নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভির জুমার

সব সময় সব জায়গায় সত্য এবং ন্যায়ের পক্ষে।

তানভির জুমার › বিস্তারিত পোস্টঃ

সাকিব, মাশরাফি এই দুইজন হলো আওয়ামী ফ্যাসিবাদের শক্ত দুটি খুটি।

২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৪৩


খেলোয়াড়দের জনপ্রিয়তাকে ফ্যাসিস্ট অপরাজনীতিতে কাজে লাগানোর মাধ্যমে সাধারণ জনগণের মনে একটি দোটানার জন্ম দিয়েছে আওয়ামী লীগ। ফলত তারা খেলোয়াড় সাকিব, মাশরাফি এবং রাজনৈতিক সাকিব, মাশরাফিকে আলাদা করে দেখতে পারছে না। গণহত্যা যখন চলছিলো মাশরাফি নড়াইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে মিছিল দিয়েছিল। সাকিব তো সেই নিরাপদ সড়ক আন্দোলনেই ছাত্রদেরকে পড়ার টেবিলে ফিরে যেতে বলছিলো।

জাতির স্বার্থে এই দুইজন কখনো রাজনৈতিকভাবে জনগণের পক্ষে কোনো স্ট্যান্ড নিতে পারে নি। আর এখন পরাজিত শক্তি এদের কাধের উপর ভর করে আবারও ফিরে আসতে চাচ্ছে। কাজেই এই দুইজনের ন্যায্যতা থাকা মানে ফ্যাসিবাদের পুনর্বাসনের কাজ জোরেশোরে শুরু করে দেওয়া। সাকিব, মাশরাফি গ/ণ/হ/ত্যা/য় সরাসরি জড়িত না থাকলেও, তারা এই ঘটনাকে চুপ থেকে অথবা পক্ষ নিয়ে তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে, যা গণবিরোধী। বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে জাতিকে ক্রিকেট অঙ্গনে রিপ্রেজেন্ট করার ন্যায্যতা দুইজনই হারিয়েছে।

ডামি ইলেকশনে এমপি হয়ে জাতির সাথে বেইমানি করেছে। এপলিটিকাল বলদ সাকিব, মাশরাফি ফ্যানদের এই ড্যামেজ বুঝতে আরও ১০ বছর সময় লাগবে। শেষ কথা একটাই, সাকিব দেশে আসুক, এতে কোনো সমস্যা নাই, কিন্তু সাকিব যদি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে খেলতে পারে, তবে এটা হবে শহীদের রক্তের সাথে চূড়ান্ত বেঈমানি।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৭

আমি সাজিদ বলেছেন: ওদের নির্বাচন করাটাই উচিত হয় নাই। রাজনীতি বরং ওদের সম্মান কমিয়েছে। মাশরাফির উপর তোপটা কম গেছে কারন সে আসলেই নিপাট ভদ্রলোক। সাকিবের আগেও নানা বিষয়ে বিতর্ক তৈরী করে যে সমালোচিত হয়েছে। এখন তাই তার উপর ক্ষোভটা বেশী।
আওয়ামী লীগ করলেই যে শান্তি দিতে হবে তা কিন্ত নয় । আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে জড়িত তাদের বরং শাস্তি দিতে হবে। জাতীয় পতাকা যদি জামায়াত শিবিরের ছেলেপেলে ঊড়াতে পারে, সাকিবের জাতীয় দলের জার্সি পড়ে খেলতে সমস্যা কোথায়?

২| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৮

আমি সাজিদ বলেছেন: ওদের নির্বাচন করাটাই উচিত হয় নাই। রাজনীতি বরং ওদের সম্মান কমিয়েছে। মাশরাফির উপর তোপটা কম গেছে কারন সে আসলেই নিপাট ভদ্রলোক। সাকিবের আগেও নানা বিষয়ে বিতর্ক তৈরী করে যে সমালোচিত হয়েছে। এখন তাই তার উপর ক্ষোভটা বেশী।
আওয়ামী লীগ করলেই যে শাস্তি দিতে হবে তা কিন্ত নয় । আওয়ামী লীগের যারা অপকর্মের সাথে জড়িত তাদের বরং শাস্তি দিতে হবে। জাতীয় পতাকা যদি জামায়াত শিবিরের ছেলেপেলে ঊড়াতে পারে, সাকিবের জাতীয় দলের জার্সি পড়ে খেলতে সমস্যা কোথায়?

