নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন বঙ্গবন্ধু!!!!

১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১৭

তুমি জন্মেছিলে বলে জন্মেছিল একটি দেশ
নাম তার বাংলাদেশ ,
মরে গিয়েও তাই আছো বেঁচে, তোমার নেইকো শেষ ।
তোমার জন্মদিনে তাই করি মোরা তোমার বন্দনা
কেউ লিখি কবিতা কেউ গাই গান
কেউ খুঁজি প্রেরণা, ভীষণ প্রতিকূলতায়— তোমার ঐ তর্জনীর উত্থান ।
তুমি আন্দোলন সংগ্রামে প্রতিবাদে
মোদের মুক্তির জয়গান,
হে মুক্ত বিহঙ্গ যেন জল তরঙ্গ
হে রাজনীতির কবি —স্বাধীনতার প্রতিচ্ছবি
চেতনার বাতিঘর হে, লও ছালাম! লও ছালাম!!
তুমি জন্মেছিলে অন্যায়ের বিরুদ্ধে তাই
প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পাই
তোমার আত্মত্যাগ— অসীম সাহসিকতা— দেশপ্রেম
তোমার তুল্য যে আর কেহ নাই, এই বাংলায় ।
আমরাও ভুলি নাই, তোমায় ভুলবো না যে কোনদিন;
বাংলার মাটি বাংলার জল বাংলার বাতাস
চারিদিকে তোমার গন্ধ মাখা উল্লাস উচ্ছ্বাস।
তোমার জন্মদিনে আমরা তাই আজি উল্লাস মুখর
শুভ জন্মদিন হে, বঙ্গবন্ধু, ইতিহাসের মহানায়ক !
তোমার জন্মদিন, আমাদের জন্য বাঁধ ভাঙার প্রেরণা
শুভকামনা বিনম্র শ্রদ্ধা হে— তোমারে জানাই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:


শেখের জন্মের কারণে বাংলাদেশ হয়েছে, ইহা ভুল ধারণা। দেশের মানুষ উনার উপর আস্হা রেখেছিলেন।

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: শেখের জন্ম না হলে কে নেতৃত্ব দিতো বলে আপনি মনে করেন। বঙ্গবন্ধু স্বাধীনতার প্রেক্ষাপট তৈরীর অন্যতম নিয়ামক। সাহসী নেতৃত্ব ছাড়া প্রাতিষ্ঠানিক সফলতা অসম্ভব।

দেশের মানুষ উনার উপর আস্থা রেখেছিলেন কারণ ওনি দেশের মানুষকে ভালোবেসেছিলেন। ওনি মানুষ ছিলেন ফেরেশতা নন। আর মানুষই আশরাফুল মাখলুকাত।

২| ১৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বঙ্গবন্ধু আমাদের চেতনার উৎস। শ্রদ্ধা তাঁর জন্য। আপনি তাঁর কথা লিখেছেন এজন্য আপনাকেও ভালোবাসা জানাই।

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

৩| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪২

রাজীব নুর বলেছেন: শেখ মুজিব ছাড়াও আরো বহু মানুষ দেশের জন্য দারুন সব ভূমিকা রেখেছেন। আমরা তাদের নাম নেই না কেন?

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: তাদের তরে বিনম্র শ্রদ্ধা জানাই
তারা যেন আঁধার রাতের তারা
ঘুটঘুটে অন্ধকারে জোনাক পোকা
তারা সবাই অজেয় বীর
আমরা যে ভাই বীরের জাতি
আমরা করতে পারি দূর তিমির রাতি
বঙ্গবন্ধুর নাই তুলনা নাই।

৪| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০৪

আরইউ বলেছেন:


এই পোস্টে রাজীব নুরের মন্তব্যঃ

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৪২
রাজীব নুর বলেছেন: শেখ মুজিব ছাড়াও আরো বহু মানুষ দেশের জন্য দারুন সব ভূমিকা রেখেছেন। আমরা তাদের নাম নেই না কেন?

১১ মিনিট আগে আরেকটি পোস্টে রাজীব নুরের মন্তব্যঃ

১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধুর অবদান সবাইকে ছাড়িয়ে গেছে।
তিনি একজন গ্রেট নেতা। তার সমতুল্য কেউ নেই।

হা হা হা! এজন্যই ব্লগ মডারেটর রাজীব নুরকে “ব্লগের এরশাদ” উপাধী দিয়েছিলেন!!

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: পোস্ট খানা পড়া হয়নি।

মুক্তিযুদ্ধের সময় গোটা জাতি একই প্লাটফর্মে দাঁড়িয়ে এক দেহ এক প্রাণ। কিছু রাজাকার আলবদর শান্তিবাহিনী তক্ষক তাদের জন্য ধিক্কার। বঙ্গবন্ধু দেশের মানুষকে ভালোবাসা দিয়েছিলেন । ভালোবাসলে হৃদয়টা অনেক বড় করতে হয় যে।

রাজীব নূর অনেক কমেন্ট করেন।

আপনি তথ্য দিয়ে কমেন্ট সেকশন সমৃদ্ধ করেছেন । তাছাড়া শায়মা বলেছে আপনি অনেক বড় মাপের ব্লগার। আপনাকে অভিনন্দন। ভালোথাকবেন সবসময় এই শুভকামনা ।

৫| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১১

রানার ব্লগ বলেছেন: বংগবন্ধু বাংলাদেশের স্বাধীনতার একজন অনুঘটক ছিলেন ।

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৬| ১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫২

আরইউ বলেছেন:




আপনিও ভালো থাকুন, সেলিম!

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.