নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এসেছে মধুর লগণ!!!!

১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২

এই ক্ষণ যেন মধুর লগণ
থেকে থেকে ঐ ডাকে গগণ
ঝিরঝির হাওয়া বহে
যেন বহে সুখের পবন।
তুমি আছো দূরে যেন
বিহগের সুরে তাই বাজে এই প্রাণে
এই বাহুডোরে তোমায় চাইছে যে এ মন।
এই মায়াবী রাতে তোমার ওষ্ঠে আমার ওষ্ঠ রেখে
চলনা দুজনে
রচিবো মধুর প্রণয় ক্ষণ।
রাতের আঁধার যেন চুপি চুপি বলে
এসেছে প্রণয় বেলা এসেছে সেই ক্ষণ।
অঘুর বর্ষণে ভিজে গেছে নগর ভিজে গেছে বন
পাখির বাসা ভেঙে গেছে ভিজে গেছে পাখি
ঠক ঠক করে কাঁপে ছলো ছলো আঁখি
দেয়া ডাকে তাই কেঁপে ওঠে গগণ
এমন সময় তোমারেই কাছে ডাকি
তোমায় ঘিরে নাচে মোর মায়াবী স্বপন
এসেছে তোমার আমার প্রেমের
সেই মহেন্দ্র ক্ষণ ! মুষলধারে বৃষ্টি পড়ে
তোমার কথাই মনে পড়ে এখন ।
মোদের প্রেমে যে বৃষ্টি নামে
ভেবে ভেবে উদাসীর বাতায়ন লাগে প্রাণে
বদ্ধ ঘর যেন বন্দী খাঁচা এমন ক্ষণে
তুমি আসতে যদি কাছে দারুন হতো
কপোত কপোতী শুধু আমরা দুজন।
বাড়ে রাতের আঁধার তোমার চিবুক বেয়ে
যেন বৃষ্টির নহর নামে
ভালো বাসি দিবা নিশি শুধু তোমারে
এসেছে মধুর লগণ ‌।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৭

অস্বাধীন মানুষ বলেছেন: মারহাবা মারহাবা অসাধারণ হয়েছে কাব্য । প্রিয় কবি অসাধারণ লিখনী হাত আপনার।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

আজব লিংকন বলেছেন: বৃষ্টির কবিতা। ওয়েদার ডিমান্ড। বেশ লিখেছেন পড়ে ভালো লাগলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.