আগের মন্তব্যটায় টাইপো আছে। মুছে দিন।

৩| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৪

শিশির খান ১৪ বলেছেন: আন্দালিব রহমান পার্থ বলছে সাকিব কে আল্লাহ নৈতিকতা ছাড়া সব দিছে আমারো তাই মনে হয়। ভালো মানুষ হওয়াটা সবচে গুরুত্বপূর্ণ ভালো খেলেন দেখে আপনি ১৫০০ মানুষেকে গুলি করে হত্যা করবেন আর দেশের মানুষ আপনাকে নিয়ে নাচবে এমন ভাবার কোনো কারণ নাই এরা ক্রিকেটের পরিবেশ নষ্ট ওরে ফেলেছে। আগের পরিবেশ ফিরতে অনেক কষ্ট হবে। এরা নেহায়েত বোকা না হলে রাজনীতি করতে যায় না। মাশরাফি কে আওয়ামীলীগ ,বি এন পি ,জামায়াত ,বাম সবাই কেপ্টেন হিসাবে সম্মান দিতো এখন থুথু দেয়

৪| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনি তো ব্রাদারহুড, হামাস ও হেজবুল্লার মতো রাজনীতিবিদ।

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪২

তানভির জুমার বলেছেন: আমি যা ই হয় না কেন। আওয়ামী কুলাঙ্গার না।

৫| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৪

এভো বলেছেন: প্রথম কথা --- একটা অনৈতিক এবং অযৌক্তিক আন্দোলনকে কেন সাকিব বা বিবেচক মানুষ সমর্থন করবে ?

কোটা আন্দোলনটাই ছিল অনৈতিক , অযৌক্তিক এবং প্রতারনা । আইনত দেশে যেখানে কোন কোটাই নেই , সেটা বাতিলের আন্দোলন একটা অনৈতিক , অযৌক্তিক , ধোকাবাজি প্রতারনা মূলক আন্দোলন । এমন আন্দোলনকে কেন সাকিব, মোর্তুজা এবং বিবেচক মানুষ সমর্থন করবে ?

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৪৮

তানভির জুমার বলেছেন: কোর্ট তো খুনি হসিনার পা চাটা গোলাম। কোর্ট কেন আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনলো?

৩টা ভোট ডাকাতির অবৈধ নির্বাচন, ১৬ বছরে সারে ৬ হাজার মানুক কে হত্যা। ক্ষমতায় থাকার জন্য ১৫ দিনে ২ হাজর মানুষ কে গণহত্যা। ২২ হাজার মানুষ কে পঙ্গু-অন্ধ করে দেওয়া। দেশে সম্পদ লুটপাট।

৬| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২

সৈয়দ কুতুব বলেছেন: সাকিব এবং মাশরাফি কে আপনার পাওয়ার আছে তাই ফ্যাসিবাদের দোসর বলতেই পারেন। অথচ যারা ফ্যাসিবাদের বড়ো নিদর্শন ছিলো একজন কেও ধরতে পারলেন না। আবার প্রশাসনের আমলা, কিছু উপদেষ্টা আওয়ামী রেজিমে তাদের সকল কাজ কে বৈধতা দিতো তাদের চুল ও ছিড়তে পারেন না। এখানেও চলছে বৈষম্য!উদাহরণ হিসাবে বলা যেতে পারে, ক্ষুদ্র এবং নৃগোষ্ঠী মন্ত্রনালয় বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি শেখ হাসিনা কে মা বলে ডাকতেন। আদিবাসীরা তার অপসারণের জন্য মানববন্ধন করে। বাট লাভ হয় না। তাই জনগণের মধ্যে সরকারের এই ধরণের বৈষম্যমুলক আচরণ সরকারের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি করছে

৭| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:২৫

ধুলো মেঘ বলেছেন: ‘সাকিব কার কাছে হারলেন’, প্রশ্নটার উত্তর চাইলে এ কথা থেকেও খুঁজে নিতে পারেন। তিনি আসলে হেরেছেন ‘পাবলিক সেন্টিমেন্টে’র কাছে, যে ‘সেন্টিমেন্ট’কে সবচেয়ে বেশি বিগড়ে দিয়েছে তাঁর রাজনীতিতে আসার সিদ্ধান্ত। এর আগপর্যন্ত বিতর্কের জন্ম দিয়ে সাকিব সমালোচনা যেমন শুনেছেন, ব্যাট-বলের পারফরম্যান্স দিয়ে সেসব সমালোচনা উড়িয়েও দিয়েছেন। আজ যিনি সাকিবের কোনো নেতিবাচক কাজে সমালোচনা মুখর হয়েছেন, কালই হয়তো তিনি বলেছেন, বাংলাদেশে সাকিব আল হাসান একজনই আছে।

