাত সাড়ে ৯টায় প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে।

পুরো ভাষণটি খুব মনোযোগ দিয়ে শুনেছি । হাতে পেলে ভিডিও পোস্ট করব ।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫০

মামুন ইসলাম বলেছেন: এটা পুরো বাংলাদেশের জন্য গর্বের যে নোবেলজয়ী আমাদের সরকার প্রধান।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৭

আহরণ বলেছেন: তিনি অর্ধেক সত্য বলেন, বাকি অর্ধেক ডাহা মিথ্যা।

৭১ এর মুক্তিযুদ্ধ অস্বীকার কারী ইউনুস, এখন ছাত্র-টোকাই-শিবির এর ছড়া কবিতার বই বিক্রি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৯

প্রহররাজা বলেছেন: এই বেশীর ভাগ নেতাদের অবস্থা উনাদের নিজেদের দেশেই টাইট। ট্রাম্প আসলে ইউনুস কে দেয়া সব ভিক্ষা ফেরত যাবে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

নতুন বলেছেন: উনি চমতকার ভাষন দিয়েছেন। ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.