নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অপ্রাকৃতিক

২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১২



অযুত নিযুত দিবা রাত্রি ফুল ফোটাবার
অক্লান্ত শ্রমে নিযুক্ত থাকতে থাকতে
আজ মনে হচ্ছে, এইসব ফুল টুল ফুটে ওঠা
নিতান্তই প্রাকৃতিক প্রবাহ-এর সাথে
মানুষের কোন সম্বন্ধ থাকতে নেই।
প্রজাপতি কিংবা মৌমাছির ডানায় রৌদ্রের সাঁতার,
সুঘ্রাণ বয়ে নিয়ে ছুটে যাওয়া মাতাল বাতাস ,
আঙিনায় লুটিয়ে পড়া চাঁদ-
লাল- নীল- রঙীন উচ্ছ্বাস-
মানুষের এসবে কোন প্রয়োজন নেই।

মানুষের জন্যে এক গামলা ভাতের উপরে
উপাদেয় কিছু কোলটানা ঝোল- মাংস,
পদতলে নতজানু কতগুলি মানুষের ঘাড়
হাতের মুঠোয় ভয়ংকরতম মারণাস্ত্রটি
এবং অলঙ্ঘনীয় অহমে প্রবল উদ্ধত বিশ্বাস
থাকলেই চমৎকার কেটে যায় দিন।
কেননা মানুষ প্রাকৃতিক কোন সত্ত্বা নয়-
কেননা মানুষ উর্বর হয়না বৃষ্টিস্নাত মাঠের মত,
পূর্নিমার মোহন টানে জোয়ার - ভাটায়
মানুষ প্রবাহিত হয় না অরূপের অমল ধারায়,
অনাদি অনন্ত সুন্দরের অবগাহনে-
অভিভূত হয়ে নিজের সীমানা ছিঁড়ে
ক্রম গরিয়ান এক যাত্রাপথ মানুষের নয়।

মানুষ দাঁড়িয়ে আছে স্বনির্মিত
গোষ্ঠীগত খোপের দুয়ারে -
আত্মরক্ষা ছলে পরস্পর যুদ্ধরত
আত্মহননশীল অন্ধ এক প্রানী।
———-////————-

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৮

জটিল ভাই বলেছেন:
অসাধারণ রচনাশৈলী এবং গভীর অর্থবহ।

১৪ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.