নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আসবে ফিরে বীরের বেশে
আসবে ফিরে বীরের বেশে
মাতৃভূমি বাংলাদেশে আপন নীড়ে
মায়ের কাছে মাটির কাছে
একাত্তুরের ঘাঁটির কাছে
কবে যে আসবে ফিরে
সবাই আছে সেই পথ চেয়ে।
দেশের ছেলে আসবে দেশে
বীরের বেশে দেশকে ভালোবেসে।
ভাইটি তার নেই যে আর
তা যে অসহনীয় বিয়োগ ব্যাথার
মায়ের অসুখ বৃদ্ধ বয়স
প্রাণটি তার তাই সদাই আকূল।
কখন যে আসবে ফিরে!
দেশের মানুষ আছে চেয়ে
দেশটা ছিলো ঘোর সংকটে
খানিকটা তার কেটে গেছে
যতটুকু বাকী আছে
সেটুকুও যে থাকবেনা আর
তারেক জিয়া আসলে ফিরে।
মানুষের ঢল নামবে সেদিন
আনন্দে নাচবে তাক ধিনাধিন
আনন্দ মুখর মহেন্দ্র ক্ষণ
মিছিলে মিছিলে রাজপথ উঠবে জেগে
রাজপথ হবে উচ্ছ্বল চঞ্চল যেন জলতরঙ্গ
তারেক রহমান ফিরবে দেশে
বীরের বেশে যেন এক মুক্তবিহঙ্গ ।
আশার প্রদীপ জ্বালবে এসে
তিমির আঁধারের হবে শেষ,
তরেক ভাই আসলে ফিরে
ধন্য হবে মাতৃভূমি বাংলাদেশ ।
স্বাধীনতার কারিগর আপন হাতে
স্বাধীনতার কারিগর আপন হাতে
সবসময় প্রস্তত ছিলো জীবন দিতে
জীবন বাজী রেখে তবেই রাজপথে নামা
বাংলার রাজপথ যেন একটা কসাইখানা
কতো তরুণ তাজা প্রাণ যে গেছে ঝরে
তপ্ত বুলেটের আঘাতে
দেহ থেকে রক্ত ঝরে
কারো বুক এফোঁড় ওফোঁড়
কারো মস্তক ছিটকে পড়ে রাজপথে
এমনতরো দুঃখকাতর বিরহ গাঁথা
তপ্ত বুলেট লাগলো তার ডান হাতে
সেদিকে ছেলেটির খেয়াল ছিল না
চেষ্টা ছিলো আহত বন্ধুর প্রাণ বাঁচাতে
ডান হাতটি তার পড়ল কাটা
জীবন তরী পড়েছে মোটে কিশোর বেলায়
সুদীর্ঘ সময় যে আছে পড়ে
ছেলেটির ডান হাতটি কাটা
বিজয়ের পতাকা হয়ে
মাফিয়া হাছিনার কবল থেকে
রক্ষা করতে স্বদেশ মাতৃকা
তাদের আত্মত্যাগেই সফল হলো অভ্যুত্থান
খুনি হাছিনা পালিয়ে গেলো স্বদেশ থেকে
কেটে ফেলা ডান হাতটি তার
গণ বিপ্লবের জয়গান
এমনি করে বিজয় এলো
তিমির আঁধার দূর হলো ।
০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: তারেক রহমানের নেই যে তুলনা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন পরিষ্কার করে আইতে কইয়েন। দুর্নীতিবাজদের কেউ জায়গা দেবে না?। উনি যেন সত্যের পথে থাকেন তাহলে মানুষ ভালোবাসবে
০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সত্যের পথে আছেন তিনি
সত্যের পথেই থাকবেন
তার হাতেই দেশ নিরাপদ
ভালো করে ভাববেন।
এখন তিনি ভীষণ পরিণত
এখন তিনি হৃদয় মোদের করেন আলোড়িত
তার মুখ নিসৃত বাণী যেনো মোদের প্রাণের কথা
তিনি মেটাতে পারবেন জানি মোদের প্রাণের দাবী
তিনি এসে করবেন দূর পুরাতন ক্ষত
নেতা মোদের তারেক ভাই ভোরের রবির মতো
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
জ্যাক স্মিথ বলেছেন: মাহমুদুর রহমানকে তো জেলে ঢুকিয়েছে, তারেক রহমানের কি হবে?