কিন্তু যে–ই না তিনি রাজনীতিতে এসে বিতর্কিত এক নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে গেলেন, সেই মুহূর্ত থেকে সাকিবের ভক্তকুল স্পষ্টত দুই ভাগ হয়ে গেল। যার ছোট অংশটা তখনো ক্রিকেটার সাকিবকেই বড় করে দেখতে চাইল। কিন্তু দল–মত নির্বিশেষে বৃহৎ অংশের কাছে বেশি স্পষ্ট হয়ে উঠল তাঁর ‘লোভী’ রূপ। ‘লোভী’ এই অর্থে যে ক্রিকেট তো তাঁকে সবই দিয়েছে। তাহলে রাজনীতিতে এসে ক্ষমতা ছাড়া তাঁর আর কী পাওয়ার ছিল? সাকিব যতই বলুন, তিনি চেয়েছিলেন এলাকার মানুষের উন্নয়ন, দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে সেটি গ্রহণযোগ্যতা পায়নি।

৮| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫০

আহরণ বলেছেন: সোনাগাজী বলেছেন : আপনি তো ব্রাদারহুড, হামাস ও হেজবুল্লার মতো রাজনীতিবিদ।

ভুল বল্লেন @ দাদা! এরা আসলে হেজবুল্লার চাকর। লেবাননে নাকি ২ লক্ষ বাংলাদেশি আছে। এতো লোক ওখানে কী করে? অধিকাংশই হেজবুল্লাহর চাকর না তো কী?

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫২

তানভির জুমার বলেছেন: ২ লক্ষ প্রবাসি। যাদের টাকায় দেশের অর্থনীতি পরিবার সচল থাকে। এরা আওয়ামীদের মত লুটপাট আর সন্ত্রাসী করে খায় না।

৯| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৭

আহরণ বলেছেন: মাশরাফি আংকেল খুব ভালো মানুষ, তিনি আওয়ামী লীগ করতেই পারেন, তো কী হয়েছে?! লক্ষ-কোটি লোক আওয়ামী লীগ করে। তবে সাকিব লোভি।

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৩

তানভির জুমার বলেছেন: গণহত্যা যখন চলছিলো মাশরাফি নড়াইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে মিছিল দিয়েছিল।

১০| ২১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সাকিবের বাড়িটা পোড়ানো হয়নি। পুড়িয়ে ক্ষোভ প্রশমিত করতে পারেন।

১১| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১০

নতুন বলেছেন: সাকিব, মাশরাফি নৈতিক ভাবে আয়ামীলীগের সমর্থক ছিলো।

কিন্তু তারা কি হত্যা, নির্যাতনের সাথে যুক্তি ছিলো? অবশ্যই না।

তাই মাশরাফির বাড়ী পুড়িয়ে দেওয়া জঘন্য কাজ হয়েছে। এটার পেছনে রাজনিতিক মদদ আছে।

সাকিব ধান্দাবাজ, কিন্তু তাকে বিশ্বের মানুষ সন্মান করে তার খেলার জন্য। রাজনিতিক কারনে তার উপরে হামলা করতে চেয়ে বর্তমানের রাজনিতিকরা তাদের দাত দেখাচ্ছে সবার সামনে।

মাশরাফির মতন ভালো নেতাদের সাথে অন্যায় না করে রাজনিতিক দুস্টুদের বিরত রাখার চেস্টা সরকারের করা উচিত ছিলো।

দেশের মূর্খ রাজনিতিকদের সোজা না করতে পারলে এমন কাজ থামবেনা।

২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৮

তানভির জুমার বলেছেন: গণহত্যা যখন চলছিলো মাশরাফি নড়াইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে মিছিল দিয়েছিল। ফ্যাসিস্টদের দোসর থাকবেন, সব সুবিধা ভোগ করবেন, মানুষের উপর হামলা-মামলা করবেন। আর মানুষ আপনাকে শুধু- চুম্ম-চাটি করবে।

মাশরাফি-সাকিব সবসময়ের জন্য জাতীয় ব্যাক্তিত্ব থাকতে পারতেন। কোন দলের রাজনীতিতে জয়েন না করেও।

১২| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৩

এভো বলেছেন: কোর্ট তো খুনি হসিনার পা চাটা গোলাম। কোর্ট কেন আবার কোটা ব্যবস্থা ফিরিয়ে আনলো?

