নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
অতঃপর
বারোবছর পূর্ণ হলো
দর্প তোমার চূর্ণ হলো
অবজ্ঞার সাতপেয়ালা জল পিয়ে
তোমার প্রাণে আমার প্রেম
মনের সুখে বাঁধলো বাসা
যেন প্রেমের জয় হলো
তোমার আমার যাত্রাপালা
পৃথিবীর এই রঙ্গমঞ্চে
নতুন এক মাত্রা পেলো।
আন্দোলনে সংগ্রামে
টিকে থাকার লড়াইয়ে
আমাদের যূথবদ্ধতা
দৃষ্টান্ত দেবার মতো।
মোদের এই চলার পথে
যুক্ত হলো আমার লেখা কবিতাগুলো
তোমার গান গল্পকথা প্রেমবারতা
সম্পূরক এক কাব্য হলো;
একটি পাখির দুটি ডানা যেমন
তেমন করে আমাদের পথ চলা
কাঙ্ক্ষিত ঠিকানায় মহাকালের সীমানায়
নিয়েছে যে ঠাঁই ।
ভালোবাসি যে শুধু তোমায় ঢের বেশি
এই আমার সাফ কথা
তোমার ঐ চিবুক ছূঁয়ে
কবিতা মোর মেলে পাখা
সারা বেলা,
আমার আবেগ যেন যায় ছূঁয়ে
মহাকালে সীমা রেখা।
এমনি করে সুদীর্ঘ এক যুগ
ছোট্ট এই জীবনে
নেহায়েত কমতো নয়
তোমাদের সাথে লয়ে
আমার এই বিজয় রথ
চির উন্নত সমুন্নত হোক
এই মম শুভ কামনা ।
একযুগ লম্বা সময়। ব্লগে এক যুগপূর্তি তাই আমার জীবনে দারুন গুরুত্ব পূর্ণ। সময়ের দাবি মেটাতে আমার আর পারিপর্শ্বিকতার মিথোস্ক্রীয়ায় সৃষ্টি হয়েছে একেকটি পোস্ট। আমার ব্লগবাড়ি যেন গত এক যুগের ডকুমেন্টারি। পোস্টগুলোতে যারা কমেন্ট করেছেন যারা নিত্য নতুন পোস্ট তৈরীতে নিয়ামকের ভূমিকায় অবতীর্ণ সবার কাছে আমি কৃতজ্ঞ। জনাব হুমায়ূন ফরিদীর মৃত্যুর পর আমার ব্লগ জীবনে প্রবেশ। ফরিদী যেন বেচে থাকেন আমার এই ব্লগের মাধ্যমে সেই প্রত্যয়ে লিখে গেছি। ব্লগে অনেক বন্ধু পেলাম শুভাকাঙ্ক্ষি পেলাম । ব্লগমাতা জানা থেকে শুরু করে আজকের যে নতুন ব্লগার তাদের সাথে মিথোষ্ক্রয়ার সুয়োগ সৃষ্টি করেছে এই ব্লগ। আমাকে নতুন দৃষ্টি দিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। বাংলা টাইপ করা শিখলাম। বৃষ্টি, জোছনা রাত প্রেম নিয়ে লিখলাম। বাংলায় প্রচুর পড়ার সুযোগ পেলাম। অনেক কিছু জানলাম শিখলাম দেখলাম। ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪, করোনাকাল আরও কতো কি। যারা ব্লগবাড়িতে আমার চলার সঙ্গী হলেন তাদের সবাইকে শুভকামনা ও লালগোলাপ শুভেচ্ছা । আর তুমি হয়ে ওঠলে অনবদ্য কবিতা । এতো কবিতা কে লেখেছে আর তোমাকে নিয়ে তোমাদের নিয়ে!!! ধন্যবাদ সবাইকে। ছাত্র জনতা অভ্যুত্থান সফল হোক। তারুন্য জয়লাভ করুক সুন্দর একটি স্বদেশ গড়ার মধ্য দিয়ে ।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা। আপনাদের সাথে নিয়েই আমার বর্ণিল ব্লগযাত্রা ।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে। শুভকামনা রইল নিরন্তর!