০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: মাহমুদুর রহমানের উপর স্বৈরাচার হাছিনা অকথ্য জুলুম নির্যাতন করেছেন। এর জন্য তার বিচার হতে হবে। তারেক রহমান বীরের বেশে ফিরবেন। মিথ্যা মামলা পরিহার করতে হবে। অযথা হয়রানি করা যাবে না।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সব চোর চুট্টাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে।
০১ লা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: আর নগরের সাধুদের পাকড়াও করা হচ্ছে।
এসব সাধুরা লক্ষকোটি টাকা পাচার করেছে
তিনটি গণহত্যা আর অসংখ্য হত্যাযজ্ঞ চালিযেছে
ভারতীয়দের দিয়ে এদেশের মানুষ হত্যা করিয়েছে।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৬
সোনাগাজী বলেছেন:
এত বড় ডাকাতকে "বীর" ডাকা কি কবি, সাহিত্যিক ও রাজনীতি বুঝা লোকদের উচিত?
০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: তিনি কর্মীদের ভালোবাসেন ডাকাতদের উৎখাতে দেশের মানুষের ভূমিকা তার স্বদেশে আসার পক্ষে জনমত আর গণতান্ত্রিক বিশ্বে এই জনমত নীতি নির্ধারক কে দেশে আসবে ।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: সব্বাই এখন স্বাধীনতার কারিগর। কয়দিন পর BAL ও দাবী করবে ওরাই স্বাধীনতা আনছে!
০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫০
সেলিম আনোয়ার বলেছেন: দাবী করুক। স্বাধীনতার দাবী মনে থাকাও ভালো । কিন্তু অপশাসন দুঃশাসন কাম্য নয় কারও ।
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৩
ব্লগ সার্চম্যান ২ বলেছেন: সুন্দর কবিতা। তবে এখনো তার নামে মামলার কোনো কুলকিনারা হয় নাই। এমন অবস্থায় দেশে আসলে বোধহয় তাকে প্রথমেই জেল খানায় যেতে হবে।
আমি বুঝিনা কিছু মানুষ ব্লগে তারেক জিয়াকে বীর বা শহীদ জিয়াউ রহমানকে নিয়ে তাদের এত এলার্জি কেন ?
এদের মনে হয় বিএনপি ক্ষমতায় থাকাকালে ভাগবাটোয়ারা কম হয়েছিলো !
০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার মন্তব্যে যুক্তি আছে। তারেক রহমান কে দোষী প্রমান করতে না পারায় এক বিচারক দেশ ছেড়ে পালিয়েছিলেন। দোষী ব্যক্তির যেখানে অভাব নেই তাদের বিচার শেষ করতে যেখানে হিমসিম খাবে মানুষ। সেখানেিএকজন দেশপ্রেমিক মানুষকে দেশে আসতে বাধা দেয়া কোন সুশাসন কিংবা সুনাগরিকের কাজ নয়। আমাদের সাংবাদিকদের দেশপ্রেমিক হওয়া দরকার আছে শুধু মাত্র আন্দাজের উপর সেটা নিয়ে খবর ফলাও করে প্রচার করা অনুচিৎ।
আর যারা লোভী অযোগ্য ডিপ্লোমা পাস তারা বিসিএস নিয়োগ নিয়ে কি কথা বলবে ?
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৪
পবন সরকার বলেছেন: চামচাদের দ্বারা প্রভাবিত না হইলেই হইল
০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তিনি এখন দূর্ণীতির বিরুদ্ধে জিরো টলারেন্সিতে আছেন।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: তাই হবে- তাই হোক
হিংসের ন্যায় তখন
গান গাইবে গান
জুড়াবেই যত প্রাণ
বীরের দেশ স্বাধীন
মোরা তারেক রহমান!
ভাল থাকবেন কবি দা