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করে , এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিত করে দেয়। সুতরাং আইনত কোন কোটা নেই দেশে, তাই এই আন্দোলন অনৈতিক, অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা জাতীর সাথে ।

ক্ষমতায় থাকার জন্য ১৫ দিনে ২ হাজর মানুষ কে গণহত্যা।

কেন এই মিথ্যাচার - মিডিয়া বলছে ৬৫০ , পুলিশ ৯২ জন এবং ২০০ জন সরাকরি দলের ।
একটা কথা - কোন অনৈতিক কাজ যেমন খুন , ধর্ষন, ডাকাতি করতে গিয়ে যদি কেহ মারা যায় , তাহোলে সেই মৃর্তুকে সমবেদনা জানানো যায় । ঠিক তেমনি অনৈতিক , অযৌক্তিক, ধাপ্পাবাজি প্রতারনা মুলক কোটা আন্দোলন করতে গিয়ে কেহ মারা গেল , সেটা কি সমবেদনা পাওয়ার যোগ্য ?

১৩| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২০

মেঠোপথ২৩ বলেছেন: মাশরাফি অতীত কর্মকান্ড যত খারাপই হোক বর্তমানে সে দোষ স্বীকার করেছে। আপাতত সে ফ্যসিস্ট এর হয়ে কাজ করছে না । চুপচাপ আছে। কিন্ত সাকিবতো ইচ্ছে করে একটা গন্ডগোল লাগাতে চাইছে। বর্তমান সরকারের উচিত সাকিবকে নিয়ে বেশি কথা ক্ষরচ না করে তার বিরুদ্ধে একটা শক্ত মামলা ঠুকে দেয়া। শেয়ার কারসাজি সহ তার বিরুদ্ধে অনেক মারাত্মক অভিযোগ আছে। সেগুলোর বিষয়ে একটা মামলা হওয়া দরকার। তাইলেই সেসহ স্বৈরাচারের দোসরদের আহাজারি আপনাতেই বন্ধ হয়ে যাবে।

১৪| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৯

কাঁউটাল বলেছেন: ছাকিব হইল হাউয়ামী লীগের.......... থাক আর কইলাম না।

১৫| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: গণহত্যা যখন চলছিলো মাশরাফি নড়াইলে আওয়ামী লীগের পক্ষ হয়ে মিছিল দিয়েছিল। ফ্যাসিস্টদের দোসর থাকবেন, সব সুবিধা ভোগ করবেন, মানুষের উপর হামলা-মামলা করবেন। আর মানুষ আপনাকে শুধু- চুম্ম-চাটি করবে।

মাশরাফি-সাকিব সবসময়ের জন্য জাতীয় ব্যাক্তিত্ব থাকতে পারতেন। কোন দলের রাজনীতিতে জয়েন না করেও।


মাশরাফি মানুষের উপরে হামলা করেছে? হুকুম দিয়েছে? খুন হত্যার পেছনে ছিলো?

আপনি যখন মাশরাফির বাড়ী পুড়িয়ে দিবেন সেটা সন্ত্রাসী কাজ। এর পেছনের মটিভেসন রাজনিতিক। সাধারন জনগনের নামে রাজনিতিক উদ্দেশ্য হাসিল মাত্র।

এই হিংসার রাজনিতি থেকে বের হতে হবে। অন্যায় করলে তাকে আইনের মাধ্যমে সাজা দিতে হবে।

চেতনা বিক্রি করেছে বলেই আয়ামীলীগের এই অধপতন, কিছু মানুষ এখন ২০২৪ এর চেতনা বিক্রি শুরু করেছে। তারাই এই আন্দোলনের সত্রু।

১৬| ২১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৪

আহরণ বলেছেন: লেখক বলেছেন : ২ লক্ষ প্রবাসি। যাদের টাকায় দেশের অর্থনীতি পরিবার সচল থাকে। এরা আওয়ামীদের মত লুটপাট আর সন্ত্রাসী করে খায় না।

খুব লজ্জার কথা, লেবানন নিজেই ফকির। সেই দেশে ভিক্ষা করছে গেছে বাংলাদেশের ক্ষুধার্ত ফকিরের দল। আসলে এই কাঙ্গাল জাতির জন্মই হয়েছে মধ্যপ্রাচ্যের ক্রীতদাস হওয়ার জন্য, রেমিটেন্স দাস। আরে ভাইয়া, আধুনিক জ্ঞান বিজ্ঞান অর্জন করে মাথা উচু করে দাড়াতে শিখেন।

