![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইসলামী আইনে বোনেরা পৈত্রিক সম্পত্তির ক্ষেত্রে ভাইদের অর্ধেক পেয়ে থাকে। কিন্তু আমাদের দেশে অনেক পরিবারেই পিতা বা মাতার মৃত্যুর পরে ভাইয়েরা বোনদেরকে ঠকায়। বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশী হয়। আমার আত্মীয়র মধ্যে ৫ বোন আর তাদের ভাই মাত্র একজন। অথচ এই একমাত্র ভাই তার সকল বোনের পৈত্রিক সুত্রে পাওয়া সম্পত্তি সারা জীবন ভোগ দখল করেছে। মজার বিষয় তারপরেও বোনেরা তার ভাইয়ের প্রতি একটুও ক্ষুব্ধ না। বরং তারা বলে যে ভাইয়ের আয় রোজগারের অবস্থা ভালো না তাই আমরা দাবি ছেড়ে দিয়েছি। সব বোনেরই মোটামুটি ভালো জায়গায় বিয়ে হয়েছে। তাই তাদের আর্থিক সমস্যা নাই বললেই চলে। তারপরেও ভাইয়ের উচিত ছিল বোনদেরকে তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়া।
আমার বরিশালের এক বন্ধুর সাথে এই প্রসঙ্গে একবার কথা বলে বুঝলাম যে তার দৃষ্টিভঙ্গি হল বোনদের বিয়ে হয়ে যাবে তারা আবার সম্পত্তিতে কেন ভাগ নেবে। আমার এই বন্ধুর গ্রামে সম্পত্তি আছে।
একজনের কাছে শুনলাম যে হাতিরঝিল এলাকার কিছু অংশ আগে অনুন্নত এবং ডোবা টাইপের ছিল। ঐ এলাকার স্থানীয় বাসিন্দারা নাকি বোনদের ঐ অনুন্নত অংশের জমি দিত আর নিজেরা পাশের ভালো অংশ নিত। হাতির ঝিল হওয়ার পরে নাকি বোনদের অংশগুলির দাম বেশী বেড়েছে।
ইসলামে সম্পত্তির বণ্টন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কিছু নির্দেশনা আছে। এই নির্দেশনাগুলি ইসলামী সমাজে সঠিকভাবে প্রয়োগ করলে অর্থনৈতিক বৈষম্য এবং শোষণ কমে যাবে। যেমন জাকাত, ফিতরা, দান, সুদ বিহীন অর্থনীতি, জুয়ার উপর নিষেধাজ্ঞা, আবাদি জমি ফেলে রাখার উপরে নিষেধাজ্ঞা, মজুতদারির উপরে নিষেধাজ্ঞা, দরিদ্র প্রতিবেশীর প্রতি দায়িত্ব ইত্যাদি।
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১২
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিশ্বে সবচেয়ে বর্ধনশীল ধর্ম হল ইসলাম। এখন থেকে ৫০/৬০ বছর পরে বিশ্বে মুসলমানের সংখ্যা অন্য যে কোন ধর্ম থেকে বেশী হবে। ইসলামের আইন হল আল্লাহর আইন। এগুলি আপনার মত ব্যক্তিরা বুঝবেন না, যারা পরকাল এবং স্রস্টায় বিশ্বাস করেন না। আধুনিক আইন হল মনগড়া এবং সমাজ বিধ্বংসী।
২| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৯
রিফাত হোসেন বলেছেন: এটা আমি মানতে পারলাম না। উল্টো ঘটনা ছড়ায় কম।
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: সবাই এই ধরণের কাজ করে না। গ্রামে এই ধরণের ঘটনা বেশী ঘটে। শহরে কম ঘটে। অবশ্যই ব্যতিক্রম আছে।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:৪৭
এনামেল হউক বলেছেন: @আহরণ আবার আইসস গু খাইতে? @ভুদাইয়া?
