নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

Stop Genocide এবং কাণ্ডারি থেমো না !!!

২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:০৭

Stop Genocide
Stop genocide Save education
They are future of our nation .
Stop genocide Save our nation
They were fighting for rights
They are our pride they are our love .
They were raising voice against inequity
Please show them pity what they deserve.
They can lit the light
They can drive away darkness of all kind
They can show us the right way
Stop genocide Save education
Stop genocide Save our backbone
We want justice and human rights
They are patriot they can guide
We want justice Stop genocide
They are our future They are our heart.
They are our future They are our heart.

কাণ্ডারি থেমো না !!!

তিমির আঁধার চারিদিকে আজ যাত্রীরা হুশিয়ার হে,
ধূলট ধূয়াশা হতাশার কালো মেঘ দূর করে
তবেই ছিনিয়ে আনতে হবে যে,
মানুষের মতো করে বেঁচে থাকার অধিকার।
যেতে হবে যে বহুদূর
যেন এক সমুদ্দুর রক্ত পেরিয়ে
ঐ যে তাবেদার পা চাটা জানোয়ার
মেতেছে তাণ্ডবে প্রলয়েরই শিখা হাতে
রুখতে হবে তারে নইলে যে ধ্বংস অনিবার্য ।
উঠেছে টর্নেডো ঝড় সর্বংসহা অবণীর পর
চির সবুজ কাণ্ডারি বিবেকের ঝাণ্ডা তারই করে
আশার আলো জ্বলে ঐ
টানেলের দূর প্রান্তে,
ঐ খানে যেতে হবে যে দ্বিধাহীন চিত্তে ।
থামলে আজই চলবে না,
নইলে যে আশার আলো আর কোনদিন জ্বলবে না ,
ঐ খানে যেতে হবে হিংস্র সাপিনির বিষ দাঁত ভাঙতে ।
দেশ মাতৃকা আজি ভীষণ অসহায় হে প্রভু করো সহায়।
আমাদেরও যে আছে অধিকার , ভালো থাকার
বেঁচে থাকার বাক আর বিবেকের স্বাধীনতার;
অধিকার ছিনিয়ে আনতে— ।
এদেশ আমাদেরই রক্তে গড়া লাখো প্রাণের দানে অর্জিত,
অগণিত জননীর বুক খালি করা ক্রন্দন রোল আর আর্তনাদ
বোনের আহাজারি নারীর সম্ভ্রম হারানো দামে
ভাইয়ের আত্ন বলিদানে কেনা।
ঐ নাচে তাণ্ডব দৈত্য দানব
বিবেক বর্জিত প্রচণ্ড পরাভব,
তবুওতো ভয় পেলে আর চলবে না ।
ঐ খানে যে আছে সুনিশ্চিত বিজয়
এক চুলও ভুল করা চলবে না ।
না থামবে না!!
দুই শত তিনটি রক্ত কমল ফোঁটেছে
চেতনার বাগানে, থেকে থেকে আসে তার ঘ্রাণ ।
ওরা যে দানব রক্ত পিপাসু ড্রাকুলা
ঐ দেখো চলছে জেল জুলুম হুলিয়া
ঐ দেখো অবিচার—
ঐ দেখো দজ্জাল —
ঐ চলে অনাচার
ঐ যেন ফেরাউন নিজেকে করে খোদা দাবি
যেন পতন হবে না আর কোনদিন ।
করোনা আর উপাসনা তার
নইলে যে হারাতে হবে দুনিয়া আখেরাত সব ই।
দুঃসময়ের কাণ্ডারি— হে নবীন,
হও তুমি আগুয়ান
আসলে আসুক ঝড় তুফান
শক্ত হাতে ধরো হাল
তুলে ধরো পাল আশার প্রদীপ জ্বেলে
মরলে শহীদ বাঁচলে গাজী, সুনিশ্চিত হেদায়েতের পথে ।
বাতাসে আজ বারুদের গন্ধ
ঐ দেখো কপ্টার— মাথার উপর ঝুলে খরগ
ঐ দেখো তাবেদার গণতন্ত্রের দরজা রুদ্ধ কপাট
ঐ দেখো গোলামির জিঞ্জির,
হুঁশিয়ার সাবধান ভয় করোনা ঝড় তুফান।
কাণ্ডারি হে ধরিত্রীর করোনা নত শির ,
অনতিদূরে যে বিজয়েরই পতাকা উড়ে
ত্যাগ তিতিক্ষার পরেই আসে কাঙ্ক্ষিত সফলতা
এটাই যে নিয়ম বিশ্ব ধরিত্রীর।
এখানেও এর হবে না ব্যতিক্রম
এদেশ তোমার আমার ভাইয়ের বাবার রক্তে গড়া
মনে রেখো একটি আজন্ম অধিকার,
লাল সবুজ পতাকা,
একটি মানচিত্র,
ছাপ্পান্ন হাজার বর্গমাইল
এক
সাগর
রক্ত
পদ্মা মেঘনা যমুনা,
মহান একাত্তর ;
বৈষম্য হীন পৃথিবীর এক দৃঢ় প্রত্যয়
দুইশত তিনটি রক্ত গোলাপ !!!
স্টপ জেনোসাইড সেব এডুকেশন
এই দেশ তোমার আমার।
হে কান্ডারি হে নবীন হে অজেয় অক্ষয় থেমো না..


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২৪ রাত ১:৩৪

ফারহানা শারমিন বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়া্য সৌভাগ্য হলো। বুকের ভেতর আগুন জ্বলছে। বুঝা যাচ্ছে।

২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: stop genocide save education!!

২| ২৭ শে জুলাই, ২০২৪ ভোর ৪:১৪

এম এ কাশেম বলেছেন: ফেরাওন কিংবা তার অনুসারিরা কি ভাই কবিতা পড়ে নাকি শুনে, বুঝা তো দূরের কথা।

তবু ও জানি কবি তার কবিতা দিয়ে বুকের মাঝে আগুন জ্বালায়।

২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: অন্যরা পড়ে জ্বালা মেটাবে চলার পথে প্রেরণা খুজে পাবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.