বলা বাহুল্য, বাংলাদেশে যত মেগা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। ১৬ বছর অনেক দুরে। মাত্র তিন মাসেই টোকাই-ছাত্র-ইউনুসের অরাজকতায় মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এরা ১ বছর লাস্টিং করে কিনা সন্দেহ। ধন্যবাদ আপনাকে।

১৭| ২১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯

নিচু তলাৱ উকিল বলেছেন: ক্ষমতায় থাকার জন্য ১৫ দিনে ২ হাজর মানুষ কে গণহত্যা। ২২ হাজার মানুষ কে পঙ্গু-অন্ধ করে দেওয়া। অন্য প্রসঙ্গে আলাপ দেয়ার আগে এই তথ্যটা যাচাই করার জন্য অনেকক্ষণ খাটলাম কিন্তু পেলাম না। লেখকের কাছে এই তথ্যের রেফারেন্স জানতে চাচ্ছি, দেবেন কি?

১৮| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে আন্দোলনের পিছনে প্রতারনার আশ্রয় নেয়া হয়েছে বলে প্রতীয়মান হয়
তাহার গ্রহন যোগ্যতা কতটুকু এবং আত্নদানকারীরা শাহাদৎ বরন করেছে
এসবের মুল্যায়ন ইতিহাস করবে ।

..................................................................................................
আমি ও আপনি প্রতি হিংসার বশর্বতী হয়ে মারামরি করতে পারব তবে
সঠিক সিদ্ধান্ত নিতে পারবনা । কারন আমারা পরিস্হিতির কারনে
পক্ষপাতমূলক আচরন করছি ।

১৯| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৬

জ্যাকেল বলেছেন: বাকস্বাধীনতা খুবই গুরুত্বপুর্ণ জিনিস, এমনই গুরুত্বপুর্ণ যে সমাজের ছাচ্চড়, চুর, চিটার বাটপারেরও ইহা থাকা অস্বাভাবিক নয়। ফ্যাসিবাদের পেইড দালালদের কার্যক্রম দেখলে যেকোন দেশপ্রেমিক মানুষ ইহাদের দিকে থুথু ছিটাতে বাধ্য।
২০১৮ সালে হাসিনা কোটা বাতিল নিজের মুখে করে দিল।
২০২৩/২৪ এ এসে বলে কি-না উহা সে আবেগে বলেচিল, বিবেকে নাহ। এই দোহাই দিয়ে পুরো জাতির সাথে তামশা করে হাইকোর্ট দেখিয়ে কোটা একদম জাগায় নিয়ে আসল। কত বড় অসৎ, নীতি বিবর্জিত প্রতারক হইলে পরে এত বড় জিনিস নিয়ে ছিনিমিনি খেলতে পারল?
তার ওপর সে শুরু করল লাশ ফালানো, ছাত্রদের ক্ষোভ বাড়াতে বাড়াতে নিজের গদির মাটি সরিয়ে ফেলল নিজের কুবুদ্ধিতেই। বাপের মত ভয়ানক স্বৈরাচার পৃথিবীতে কমই আছে।
আওয়ামীলীগ র কর্তৃক পরিচালিত বাংলাদেশের ক্যান্সার, ইহাকে আগাগোড়া ফেলে দিতে হবে। সাকিপ, মাচরাপি যেই আসুক, এই ক্যান্সারকে নতুন করে বাড়তে দেওয়া যাবে না।

২০| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৯

উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: সাকিব একজন চরিত্রহীন, জুয়াড়ি, ভোটচোর এবং ভোটচোরদের সহযোগী। অত্যন্ত চতুর এবং ধুরন্ধর এই খেলোয়াড় প্রচন্ড অর্থলোভী। অর্থের জন্য সে পারে না, এমন কাজ নেই। আওয়ামি রেজিমের এম্পি হয়ে সে তার সব সম্মান এবং সাধারন মানুষের ভালোবাসা হারিয়েছে। দেশের রাজপথ যখন রক্তে রঞ্জিত, তখন সে পরিবার নিয়ে আমেরিকায় আনন্দ-ফুর্তিতে মক্ত হয়ে আবার সে ছবি স্যোসাল মিডিয়ায় প্রকাশ করে মানুষের অনুভূতিকে আহত করেছে। যতোই প্রতিভাবান হোক এই কুলাঙ্গার, ফ্যাসিস্ট আওয়ামিলীগারের কোন ক্ষমা নেই। 'দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য'। তাই বাংলাদেশ ক্রিকেটে সাকিব এখন অতীত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.