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি ধর্ম এবং পরকালে বিশ্বাস করেন বলে মনে হয় না। বিভিন্ন সময়ে ওনার করা মন্তব্যের আলোকে বললাম। তাই ধর্মীয় বিষয়ে ভালো কিছু তার কাছ পাওয়া যাবে না।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সম্পত্তি খুব খারাপ। আমাদের দেশে যত মামলা আছে তার বেশির ভাগই জমি সংক্রান্ত।
জায়গা জমি মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। ভাগ ভাটোয়ারা মানেই ঝগড়া ভাই বোন আর আত্মীয়স্বজনের মধ্যে মনোমালিন্য।
বাপ দাদার কাছ থেকে পাওয়া কিছু জমি আমার আছে। আমি কখনও সেই জমির খোজ নেই নাই। জমিটা কোথায় সেটা কোনোদিন দেখতে যাইনি। জমিতে কি চাষ হচ্ছে, কে চাষ করছে অথবা ফসল কে নিচ্ছে কোনোদিন তার খোজ করিনি।
কি হবে জমি দিয়ে? কতদিন বাচবো?
থাকার জায়গা আছে। আমার আর কিচ্ছু চাই না। কোরআন হাদিসে লেখা আছে- যার সম্পত্তি বেশি তার অনেক হিসাব দিতে হবে।
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:১৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার পৈত্রিক সুত্রে পাওয়া জমি ঢাকা শহরের বুকে হলে ঠিকই খবর নিতেন।
বাংলাদেশে হাজারে হাজারে মামলা আছে জমি নিয়ে। অনেক আইনজীবীর মূল কাজ জমির মামলা পরিচালনা করা। আমাদের দেশের জমি সংক্রান্ত আইনের মধ্যে অনেক গলদ এবং স্ববিরোধীতা আছে। ফলে মামলা বেশী হয়। জমির ক্ষেত্রে অনেক সময় গায়ের জোর যার সেই মালিক সেজে বসে থাকে।
পরকালে মুসলমান ধনী লোকের হিসাবে দিতে দেরী হবে। কিন্তু এই কথা আপনার জন্য প্রযোজ্য না। কারণ আপনি ইসলাম বিদ্বেষী একজন মানুষ। ইসলাম নিয়ে তামাশা করে পোস্ট দিয়ে থাকেন। এই সব ফাইজলামি না করা উত্তম।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
শেরজা তপন বলেছেন: আমি শুনেছিলাম জমিজিরাত নিয়ে মামলার ৬৫ ভাগ ভাই-ভাই কিংবা ভাই- বোনের ওয়ারিশ সম্পত্তির ভাগ নিয়ে!! এই জাতির আর কি হবে!!!
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা হয়তো সত্যি। আমাদের দেশের গ্রামগুলিতে সীমানা নিয়ে বিরোধ নাই এমন বাড়ি মনে হয় কমই আছে। এই সব কর্মকাণ্ড থেকে আমাদের জাতীয় চরিত্র ফুটে ওঠে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৩৫
শ্রাবণধারা বলেছেন: আপনার কন্যা সন্তান যদি থাকে (বা থাকতো), তাকে ইসলামী আইন অনুযায়ী ছেলের অর্ধেক সম্পত্তি দেবেন?
৩১ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: অবশ্যই দেবো। আমাদের দেশের আইনেও সেটা আছে। ইসলামে কন্যাদের অর্ধেক দেয়ার পিছনে অনেক যুক্তি আছে।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০২
শ্রাবণধারা বলেছেন: "লেখক বলেছেন, অবশ্যই দেবো। আমাদের দেশের আইনেও সেটা আছে। ইসলামে কন্যাদের অর্ধেক দেয়ার পিছনে অনেক যুক্তি আছে।"
ছেলে-মেয়ের মধ্যে অসমান সম্পত্তি বণ্টনের কারণ মধ্যযুগের প্রবল পিতৃতান্ত্রিক সমাজে যৌক্তিক হতে পারে, তবে এখনকার এই আধুনিক সমাজে আমি এর প্রয়োজনীয়তা দেখি না। অসমান সম্পত্তি বণ্টনের পক্ষে আপনার যুক্তিগুলো কী?
৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: যুক্তিটা বড় কথা না। আল্লাহতায়ালা কোরআনে নির্দেশ দিয়েছেন। মুসলমান হিসাবে কোরআনের আদেশ মানতে হবে। না মানলে সে কোরআন অবমাননা করলো। কোরআন শুধু মধ্যযুগ বা তার আগের সময়ের জন্য নাজিল হয়নি। কেয়ামত পর্যন্ত এটার বিধান বলবত থাকবে। আর যুক্তিগুলি হল;
১। ইসলামে পরিবারের অর্থনৈতিক দায়িত্ব পুরুষদের।
২। মেয়েরা বিয়ের সময় মোহরানা পায়।
৮| ৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩০
ওয়াহেদ সৈয়দ বলেছেন: জীবিত অবস্থায় সম্পত্তি সন্তানদের সমানভাবে দান করা উচিত, কারণ এটি নবী মুহাম্মাদ (সা.) এর সুন্নাহ।
৩১ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: নবীদের সম্পত্তির কোন ওয়ারিশ হয় না। তাই রসূল (সা) জীবিত অবস্থায় তার নিজের ওয়ারিশদের সম্পত্তি দান করেছেন কি না আমি জানি না। জানা থাকলে জানাবেন। আপনি জীবিত অবস্থায় ওয়ারিশদের সম্পত্তি দানকে রসূলের (সা) সুন্নাহ বলছেন সেটার সূত্র দয়া করে উল্লেখ করুন। আমি জানতে চাচ্ছি।
৯| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২১
অঙ্গনা বলেছেন: হ্যাঁ অনেক বোন ই নেন না, কিন্তু ভাইদের নিজেদের হাতে অর্পিত দায়িত্ব পালন করা প্রয়োজন। সঠিক ভাবে বোন দের জমি বুঝিয়ে দেয়া।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: বোনদের উচিত নিজের ভাগটা ছেড়ে না দিয়ে নেয়া। আর ভাইদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এবং নিজে থেকেই দেয়ার উদ্যোগ নিতে হবে। তাদের অনেকে মনে করে বোনদের দেয়ার দরকার নাই। গ্রামে এটা বেশী হয়।
১০| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৫
ঢাবিয়ান বলেছেন: অনেক ভাইয়েরা শুধু বোনদের নয় , ভাইবোন কাউকেই কিছু দেয় না। সবকিছু তারা একাই জবরদখল করে ভোগ করে। এরকম মানুষ আমাদের দেশে ঘরে ঘরে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথা ঠিক। অনেক পরিবারেই সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে বিরোধ আছে। ১ টা বা ২ টা কুলাঙ্গার অনেক পরিবারেই থাকে। এরাই পরিবারের শান্তি নষ্ট করে।
১১| ৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:১২
কামাল১৮ বলেছেন: পুত্র কন্যা দুই জনই পিতা মাতার সন্তান।সমান সম্পত্তি পাওয়াই যুক্তিযুক্ত।পিতার উচিত সমান ভাগ করে দেয়া।তবে আর গন্ডগোল হবে না।আমাদের দেশে ইসলামী শাসন নাই।সরকারের উচিত এই বিষয়ে আইন করা।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: ইসলামের বিধান অনুযায়ী সমাজে নারী এবং পুরুষের ভুমিকার মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যের আলোকেই কোরআনে সম্পদ বণ্টনের নির্দেশনা আছে। এটার মধ্যেই ইনসাফ আছে। ধর্মহীন লোকেরা এগুলি বুঝবে না। আমাদের দেশে ইসলামী শাসন না থাকলেও সমাজের মানুষের প্রায় ৯০% মুসলিম এবং তারা কোরআনের বিধান অনুযায়ী সম্পত্তির বণ্টন মানে। তাই এই ব্যাপারে দেশের আইনেও ইসলামী আইনের প্রতিফলন হয়েছে।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আর কয়বার আসবেন? আমার নতুন পোস্টে আপনার বয়স অনুমান করেছি। ঠিক বলেছি কি না জানাবেন।
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৭
এ পথের পথিক বলেছেন: সমাজের বাস্তবতা তুলে ধরেছেন । আমিও ছোট বেলা থেকে বোনদের প্রতি সমাজে এ বৈষম্য দেখে আসছি । আবার এমনও অনেক ভাই আছে যারা নিজের ভাইয়ের সম্পদ কুক্ষিগত করে ফেলে । তবে সম্পদের হকের ক্ষেত্রে সবচেয়ে বেশী মাজলুম বাংলার বোনেরা ।
অনুরোধ করছি পরবর্তীতে হক নষ্ট করা ও এর পরিনতি সপর্কে লিখবেন ভাইঃ
আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যে দুনিয়া থেকে ছালাত-ছিয়াম, যাকাত ইত্যাদি আদায় করে আসবে। সাথে ঐসব লোকেরাও আসবে, যাদের কাউকে সে গালি দিয়েছে, কারু উপরে অপবাদ দিয়েছে, কারু মাল গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা কাউকে প্রহার করেছে। তখন ঐসব পাওনাদারকে ঐ ব্যক্তির নেকী থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকী শেষ হয়ে যায়, তখন ঐসব লোকদের পাপসমূহ এই ব্যক্তির উপর চাপানো হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে’ (মুসলিম হা/২৫৮১; মিশকাত হা/৫১২৭)।( মুসলিমঃ হাদিস একাডেমি নাম্বারঃ ৬৪৭৩, আন্তর্জাতিক নাম্বারঃ ২৫৮১)
এ লেখার ধারা অব্যাহত থাকুক ।
০৩ রা মার্চ, ২০২৫ রাত ১০:২১
সাড়ে চুয়াত্তর বলেছেন: উত্তর দেরীতে দেয়ার জন্য ক্ষমা প্রার্থী।
আমার আত্মীয়দের মধ্যেও বোনদের প্রতি এই ধরণের বৈষম্য দেখেছি।
আমি চেষ্টা করবো হক নষ্ট করা এবং এর পরিণতি সম্পর্কে ইসলামের আলোকে লিখতে। আমাদের অনেকেই আল্লাহর হকের ব্যাপারে যতটা না সতর্ক, বান্দার হকের প্রতি ততটাই উদাসীন। আমরা বুঝতে চাই না যে, তওবা করলে আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিতে পারেন , কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ সেটা ক্ষমা করবেন না যদি না সেই ক্ষতিগ্রস্ত বান্দা ক্ষমা না করেন।
মুসলিম শরীফের আপনার উল্লেখ করা হাদিসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা হাদিস। আমরা মনে করি, শুধু নামাজ, রোজা, হজ্জ, জাকাত পালন করলেই আমরা পরকালে উৎরে যাবো। অথচ প্রকৃতপক্ষে, অন্যের হক নষ্ট করলে বা অন্যের উপরে জুলুম করলে আমাদের বিচার অনেক কঠিন হয়ে যাবে এবং পরিণামে জাহান্নামী হওয়ার সম্ভবনা আছে।
আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:৫৭
এইচ এন নার্গিস বলেছেন: দুঃখ লাগে ভাইয়া , অনেক ভাই বাবার বাড়িতে বোন দের যেতেও দায়না ।
০৩ রা মার্চ, ২০২৫ রাত ১০:২৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: দেরীতে উত্তর দেয়ার জন্য ক্ষমা প্রার্থী।
আপনার কথা ঠিক। এই ধরণের ভাইদের আমি চিনি। এই ধরণের প্রবণতা আমাদের সমাজের ক্ষতের মত। সমাজের কারণে বোনেরা অনেক সময় তার হক চাইতেও লজ্জা বা দ্বিধা বোধ করে। অথচ এই রকম হওয়ার কথা ছিল না। এই ধরণের আরেকটা খারাপ কাজ হল নতুন বউয়ের কাছে দেন মোহর মাফ করিয়ে নেয়া। আমাদের সমাজে দেখা যায় যে, স্বামী নতুন বধুকে বাসর ঘরে বা বিয়ের কয়েকদিনের মধ্যে অনুরোধ করে দেনমোহর মাফ করিয়ে নেয়। একজন নববধূ এই পরিস্থতিতে বিব্রত হওয়ার কারণে বা সরল মনে মাফ করে দেয়। কিন্তু এই কাজটাও অন্যায় কাজ বলেই আমার মনে হয়। দেনমোহর কেন মাফ করতে হবে। দরকার হলে যখন সামর্থ্য হবে তখন দেনমোহর দিবে। স্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে কেন মাফ চাওয়া হবে।
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭
রোবোট বলেছেন: সমস্যা হৈলো ধর্মে দায়িত্ব কিন্তু ছেলে সন্তানকেই বেশি দেয়া হৈসে। তবে ওনারা দায়িত্বটা নিতে চান না, তবে সম্পত্তির ভাগের বেলায় "বিরাট মুসলমান" হয়ে যান।
০৩ রা মার্চ, ২০২৫ রাত ১০:২৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার কথার সাথে একমত। শুধু নামাজ, রোজা করলে হবে না, অন্যের হকের ব্যাপারে সতর্ক হতে হবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩০
আহরণ বলেছেন: পচনশীল ইসলাম ধর্মের সব আইন লাল কালির কলম দিয়ে কেটে বাদ দিতে হবে। পৈত্রিক সম্পত্তি বন্টনের আধুনিক আইনের প্রয়োগ দরকার। @ ভাইয়া?