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৪
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। অনেক শুভকামনা । সঙ্গে থাকার জন্য ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫
নতুন বলেছেন: যুগপূর্তিতে অভিনন্দন ভাই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনার ব্লগবয়স ১৮ বছর ছয়মাস। সেতুলনায় একযুগ তেমন কিছু নয় নতুন। আপনার কুড়িবছর পূর্তির অপেক্ষায় থাকলাম ।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ১২বছর পুর্তিতে অভিনন্দন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ মাহমুদুর রহমান সুজন । ভালোথাকবেন সবসময় এই শুভকামনা ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৮
সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজীকে ধন্যবাদ।তিনি ব্লগবাড়িতে এসেও কমেন্ট করতে পারেন নি। চাদগাজীর জন্য শুভকামনা ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০৭
সোহানী বলেছেন: যুগপূর্তীর শুভ কামনা।
আপনিই মনে হয় এমন একজন ব্লগার যিনি প্রতিটি ইস্যুতে কবিতা লিখেছেন। আপনার সীমাহীন কবিতার প্রতিভায় আমি মুগ্ধ।
ভালো থাকুন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
আজকের কবিতা
বুকের মাঝে বুলেট নিয়ে ৩৯ দিন বেঁচে থাকার পর
অবশেষে পারি দিলেন পরপারে
পরিবারের হলো তাই স্বপ্নভঙ্গ মানবতা ডুকরে কাঁদে
শহীদ শোহান গণঅভ্যুত্থানের বিজয় সোপান
গণতন্ত্র উদ্ধার অভিযানে , আমরা ভুলবনা তোমার অবদান
আবু সাঈদ, মুগ্ধ, শোহান ছিল বলেই
আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলি বাংলাদেশে
দূর হয়ে যায় তিমির আঁধার স্বদেশ থেকে
শোহান তুমি বেঁচে থাকো দেশগড়ার প্রেরণা হয়ে
তোমাদের ঋণ শোধ হবে না যে কোনদিন
স্বৈরাচারের দূ্র্বৃত্তায়ন ভেঙে চূরে তোমরা দৃষ্টান্ত হলে
বিনম্র শ্রদ্ধা আর অফুরাণ ভালোবাসা তোমার তরে
একটা মারলে একটাই মরে তবু বাকিরা পালায় না
ঘুড়ে দাঁড়ায় তারা দ্বিগুণ শক্তি নিয়ে মৃত্যুর পরোয়া করে না
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
করুণাধারা বলেছেন: সামু ব্লগে এক যুগ পূর্তি হলো আপনার, অভিনন্দন!
শুভকামনা রইল আগামী দিনগুলোর জন্য।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৫
সেলিম আনোয়ার বলেছেন: এদেশে জন্মেছি মোরা এ দেশেই মরতে চাই
হৃদয়ে লিখেছি লাখো শহীদের রক্ত দিয়ে কেনা
সোনার বাংলা গড়তে চাই
প্রাণের দামের বিনিময়ে পেয়েছি একটি নাম জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ
তোমার রূপের তুলনা নাই ।
তোমার ছায়ায় সবুজ মায়ায় বাংলা ভাষায়
মায়ের মমতা বাবার আদর ভ্রাতৃত্বের অটুট বন্ধন
শেকড়ের সন্ধান নাড়ির টান আমরা খুঁজে পেয়েছি মুগ্ধ হয়ে গেয়েছি তাই,
বাংলাদেশ বাংলাদেশ অনন্য অনেক ভালোবাসি যে তোমায়।
এমন সুন্দর দেশ যে আর একটিও নেই
এই পৃথিবীতে প্রাণের মাঝে বুঝেছি ।
প্রাণের চেয়েও যে বেশি ভালোবাসার বাংলাদেশ
লাখো শহীদের প্রাণের দানে আমরা প্রমাণ করেছি।
পদ্মা মেঘনা যমুনার জলধারা বিস্তীর্ণ সমভূমি
সম্ভাবনার অপার আধার তারাভরা রাত চাঁদের জোছনা বঙ্গোপসাগর উপকূল সুন্দরবন কক্সবাজার সমুদ্র সৈকত গোধূলির আলো সবুজ পাহাড় উপত্যকা ভোরের নতুন সূর্যোদয় ষড় ঋতুর অপার লীলাভূমি মাতৃভূমি বাংলাদেশ সবার সেরা বুকের মাঝে লাল সবুজের একটি পতাকা একটি বদ্বীপ আমরা যে ধারণ করেছি।
জোয়ার ভাটার ঢেউয়ের তালে নৌকো দোলে ভাটিয়ালি মুর্শেদী গান কৃষকের মুখের অম্লান হাসি সম্ভাবনার ফসলি জমি সোনালী ধান মনের সুখে গায়ের বধূর মধুর হাসি বটের ছায়া নদীর হাওয়া জুড়ায় যে প্রাণ ভালোবাসি বাংলাদেশ বাংলার মানুষ বাংলা কবিতা গান।
এদেশের আলো ছায়ায় সবুজ মায়ায়
দিনে দিনে আমরা বেড়ে উঠেছি।
জন্মভূমি বাংলাদেশ,
মাগো তোমায় অনেক ভালোবেসেছি
জীবন দিয়ে করবো রক্ষা এই শপথ করেছি।
প্রাণের দানে বারবার আমরা প্রমাণ করেছি প্রাণের চেয়ে ঢের বেশি ভালোবাসি
একটি নাম বাংলাদেশ পৃথিবীর বুকে সবার সেরা
পরম করুণাময়ের কাছে তাই সন্তুষ্ট মোরা
এই দেশে জন্মেছি বলে বাংলাদেশ বাংলাদেশ
তোমার রূপের নেইকো শেষ রক্ত দিয়ে লিখেছি একটি নাম।
সোনার বাংলা গড়বো মোরা সমৃদ্ধ বাংলাদেশ গড়বো মোরা দৃপ্ত শপথ করেছি ।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চির জাগ্রত জনতার তোমায় মাগো অনেক ভালোবেসেছি।
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
ঢাবিয়ান বলেছেন: দ্বাদশ বছর পুর্তিতে অভিনন্দন। অনেক অনেক শুভকামনা।